For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বঙ্গে বাস বন্ধ, কবে কেন বিস্তারিত জানুন

তাই চূড়ান্ত পদক্ষেপ নিয়ে ফেলল বাস মালিক সংগঠনগুলি।

  • By Debalina Dutta
  • |
Google Oneindia Bengali News

দীর্ঘদিন ধরেই বাসভাড়া বৃদ্ধির দাবি জানিয়ে আসছে বাস মালিক সংগঠন গুলি। কিন্তু সে কথায় কর্ণপাত করেনি সরকার। তাই চূড়ান্ত পদক্ষেপ নিয়ে ফেলল বাস মালিক সংগঠনগুলি।

বঙ্গে বাস বন্ধ, কবে কেন বিস্তারিত জানুন

ফেব্রুয়ারির শুরুতেই বাস ধর্মঘটের ডাক দিল বাস মালিকদের সংগঠনগুলি। ভাড়া বৃদ্ধির দাবিতে তারা আপাতত দু'দিনের ধর্মঘটের ডাক দিয়েছে। ফেব্রুয়ারি মাসের ১ ও ২ তারিখ সারা রাজ্যে কোথাও কোনও বাস চলবে না বলে বাস মালিক সংগঠনগুলির পক্ষ থেকে জানানো হয়েছে।

যে হারে জিনিসপত্রের দাম বেড়েছে তার সঙ্গে তাল রেখে উঠে বাড়েনি বাসভাড়া। সেইজন্যেই তাদের পক্ষে বাস চালানো সম্ভব হচ্ছে না। এবার ভাড়া না বাড়ালে বাস চালানো সম্ভব হচ্ছে না। পাশাপাশি মালিকদের এমনকী বাসে বাসে রেষারেষি, বাসের বেহাল স্বাস্থ্য এইসব বিষয়ে অভিযোগের প্রেক্ষিতেও ভাড়া না বাড়ানোকেই দায়ি করেছিল বাস মালিক সংগঠনগুলি।

২০১৪ সালে শেষবার ভাড়া বৃদ্ধি হয়েছিল অর্থাৎ শেষ চার বছরে বাস ভাড়া বাড়েনি। বেড়েছে যন্ত্রাংশের দাম, জ্বালানির দাম, সঙ্গে বেড়েছে পুলিশি জুলুম। সঙ্গে বেড়েছে ট্যাক্স। কার্যত রুগ্ন দশায় পৌঁছেছে বাস পরিবহন ব্যবস্থা। পরিবহন সংস্থার দাবি রাজ্যের মন্ত্রীদের চিঠি দিলেও ফলে মেলেনি।

এরই জেরে ১ ও ২ ফেব্রুয়ারি ধর্মঘট হবে। এই দিনগুলি বৃহস্পতি ও শুক্রবার। সপ্তাহের কাজের দিনে এভাবে ধর্মঘট ডাকায় নিত্যযাত্রীরা নিশ্চিতভাবে অসুবিধার সম্মুখীন হবেন।

English summary
Bus stike will happen on Feburuary 1 and 2 through out West Bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X