For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পার্কসার্কাসে সিএএ বিরোধী অবস্থানকারী মহিলার মৃত্যু, প্রতিবাদে কালো ব্যাজ পড়ে নীরবতা পালন

  • By Aveek
  • |
Google Oneindia Bengali News

এখনো একমাস হয়নি নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ), এনআরসি, এনপিআর এর বিরোধিতায় পার্কসার্কাস এলাকায় মহিলাদের আন্দোলন। তারি মাঝে হূদরোগে আক্রান্ত হয়ে পার্ক সার্কাসের আন্দোলনের ভাঙ্গন এই মৃত্যু হয়েছে এক আন্দোলনরত প্রতিবাদীর।

পার্কসার্কাসে সিএএ বিরোধী অবস্থানকারী মহিলার মৃত্যু

পরিবার সূত্রে জানা গিয়েছে, শামিদা খাতুন নামে সাতান্ন বছর বয়সী প্রৌঢ়া, টানা ছাব্বিশ দিন ধরে পার্ক সার্কাস ময়দানে আন্দোলন করছিলেন। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন ওই প্রৌঢ়া। তবে অসুস্থ হলেও রাতে মঞ্চে গিয়ে আন্দোলন করাতেই শামিদার মৃত্যু হয়েছে বলে দাবি করছে পরিবার।

আরও জানা গেছে, শনিবার রাতে আন্দোলনের মঞ্চে থাকা অবস্থাতেই শামিদার বুকে ব্যথা শুরু হয়। তখনই তাঁকে হলে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে, হাসপাতালেই মৃত্যু হয় তাঁর। রাতে শামিদার মৃত্যুর খবর পৌঁছতেই মাইক বন্ধ করে প্রতিবাদ চালাতে থাকেন আন্দোলনকারীরা। ঘটনায় সকাল থেকেই থমথমে পার্কসার্কাসের ধর্না মঞ্চ।
উল্লেখ্য, সংশোধিত আইনকে কালা আইন আখ্যা দিয়ে এবং এই আইন বাতিলের দাবিতে প্রায় 2 মাস হতে চলল তোলপাড় গোটা দেশ। দেশ তথা রাজ্যজুড়ে আন্দোলন জারি রেখেছে একাধিক সংগঠন ও বিরোধী রাজনৈতিক দলগুলো।

নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায় মামলা দায়ের হয়েছে দেশের শীর্ষ আদালতে যা বিচারাধীন। কিন্তু তাতেও আইন বাতিলের কোনো উপায় বেরোবে কিনা তাতে আস্থা নেই ওঁদের। তাই পর্দার আড়াল থেকে বেরিয়ে গত ১৭ জানুয়ারি থেকে দিল্লির শাহিনবাগের কায়দায় অনির্দিষ্ট কালের অভিনব প্রতিবাদ কর্মসূচি শুরু করে পার্কসার্কাসের আট থেকে আশির কয়েক শ সংখ্যালঘু মহিলারা। কারও হাতে জাতীয় পতাকা, কারও হাতে ব্যানার পোস্টার। মুখে স্লোগান। কেউ বেরিয়ে এসেছেন সদ্য হাঁটতে শেখা সন্তানের হাত ধরে। কারও বা কোলে শিশু।

অন্যদিকে, কেন্দ্রের নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে রাজধানীর শাহিনবাগ এলাকায় সংখ্যালঘু মহিলাদের অবস্থান বিক্ষোভের প্রায় একমাস হতে চলল। সেখানেও অংশ নিয়েছেন কয়েকশ সংখ্যালঘু মহিলা। সেই চিত্র উঠে আসে কলকাতার পার্ক সার্কাস ময়দানে।

পার্ক সার্কস ময়দানে মহিলার মৃত্যুর প্রতিবাদে,আজ কালো ব‍্যাচ,মোমবাতি নিয়ে নীরাবতা পালন করা হবে।তিন দিন পর মহিলার শেষকৃত‍্য সম্পূর্ণ করা হবে।এই দুদিন মৃত্যুদেহ পি সেভেনে রাখা থাকবে।

English summary
caa protester died in park circus kolkata
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X