For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সিবিআইয়ের তৃতীয় চিঠি এড়িয়ে গরু পাচার কাণ্ডে হাইকোর্টের দ্বারস্থ অনুব্রত

সিবিআইয়ের তৃতীয় চিঠি এড়িয়ে গরু পাচার কাণ্ডে হাইকোর্টের দ্বারস্থ অনুব্রত

Google Oneindia Bengali News

অনেক দিন ধরেই তাঁকে গরু পাচার মামলায় সিবিআই ডেকে পাঠাচ্ছে সিবিআই। সেখানে সোমবার তাঁর হাজিরা দেওয়ার কথা ছিল। হাজিরা তো দূরের কথা , উলটে তিনি এই ঘটনা নিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন। কে ? বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। গরু পাচারের ঘটনা নিয়ে তাঁকে তৃতীয় নোটিসটি পাঠায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

সিবিআইয়ের তৃতীয় চিঠি এড়িয়ে গরু পাচার কাণ্ডে হাইকোর্টের দ্বারস্থ অনুব্রত

জানা গিয়েছে অনুব্রতকে সপ্তাহের প্রথম দিন অর্থাৎ আজ সোমবার বেলা ১১টায় সিবিআই দপ্তরে হাজিরা দিতে হবে। সেই সব কিছুকে এড়িয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন বিরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল কংগ্রেস নেতা। এত বছর নানা না কারণে তিনি বিতর্কে জড়িয়েছেন। কখনও চরাম চরাম ঢাক বাজাবেন বলেছেন তো কখনও বিরোধীদের বিশেষ নকুলদানা দাওয়াই দেবেন বলেছিলেন।

পুলিশকে ধমকি দিতেই তাঁকে দেখা গিয়েছে। নির্বাচনে তাঁকে নজরবন্দি করে রেখেও তাঁকে আটকাতে পারেনি কেন্দ্রীয় বাহিনী। দিনের শেষে বলেছিলেন খেলা খেলে দিয়েছি। কিন্তু গরু পাচার! না , ওসব কাণ্ডে তাঁর নাম কোনওদিন জড়ায়নি। এই প্রথম তা হয়েছে এবং তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন।

জানা গিয়েছিল এই গরু পাচার মামলায় জিজ্ঞাসাবাদ করা হবে অনুব্রতকে। কিন্তু তার ঠিক আগেই এদিন অনুব্রত মণ্ডল হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আবেদন জানালেন তৃণমূল কংগ্রেস নেতা। বিশেষজ্ঞরা বলছেন এটা অনুব্রতর চাল। যাতে তাঁকে সিবিআই দপ্তরে গিয়ে হাজিরা দিতে না হয় তাই তিনি এই চালটি চেলে দিয়েছেন।

সূত্রের খবর, জানা গিয়েছে যে তিনি চিঠি পাঠাবেন সিবিআইকেও। রাজনৈতিক বিসেশজ্ঞদের মত, সিবিআইয়ের হাতে গ্রেপ্তারির আশঙ্কায় তৃণমূল নেতা আদালতে এই গিয়েছেন। শেষ খবর পর্যন্ত জানা গিয়েছে যে আগামী বুধবার অনুব্রতর বিরুদ্ধে যে গরু পাচারের অভিযোগ উঠেছে তা নিয়ে তিনি যে আদালপ্তে গিয়েছেন সেই মামলার শুনানি হবে। অনুব্রতর আবেদনের পরিপ্রেক্ষিতে উচ্চ আদালত কী রায় দেয় সেটাই দেখার।

'সাহসী গ্রামবাসীকে আমরা শ্রদ্ধা জানাই', নন্দীগ্রাম দিবসে টুইটে ২০০৭-র ঘটনা স্মরণ মমতার'সাহসী গ্রামবাসীকে আমরা শ্রদ্ধা জানাই', নন্দীগ্রাম দিবসে টুইটে ২০০৭-র ঘটনা স্মরণ মমতার

ঘটনা হি এই কাণ্ডে গত দু'বার তিনি অসুস্থ বলে হাজিরা দেননি। হাসপাতালে ভরতি হয়ে যান। তাঁর চিকিৎসা হয়। তৃতীয় চিঠি আসতেই সরাসরি আদালতে গিয়েছেন তিনি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে তাঁর আবেদন, কলকাতায় তলব না করে বোলপুর বা তার সংলগ্ন কোথাও অর্থাৎ তাঁর নিজের বাড়ির কাছাকাছি জায়গায় ডেকে তাঁকে জিজ্ঞাসাবাদ করুক সিবিআই।

তাতে তাঁর অসুবিধা নেই। কলকাতায় যেতে তাঁর সমস্যা আছে। এতে সিব আইয়ের পালটা যুক্তি ছিল নেতা চিকিৎসার জন্য তো কলকাতায় আসছেন, তাহলে নিজাম প্যালেসে আসতে সমস্যা কোথায়? উত্তর না দিয়ে সোজা আদালতে গিয়েছেন অনুব্রত। এর আগে অভিনেতা সাংসদ দেবের বিরুদ্ধেও এই অভিযোগ উঠেছিল। অভিযোগ ছিল তিনি নাকি ওই গরু পাচারের টাকা দিয়ে সিনেমা বানাচ্ছেন। দেব হাজিরা দিয়েছিলেন।

English summary
anubrata mondal goes to calcutta high court on cow trafficking case
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X