For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বৌবাজারে বাড়ি ভেঙে বিপত্তি, ঘটনাস্থলে মেয়র

বৌবাজারে ভেঙে পড়ল পুরনো বাড়ি। বিপজ্জনক অবস্থায় রয়েছে বাড়ির অপর অংশ। উদ্ধার কাজে পুরসভা, দমকল ছাড়াও রয়েছেন এনডিআরএফ কর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান মেয়র শোভন চট্টোপাধ্যায়

  • |
Google Oneindia Bengali News

বাড়ি ভেঙে বিপত্তি বৌবাজার এলাকায়।

মঙ্গলবার বেলা ১টা নাগাদ ১০বি ইন্ডিয়ান মিরর স্ট্রিটের পুরনো বাড়ির একাংশ ভেঙে পড়ে। আটকে পড়েন বাড়ির বাসিন্দা ও দোকানের কর্মীরা।

বাড়ি ভাঙল বৌবাজারেও, চলছে উদ্ধার কাজ

বাড়িটিতে সাধারণ বাসিন্দারা ছাড়াও ছিল অফিস ঘর। প্রথমে এক যুবতী সহ কয়েকজনকে উদ্ধার করা হয়। পাঠানো হয় হাসপাতালে। তবে কারও আঘাত গুরুতর নয় বলে জানা গেছে। পরে বাড়িটিতে থেকে গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করা হয়। হাসপাতালে নিয়ে গেলে তাঁদের মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

তালতলা এলাকায় লেনিন সরণির ওপর থাকা বেসরকারি হাসপাতালে পাশের গলিতেই এই বাড়িটি ছিল। কেএমসির তরফে বিপজ্জনক বাড়ি হিসেবে নোটিসও টানানো হয়েছিল।

[আরও পড়ুন: মুম্বইয়ে ভাঙল বাড়ি, মৃত কমপক্ষে ৩, এখনও আটক বহু][আরও পড়ুন: মুম্বইয়ে ভাঙল বাড়ি, মৃত কমপক্ষে ৩, এখনও আটক বহু]

বাড়ি ভাঙল বৌবাজারেও, চলছে উদ্ধার কাজ

আগে ফাটল ধরলেও দিন দুয়েকের প্রবল বৃষ্টিতে বাড়িটি ভেঙে পড়ে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। একটি অংশ ভেঙে পড়লেও অপর অংশ বিপজ্জনক ভাবে রয়েছে। সেই অংশটিও যে কোনও মুহূর্তে ভেঙে পড়তে পারে, এই আশঙ্কায় রাস্তায় ব্যারিকেড করে দেওয়া হয়েছে।

বাড়িটি ভেঙে পড়ায় পাশের বহুতলেও ফাটল ধরেছে। একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

জেসিবি মেশিন দিয়ে বাড়ির ধ্বংস স্তুপ সরিয়ে ফেলার কাজ চালাচ্ছেন পুরকর্মীরা। ঘটনাস্থলে পুরসভা, দমকল ছাড়াও রয়েছেন এনডিআরএফ কর্মীরা। ঘটনাস্থল পরিদর্শন করেন মেয়র শোভন চট্টোপাধ্যায়।

English summary
Building collapse at Boubazar area, rescue work is going on, mayor visited the spot
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X