
সল্টলেকের এক বহুতলের পাঁচতলায় বড়সড় বিস্ফোরণ, ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী
সল্টলেকের একটি গেস্ট হাউসে বড়সড় বিস্ফোরণ। ব্যাপক শব্দে কেঁপে ওঠে এলাকা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে সল্টলেকের বিএ ব্লকের একটি গেস্ট হাউজের চার তলায়। ঘটনার পরেই ঘটনাস্থলে পৌঁছয় বিধাননগর কমিশনারেটের আধিকারিকরা। যান দমকলের আধিকারিকরাও।

রয়েছেন বিধাননগর উত্তর থানার পুলিশ আধিকারিকরাও। কীভাবে এই বিস্ফোরণ তা খতিয়ে দেখা হচ্ছে। তবে তদন্তকারীদের প্রাথমিক ধারনা, গ্যাস সিলিন্ডার ফেটেই হয়তো এই বিস্ফোরণ ঘটেছে।
অন্যদিকে জানা গিয়েছে, ঘটনার পর ঘর থেকে একেবারে ঝলসানো অবস্থায় এক মহিলাকে উদ্ধার করা হয়েছে। যদিও ওই মহিলার অবস্থা আশঙ্কাজনক। এই মুহূর্তে বিধাননগর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন তিনি। তবে এই ঘটনার পর তীব্র আতঙ্ক তৈরি হয়েছে এলাকায়।
জানা যায়, বিধাননগর উত্তর থানা এলাকার বিএ ব্লকের ১৪ নম্বর বাড়িতে এই ঘটনা ঘটেছে। স্থানীয় মানুষজন জানাচ্ছেন, হঠাত করেই ব্যাপক শব্দ শোনা যায়। চারতলার ঘরে এই আওয়াজ শোনা যায়। আর এরপরেই প্রতিবেশীরা দ্রুত সেখানে পৌঁছে যান। যদিও বারবার ডেকেও কেউ দরজা খোলেনা বলে দাবি স্থানীয়দের।
আর এরপরেই খবর দেওয়া হয় স্থানীয় পুলিশে। দ্রুত গতিতে ঘটনাস্থলে পৌঁছয় বিধাননগর উত্তর থানার পুলিশ আধিকারিকরা। আসেন কমিশনারেটের তদন্তকারীরাও। দমকলের একটি ইঞ্জিন নিয়ে আসা হয়। পুলিশ ও দমকল গিয়ে দরজা ভেঙে এক মহিলাকে উদ্ধার করে। একেবারে ঝলসে যাওয়া অবস্থায় ওই মহিলাকে উদ্ধার করা হয়।
কি থেকে আওয়াজ বা কি বিস্ফোরণ হয়েছে খতিয়ে দেখা হচ্ছে। গোটা ঘটনার তদন্তে বিধাননগর উত্তর থানার পুলিশ। ঘটনার পরেই ওই এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।