For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কলকাতা বিমানবন্দরে বোমা! সেনা আটকাল দুবাইগামী বিমান

কলকাতা বিমানবন্দরে বোমা! সেনা আটকাল দুবাইগামী বিমান

  • |
Google Oneindia Bengali News

রবিবার সকালে কলকাতা বিমানবন্দরে একটি বিমানে বোমা থাকার খবর আসে৷ সেনাবাহিনীর পক্ষ থেকে এই খবর দেওয়া মাত্র বিমানটিকে আলাদা জায়গাতে সরানো হয়৷ বিমানবন্দরে যাত্রীদেরও নিরাপদ জায়গাতে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে সূত্রের খবর৷

কলকাতা বিমানবন্দরে বোমা! সেনা আটকাল দুবাইগামী বিমান

এদিন সকাল ৮টার আশেপাশে সেনাবাহিনীর পক্ষ থেকে একটি সতর্কবার্তা আসে দমদম বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে। সতর্কবার্তায় বলা হয় দুবাই থেকে কলকাতায় অবতরণ করতে চলেছে এরকম একটি বিমানে বিস্ফোরক পদার্থ রয়েছে। সকাল ৮টা ১০ মিনিটে দুবাই থেকে আসা বিমানটি দমদমে নামে। ৩০ মিনিট পর বিমানটির আবার যাত্রার নির্ধারিত সময় ছিল। বোমাতঙ্কের কারণে দুবাই থেকে আসা বিমানটিকে একদিকে সরিয়ে বোমা খোঁজা শুরু করে বোম্ব স্কোয়াড৷ তবে সূত্রের খবর এখনও কোনও বোমা উদ্ধার হয়নি৷

যদিও নিরাপত্তা কথা ভেবে যাত্রীদের নিরাপদ দূরত্বে সরানো হয়েছে৷ রবিবার সকালে আর্মি লিয়াজো ইউনিট দমদম নেতাজী সুভাচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দরের ম্যানেজারকে এসএমএস করে জানায় বোমা থাকার বিষয়টি। তবে খবর পাওয়ার আগেই ১৪৫ জন যাত্রী নিয়ে দুবাই থেকে কলকাতা আসা এমিরেটসের বিমানটি দমদমে অবতরণ করে গিয়েছিল।

ঘটনার পর থেকেই বিমানবন্দর চত্ত্বর কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে৷ ভেতরে ও বাইরে তল্লাশি চালানো হয় বোম স্কোয়াড ও বিমানবন্দরের নিরাপত্তারক্ষীদের পক্ষ থেকে৷ নাকা চেকিং চলছে৷ এখনও পর্যন্ত কোনও সন্দেহভাজনকে গ্রেফতার করেনি পুলিশ।

English summary
Bomb at Kolkata airport! Army stopped plane towards Dubai
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X