For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জায়গায়-জায়গায় পুলিশের বাধা বিজেপিকে! নবান্ন অভিযান রুখতে গার্ডরেল পুঁতে-ঝালাই করে ঘেরা হল কোনা এক্সপ্রেসওয়ে

রানিগঞ্জ হোক কিংবা বোলপুর বিভিন্ন স্টেশনে বিজেপির কর্মী সমর্থকদের কোথাও স্টেশনে ঢুকতে আবার কোথাও ট্রেনে উঠতে বাধা রাজ্য পুলিশের। যা নিয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও হয় পুলিশের। সকালেই বিভিন্ন জায়গায় বিজেপির নবান্ন অভি

  • |
Google Oneindia Bengali News

রানিগঞ্জ হোক কিংবা বোলপুর বিভিন্ন স্টেশনে বিজেপির কর্মী সমর্থকদের কোথাও স্টেশনে ঢুকতে আবার কোথাও ট্রেনে উঠতে বাধা রাজ্য পুলিশের। যা নিয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও হয় পুলিশের। সকালেই বিভিন্ন জায়গায় বিজেপির নবান্ন অভিযানের (BJP's Nabanna Rally) জন্য রওনা হওয়া কর্মী সমর্থকদের গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে, সাঁতরাগাছি থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নেতৃত্বে যে মিছিল যাওয়ার কথা নবান্ন অভিমুখে তা আটকাতে পুলিশের তরফে কোনা এক্সপ্রেসওয়ের (Kona Expressway) ওপরে গার্ডরেল রাস্তায় পুঁতে, ঝালাই করে দেওয়া হয়েছে।

বিভিন্ন স্টেশনে বিজেপিকে বাধা

বিভিন্ন স্টেশনে বিজেপিকে বাধা

সোমবার উত্তরবঙ্গের আলিপুরদুয়ার-সহ বিভিন্ন জায়গায় বিজেপির নেতা-কর্মী-সমর্থকদের ট্রেনে উঠতে কিংবা স্টেশনে ঢুকতে বাধা দিয়েছে রাজ্য পুলিশ। কলকাতায় রাজনৈতিক কোনও কর্মসূচিতে যোগ দিতে যাওয়াদের এভাবে বাধা দেওয়া হয়নি বলে অভিযোগ করেছিলেন বিজেপি নেতা। আর মঙ্গলবার সকালে দক্ষিণবঙ্গের বিভিন্ন রেলস্টেশনে বিজেপি-র নেতা ও কর্মীদের বাধা দিতে দেখা গিয়েছে পুলিশকে। রানিগঞ্জ, বরাকর থেকে বোলপুর সর্বত্রই বাধা দেওয়ার ঘটনা ঘটেছে এদিন সকাল থেকে। কোথাও কোথাও বিষয়টি নিয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও হয়। বিজেপি কর্মীদের গ্রেফতারের ঘটনাও ঘটে। রামপুরহাট স্টেশনে আটক করা হয়েছে ১০ বিজেপি কর্মীকে।

ঘেরা হয়েছে কোনা এক্সপ্রেসওয়ে

ঘেরা হয়েছে কোনা এক্সপ্রেসওয়ে

তিন দিক থেকে তিন মিছিলের নেতৃত্বে থাকবেন রাজ্য বিজেপির তিন বড় নেতা। কলেজ স্ট্রিট থেকে দিলীপ ঘোষ। হাওড়া থেকে মিছিলের নেতৃত্ব দেবেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমজার। যে কারণে জিটি রোডের ওপরে ব্যারিকেড তৈরি করা হয়েছে। অন্যদিকে সাঁতরাগাছির দিক থেকে মিছিল করে নবান্নের দিকে যাবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে তার অনেক আগে এদিন সকালে কোনা এক্সপ্রেসওয়ের একপাশে গর্ত করে গার্ডরেল পুঁতে ঝালাই করে দেওয়া হয়েছে।

দূরে আটকানো হচ্ছে কলকাতা মুখি গাড়ি

দূরে আটকানো হচ্ছে কলকাতা মুখি গাড়ি

যে কোনও উপায়ে বিজেপি নবান্ন অভিযান রুখতে তৎপর পুলিশ। এদিন সকালে দেখা গিয়েছে নবান্ন থেকে প্রায় ৬ কিমি দূরে হাওড়ার বেলেপোলে কলকাতা মুখি সব গাড়ি আটকে দেওয়া হচ্ছে। পুলিশের গাড়ি এবং অ্যাম্বুলেন্স ছাড়া কাউকেই ছাড়া হচ্ছে না। প্রচুর পুলিশের সঙ্গে মজুত রাখা হয়েছে জল কামানও।

ঘুরপথে আসছেন বিজেপি কর্মীরা

ঘুরপথে আসছেন বিজেপি কর্মীরা

জেলা থেকে কলকাতায় আসছেন বিজেপির কর্মীরা। সম্ভাব্য যেসব স্টেশন থেকে বেশি সংখ্যায় বিজেপি কর্মীরা ট্রেনে উঠতে পারেন, সেই সেই স্টেশনে ঢোকার মুখে পুলিশ মোতায়েন রয়েছে। তবে কোনও কোনও জায়গায় পুলিশকে এড়াতে ঘুরপথও ধরছেন বিজেপির নেতা-কর্মীরা। কাঁকসার বিজেপি কর্মীদের ঘুর পথে পানাগড় স্টেশনে এসে অগ্নিবীণা এক্সপ্রেসে করে কলকাতা রওনা দিতেও দেখা গিয়েছে।

বিজেপির নবান্ন অভিযানে সারাদিন যান নিয়ন্ত্রণ পুলিশের! কোন রাস্তা খোলা থাকবে আর কোন রাস্তা বন্ধ, একনজরেবিজেপির নবান্ন অভিযানে সারাদিন যান নিয়ন্ত্রণ পুলিশের! কোন রাস্তা খোলা থাকবে আর কোন রাস্তা বন্ধ, একনজরে

English summary
BJP workers are blocked by the police, Kona Expressway has been fenced with guardrails to prevent Nabanna rally
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X