For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বনেদি বাড়ির পুজো ২০২০ : কলকাতায় কোথায় কোথায় শিবের কোলে দুর্গা পূজিত হন

বনেদি বাড়ির পুজো ২০২০ : কলকাতায় কোথায় কোথায় শিবের কোলে দুর্গা পূজিত হন

  • |
Google Oneindia Bengali News

উত্তর কলকাতায় পুজো মানেই আকর্ষণে কেন্দ্রে বনেদি বাড়ির পুজো। জানবাজার অঞ্চলের রানি রাসমণির পুজো থেকে শুরু করে শোভাবাজার অঞ্চলের রাজবাড়ির পুজো দেখার জন্য প্রতিবছরই দর্শনার্থীরা ভিড় জমান। এবছর করোনা পরিস্থিতিতে থিমের পুজোর ভিড় এড়িয়ে অনেকেই বনেদি বাড়ির পুজো দেখার পরিকল্পনা সারছেন। তাঁদের জন্য কলকাতায় কোথায় কোথায় শিবের কোলে উমার আধারণা হয়, একনজরে সেই হদিশ জেনে নেওয়া যাক।

ভোলানাথ ধাম দত্ত বাড়ি

ভোলানাথ ধাম দত্ত বাড়ি

উত্তর কলকাতা বনেদি বাড়ির পুজো দেখায় যাদের শখ রয়েছে, তারা অনেকেই বিডন স্ট্রিটের হেদুয়া মোড়ের কাছে ভোলানাথ ধাম দত্ত বাড়ির প্রতিমার বিশেষ আকর্ষণ সম্পর্কে জানেন। থিমের ভিড়ের মধ্যে বনেদি বাড়ির এই পুজো ঘিরে উত্তরের দর্শনার্থীদের মধ্য়ে প্রতিবছরই উত্তেজনা থাকে চোখে পড়ার মতো।

কীভাবে যাবেন

কীভাবে যাবেন

বিডন স্ট্রিটের হেদুয়া মোড় থেকে অটোতে মিনিট দুয়েকে রাস্তা। ছোট স্কটিশ চার্চ স্কুলের দিক থেকে এলে হাঁটা পথে মিনিট চার। মুকুল বীথি স্কুলের ঠিক পাশে এসে পড়লেই ঢাকে আওয়াজে বনেদিয়ানা অনুভূতি পারেন। ভোলানাথ ধাম দত্তের এবাড়ির পুজো এবার ১১৬ তম বর্ষে পা দিল।

দশভূজা নয়, এখানে দেবীর শিব-দুর্গা রূপ

দশভূজা নয়, এখানে দেবীর শিব-দুর্গা রূপ

এই পরিবারের পুজোয় উমা আসেন শিবের কোলে চেপে। এখানে উমার শান্ত রূপ। হাতে নেই কোনও অস্ত্র। এখানে মা দুর্গা যেন সপরিবারে বাপের বাড়ি বেড়াতে এসেছেন। মহাদেবকে এখানে জামাইরূপে পুজো করা হয়। দেবী মূর্তিতে শিবের কোলের দুর্গার অবস্থান।

লাহা বাড়িতে শিব-দুর্গা

লাহা বাড়িতে শিব-দুর্গা

উত্তর কলকাতার আরেক বনেদি বাড়ি লাহা বাড়ির পুজোতেও দুর্গা আসেন শিবের কোলে চেপে। উত্তরের ঠনঠনিয়া কালীবাড়ির ঠিক বিপরীত ফুটে লাহা বাড়িতেও উমার শান্ত রূপ। একচালার প্রতিমায় শিবের কোলে বসে রয়েছেন দুর্গা। পাশে দুর্গার চার সন্তান রয়েছে। এই পুজোর ইতিহাস ২৩০ বছরের বেশি পুরনো। নবকৃষ্ণ লাহা না দুর্গাচরণ লাহা, কে এই পুজোর প্রবর্তক? লাহা বাড়ির পুজোর এই ইতিহাস নিয়ে যদিও বিস্তর বিতর্ক রয়েছে। বৈষ্ণব ধর্মাবলম্বী এই পরিবার মহিষাসুর বধকে হিংস্র মনে করে আসছেন, সেই কারণেই এই বনেদি বাড়িতে একচালার প্রতিমায় দেবী জগজ্জননী রূপে পূজিত হন।

ষাটের দশকে ফিরছে জগৎ মুখার্জি পার্কের পুজোষাটের দশকে ফিরছে জগৎ মুখার্জি পার্কের পুজো

English summary
bonedi barir durga puja 2020: north kolkatas bholanath dham dutta bari and Laha barir durga pujo
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X