For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইভিএমে তৃণমূলের বোতামের পাশে কালি, প্রিসাইডিং অফিসারকে দুষলেন অনুপম

ইভিএমে তৃণমূল কংগ্রেসের প্রতীকের বোতামের পাশে কালি। ভোট কারচুপির অভিযোগে প্রিসাইডিং অফিসারকেই চেপে ধরলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অনুপম হাজরা।

  • By Rahul Roy
  • |
Google Oneindia Bengali News

ইভিএমে তৃণমূল কংগ্রেসের প্রতীকের বোতামের পাশে কালি। ভোট কারচুপির অভিযোগে প্রিসাইডিং অফিসারকেই চেপে ধরলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অনুপম হাজরা। নয়াবাদের ১৫১ নম্বর বুথে প্রিসাইডিং অফিসারের সঙ্গে রীতিমতো তর্কে জড়ান বিজেপি প্রার্থী। যদিও নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন ওই প্রিসাইডিং অফিসার।

ইভিএমে তৃণমূলের বোতামের পাশে কালি, প্রিসাইডিং অফিসারকে দুষলেন অনুপম

যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মিমি চক্রবর্তীর নামের পাশে নাকি নীল কালি দিয়ে চিহ্ন করা, অভিযোগ পেয়ে নয়াবাদের ১৫১ নম্বর বুথে সদলবলে হানা দেন বিজেপি প্রার্থী অনুপম হাজরা। এমনকী সত্যিই সেই ঘটনা ঘটছে, তা তিনি হাতেনাতে ধরেও ফেলেন। সংবাদমাধ্যকে অনুপম দেখান যে সত্যিই তৃণমূল প্রার্থী মিমি চক্রবর্তীর নামের পাশে নীল কালি দিয়ে চিহ্ন করা আছে। বুথের বাইরে অপেক্ষারত তৃণমূল কর্মীরা ভোটারদের কালি লাগানো বোতোম টিপতে বলছেন বলেও অভিযোগ যাদবপুরের বিজেপি প্রার্থীর।

এরপরেই ওই বুথের প্রিসাইডিং অফিসারকে চেপে ধরেন ক্ষুব্ধ অনুপম। তাঁর উপস্থিতিতে কীভাবে তৃণমূল কর্মীরা মিমি চক্রবর্তীর নামের পাশে কালি লাগিয়ে যায় প্রশ্নে ওই প্রিসাইডিং অফিসারের কাছ থেকে যথাযথ উত্তর না পেয়ে মেজাজ হারান যাদবপুরের বিজেপি প্রার্থী। দু-জনের মধ্যে তর্কাতর্কি শুরু হয়।

[আরও পড়ুন: ভোট দিতে পারলেন না বুদ্ধদেব ভট্টাচার্য, এই প্রথম ইচ্ছা থাকলেও সায় দিল না শরীর][আরও পড়ুন: ভোট দিতে পারলেন না বুদ্ধদেব ভট্টাচার্য, এই প্রথম ইচ্ছা থাকলেও সায় দিল না শরীর]

তখন নয়াবাদের ১৫১ নম্বর বুথের ওই প্রিসাইডিং অফিসার জানান, ইভিএম মেশিনের কাছে যাওয়ার অধিকার তাঁর নেই। তাই তিনি নাকি জানেনই না এই কাজ কে বা কারা, কখন করেছে। পরক্ষণেই ইভিএম মেশিনে কালি লাগানোর কাজ কেউ ভুল বশত করতে পারেন বলেও মন্তব্য করেন ওই প্রিসাইডিং অফিসার। তাতেই পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। ওই প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থ হবেন যাদবপুরের বিজেপি প্রার্থী অনুপম হাজরা।

[আরও পড়ুন: একাকী প্রাক্তন মেয়র, বিয়ের পর এই প্রথম শোভনকে ছাড়া ভোট রত্নার! দেখুন ভিডিও][আরও পড়ুন: একাকী প্রাক্তন মেয়র, বিয়ের পর এই প্রথম শোভনকে ছাড়া ভোট রত্নার! দেখুন ভিডিও]

English summary
Blue ink beside TMC candidate name in Jadavpur, BJP accused Presiding Officer
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X