For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজ্যে আসছেন অমিত শাহ, সভাস্থল নিয়ে বিজেপি-তৃণমূলের সংঘাত আইনের পথে

কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহের সভার জন্য রাজ্য সরকারের অনুমতি চেয়েছিল বিজেপি। কিন্তু রাজ্য সরকারের তরফে তা নাকচ করে দেওয়া হয়।

  • |
Google Oneindia Bengali News

অমিত শাহের সভা নিয়ে ফের সম্মুখ সমরে অবতীর্ণ হচ্ছে বিজেপি ও তৃণমূল কংগ্রেস। আগামী ৯ এপ্রিল কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহের সভার জন্য রাজ্য সরকারের অনুমতি চেয়েছিল বিজেপি। কিন্তু রাজ্য সরকারের তরফে তা নাকচ করে দেওয়া হয়েছে বলে দাবি বিজেপি রাজ্য নেতৃত্বের। ওইদিন আগে থেকেই বুকিং রয়েছে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, তাই আবেদন নাকচ করা হয় বলে যুক্তি রাজ্য সরকারের।

রাজ্যে আসছেন অমিত শাহ, সভাস্থল নিয়ে বিজেপি-তৃণমূলের সংঘাত আইনের পথে

[আরও পড়ুন:৬৫০ কোটির বিনিয়োগে রাজ্যে এবার লজিস্টিক হাব, নয়া শিল্পে সরাসরি ৫০০০ কর্মসংস্থান ][আরও পড়ুন:৬৫০ কোটির বিনিয়োগে রাজ্যে এবার লজিস্টিক হাব, নয়া শিল্পে সরাসরি ৫০০০ কর্মসংস্থান ]

পঞ্চায়েত ভোটের আগে রাজ্য সফরে আসছেন বিজেপি সভাপতি অমিত শাহ। ৮ এপ্রিল বাংলা সফরের প্রথম দিন তিনি উত্তরবঙ্গে কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করবেন। রাতের ট্রেনে কলকাতা ফিরে পরদিন ৯ এপ্রিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সভা করার পরিকল্পনা ছিল তাঁর।

সেইমতো বিজেপির রাজ্য নেতৃত্ব নেতাজি ইন্ডোর স্টেডিয়াম ভাড়া নেওয়ার জন্য আবেদন করে। রাজ্য সরকার বিজেপির আবেদন নাকচ করে দেওয়ায় আদালতে যাওয়ার পরিকল্পনা করেছে বিজেপি। ফলে ফের সভার অনুমতিকে কেন্দ্র করে বিজেপি ও তৃণমূলের সংঘাত চরমে উঠতে চলেছে। এর আগে আরএসএস প্রধান মোহন ভাগবতের সভার অনুমতি আদায়ের জন্যও আদালতের দ্বারস্থ হয় বিজেপি।

[আরও পড়ুন: দায়িত্ব পালন করছেন না সচিব, প্রশাসনিক বৈঠকে কড়া ধমক মমতা বন্দ্যোপাধ্যায়ে][আরও পড়ুন: দায়িত্ব পালন করছেন না সচিব, প্রশাসনিক বৈঠকে কড়া ধমক মমতা বন্দ্যোপাধ্যায়ে]

তবে নেতাজি ইন্ডোরের বিকল্প জায়গা নিয়েও সেইসঙ্গে ভাবনা-চিন্তা শুরু করেছ বিজেপি। সেক্ষেত্রে নেতাজি ইন্ডোর না পাওয়া গেলে শহিদ মিনার বা হাওড়া রেল কোয়ার্টার মাঠেও সভা করার পরিকল্পনা রয়েছে। মোট কথা একপ্রস্থ আইনি যুদ্ধের পরই বিকল্প সভাস্থল চূড়ান্ত করতে চায় বিজেপি। রাজ্যকে আরও একবার আইনি প্যাঁচে ফেলা বিজেপির আপাত লক্ষ্য।

English summary
BJP-Trinamool congress conflict again started before Amit Shah's meeting in West Bengal. State government denies to give permission of meeting in Netaji indoor stadium,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X