For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফেসবুক পোস্টে দলত্যাগের জল্পনা তৃণমূল নেতার! ‘ডার্টি পলিটিক্স’ বিদ্রোহে কীসের ইঙ্গিত

বিজেপির বিরুদ্ধে যখন সবাইকে এক হয়ে লড়াইয়ের বার্তা দিচ্ছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তখনই এক এক করে তৃণমূল নেতাদের ‘বিদ্রোহ’ প্রকাশ্যে চলে আসছে।

  • |
Google Oneindia Bengali News

তৃণমূলে কি তাহলে সত্যিই শেষের শুরু হয়ে গেল? জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। বিজেপির বিরুদ্ধে যখন সবাইকে এক হয়ে লড়াইয়ের বার্তা দিচ্ছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তখনই এক এক করে তৃণমূল নেতাদের 'বিদ্রোহ' প্রকাশ্যে চলে আসছে। প্রথমে মেয়র শোভন চট্টোপাধ্যায়। আর এবার কাউন্সিলর বৈশ্বানর চট্টোপাধ্যায়!

ফেসবুক পোস্টে দলত্যাগের জল্পনা তৃণমূল নেতার! ‘ডার্টি পলিটিক্স’ বিদ্রোহে কীসের ইঙ্গিত

[আরও পড়ুন: বেকার যুবকদের জন্য সুখবর! মোদী সরকার দিচ্ছে 'কর্মসংস্থান' গড়ার মহার্ঘ সুযোগ][আরও পড়ুন: বেকার যুবকদের জন্য সুখবর! মোদী সরকার দিচ্ছে 'কর্মসংস্থান' গড়ার মহার্ঘ সুযোগ]

মেয়রকে নিয়ে তবু জল্পনার পর্যায়ে ছিল পুরো বিষয়টি। বৈশ্বানর চট্টোপাধ্যায় একেবারে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দল ছাড়ার কথা জানিয়ে তা প্রকাশ্যে করে দিলেন। যদিও তিনি খানিক পরেই সেই পোস্ট ডিলিট করে দেন। কিন্তু তাতে তৃণমূলের এই ক্ষয়রোগ চাপা পড়ছে না। ভোট যত এগিয়ে আসছে, ততই তৃণমূলের দ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসছে।

এদিন ফেসবুকে বৈশ্বানর চট্টোপাধ্যায় লেখেন, 'আই এম নো মোর ইন ডার্টি পলিটিক্স হোয়্যার আই অ্যাম আনফিট রিয়ালি আই ফেল টু কন্টিনিউ মাই অ্যাক্টিভিটি, গুড বাই।' অর্থাৎ 'নোংরা রাজনীতির মধ্যে আমি আর থাকতে চাই না। সত্যিই আমি আমার কাজ চালিয়ে যেতে পারছি না। বিদায়।'

ফেসবুক পোস্টে দলত্যাগের জল্পনা তৃণমূল নেতার! ‘ডার্টি পলিটিক্স’ বিদ্রোহে কীসের ইঙ্গিত

[আরও পড়ুন:মমতাই 'সূত্রধর' সোনিয়ার 'টিম'-এ! নীরবে চলছে '২০১৯-বিজেপি ফিনিশ'-এর প্রস্তুতি][আরও পড়ুন:মমতাই 'সূত্রধর' সোনিয়ার 'টিম'-এ! নীরবে চলছে '২০১৯-বিজেপি ফিনিশ'-এর প্রস্তুতি]

কিন্তু প্রশ্ন হল হঠাৎ কেন এই পোস্ট করলেন বৈশ্বানর চট্টোপাধ্যায়? কেনই বা তিনি সেই পোস্ট সরিয়ে দিলেন? রাজনৈতিক মহলের মতে রাজ্যসভার প্রার্থী তালিকা নিয়ে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়ে ফেসবুক পোস্টটি করে থাকতে পারেন বৈশ্বানর চট্টোপাধ্যায়। পরে দলের তরফ থেকে কোনও আশ্বাস পেয়ে হয়তো তিনি তা ডিলিট করে দিয়েছেন।

রাজ্যসভার সাংসদ হিসেবে তাঁর যাওয়া একপ্রকার পাকা হয়ে গিয়েছিল। কিন্তু একেবারে শেষ ল্যাপে এসে তিনি পিছিয়ে পড়েন। তাঁর নাম কাটা পড়ে তালিকায়। সেটাই মানতে পারেননি বৈশ্বানর। তাঁর নাম বাদ পড়ায় ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেন তৃণমূলের গুরুত্বপূর্ণ এই নেতা। তাঁর যা ক্ষোভ ছিল তা প্রশমিত হওয়ায় তিনি পরে ফেসবুক পোস্টটি সরিয়ে নেন।

দলের কোর কমিটির বৈঠক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় চার প্রার্থীর নাম ঘোষণা করেন। তারপরই বৈশ্বানরের ক্ষোভ দলকে অস্বস্তিতে ফেলল। একইভাবে কোর কমিটির বৈঠকে শোভনের অনুপস্থিতিতেও তৃণমূল কংগ্রেস নানা প্রশ্নের মুখে। শোভন চট্টোপাধ্যায় মেয়র পদ ছাড়ছেন বলে খবর রটে যায়। অবশ্য এদিন তিনি এইসব চর্চা ফুৎকারে উড়িয়ে দেন। তিনি বলেন, বৈশ্বানর আমার দীর্ঘদিনের বন্ধু। একটু হয়তো ভুল বোঝাবুঝি হয়েছে। সেটা বড় কিছু নয়। সমস্ত ভুল বোঝাবুঝি মিটে যাবে।

English summary
Trinamool Congress leader Boishwanar Chatterjee gives message on facebook to leave Party. Boishwanar arises controversy on candidate of Rajyasabha,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X