সম্মান বাঁচানোর দোহাই! হাওড়ায় বোনকে গুলি দাদার
বোনের বিবাহ বহির্ভূত সম্পর্কের জের। বোনকে গুলি করে মারা চেষ্টা করল দাদা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বুধবার গভীর রাতে হাওড়ার পিলখানায়। আশঙ্কাজনক অবস্থায় বোন নূরজাহান ভর্তি হাসপাতালে। অভিযুক্ত দাদা শেখ সেলিম পালিয়ে গেলেও, এক ভাই সাদ্দামকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর পাঁচেক আগে নূরজাহানের সঙ্গে বিয়ে হয়েছিল স্থানীয় ব্যবসায়ী মেহেদি হুসেনের। তাঁদের এক সন্তানও রয়েছে। অভিযোগ, বেশ কিছুদিন যাবত নিজের ব্যবসায়ী স্বামীর কর্মী ইসরাফিল নামে এক যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে নূরজাহান। এই সম্পর্ক নিয়ে পরিবারের তরফে বারবার তাকে সতর্ক করা হয়েছিল বলে জানা গিয়েছে।
সম্প্রতি দুজন পালিয়ে যায় বলে জানা গিয়েছে। বুধবার দুজনে ফিরে আসে।
দুজনে ফিরে আসার পরেই নূরজাহানের দাদা শেখ সেলিম ইয়রাফিলকে মারধর করে বলে অভিযোগ। এরপর নিজের বোনকে গুলি করে পালিয়ে যায়। ঘটনাটি ঘটে পিলখানায় নিজেদের ঘরেই। গুলির শব্দ পেয়ে প্রতিবেশীরা ছুটে যান। গুলিবিদ্ধ নূরজাহানকে হাসপাতালে ভর্তি করানো হয়।
খবর পেয়ে এলাকায় যায় গোলাবাড়ি থানার পুলিশ। অভিযুক্ত দাদা শেখ সেলিম পালিয়ে গেলেও, অপর ভাই সাদ্দামকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।