For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০১৯-এ বাংলায় যে সব তারকারা বিজেপির টিকিটে প্রার্থী হওয়ার লাইনে, একনজরে তালিকা

২০১৯ সমাগত। এবার লোকসভায় লড়াইয়ের অপেক্ষা। সমস্ত রাজনৈতিক দলই কোমর বাঁধতে শুরু করে দিয়েছে ইতিমধ্যে। আর এই লড়াইয়ে বেশ কয়েক কদম এগিয়ে রয়েছে বিজেপি।

  • |
Google Oneindia Bengali News

২০১৯ সমাগত। এবার লোকসভায় লড়াইয়ের অপেক্ষা। সমস্ত রাজনৈতিক দলই কোমর বাঁধতে শুরু করে দিয়েছে ইতিমধ্যে। আর এই লড়াইয়ে বেশ কয়েক কদম এগিয়ে রয়েছে বিজেপি। জোটের আসনরফা থেকে শুরু করে রাজ্যে রাজ্যে প্রার্থী চয়নেও বিরোধীদের টেক্কা দিয়ে এগিয়ে থেকেছে বিজেপি। বিজেপি এবারও বাংলায় তারকা প্রার্থীর উপরই ভরসা রাখতে চলেছে।

পাখির চোখ বাংলা

পাখির চোখ বাংলা

বাংলা এবার বিজেপির পাখির চোখ। ২০১৯-এর মহাযুদ্ধে জিততে বাংলায় তাই অনেক আগে থেকেই কোমর বেঁধেছে বিজেপি। ২২টি আসনে জয়ের টার্গেট নিয়ে আসরে নেমেই রথযাত্রার ডাক দিয়েছিল। মমতার পাল্টা ব্রিগেডের সভাও ডেকেছে তারা। এই অবস্থায় বিজেপি পরিকল্পনা করেছে তৃণমূলকে ফাইট দিতে পারবে এমন প্রার্থী স্থির করতে।

সফট টার্গেট বলিউড তারকারা

সফট টার্গেট বলিউড তারকারা

আর সেই লক্ষ্যে বিজেপির সফট টার্গেট টলিউড ও বলিউডের তারকারা। বাংলা থেকে এবার অনেক বেশি তারকা প্রার্থী করা হতে পারে। রাজনৈতিক মহলে তা নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে। তবে বিজেপি এখনই আনুষ্ঠানিকভাবে তা ঘোষণা করতে চাইছে না। বঙ্গ বিজেপি বলছে, সময় এলেই তাঁরা তা ঘোষণা করবেন।

মুম্বইয়ে বৈঠকে বঙ্গ বিজেপির নেতা

মুম্বইয়ে বৈঠকে বঙ্গ বিজেপির নেতা

সম্প্রতি মুম্বইয়ে দুই তারকার সঙ্গে বৈঠক হয়েছে বিজেপির। সেই বৈঠকে বঙ্গ বিজেপির এক শীর্ষ নেতাও উপস্থিত ছিলেন। তাতেই জল্পনার পারদ চড়তে শুরু করেছে। বাংলার সঙ্গে যোগ রয়েছে এমন তারকাদেরই বাংলায় মহাযুদ্ধে সৈনিক করতে চাইছে বিজেপি। ইতিমধ্যে কয়েকজনের সঙ্গে এগিয়ে গিয়েছে কথাও।

কেন্দ্রীয় বিজেপির টার্গেট যাঁরা

কেন্দ্রীয় বিজেপির টার্গেট যাঁরা

এর আগে দিল্লি-সহ অন্যান্য রাজ্যে বলিউড তারকা থেকে ক্রিকেটার প্রার্থীদের নামাতে তৎপর হয়েছিল বিজেপি। সেই তালিকায় ছিলেন মাধুরী দীক্ষিত থেকে শুরু করে সুনীল শেট্টি, অক্ষয় কুমার, সানি দেওল, কপিল দেব, গৌতম গাম্ভীর-সহ অনেকেই। তাঁদের নাম নিয়েও যেমন চর্চা চলছে, নতুন করে বাংলায় নাড়ির যোগ রয়েছে, এমন কয়েকজনের সঙ্গেও কথা চলছে।

বাংলার জন্য টার্গেটে যাঁরা

বাংলার জন্য টার্গেটে যাঁরা

বিশেষ সূত্রে জানা গিয়েছে, বিজেপি সম্প্রতি অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায় ও গায়ক অভিজিৎ ভট্টাচার্যর সঙ্গে বৈঠক করে। তাঁদের লোকসভা নির্বাচনে প্রার্থী করার লক্ষ্যমাত্রা নিয়ে এগোচ্ছে বিজেপি। কিছু কিছু ইতিবাচক ইঙ্গিতও তাঁরা পেয়েছেন বলেও জানা গিয়েছে।

তালিকায় আছে আরও নাম

তালিকায় আছে আরও নাম

এমন জানা গিয়েছে শুধু মৌসুমী বা অভিজিৎ নয়, বিজেপির টার্গেটে রয়েছে আরও অনেক নাম। এর আগে তো কুমার শানুর নাম অনেক আগে থেকেই শোনা যাচ্ছিল, এবার ভাসছে রানি মুখোপাধ্যায়ের নামও। কুমার শানুর সঙ্গে আগে যোগ ছিল বিজেপির। তবে সম্প্রতি কুমার শানু অস্বীকার করেন তা। রথযাত্রার থিম সং গাওয়া নিয়েও বিজেপি মিথ্যা প্রচার করা হচ্ছে বলে জানান তিনি।

আগে যাঁরা রয়েছেন

আগে যাঁরা রয়েছেন

বিজেপি ২০১৪ সালেও এ রাজ্যে তারকার মেলা বসিয়েছিল বাংলায়। প্রার্থী করা হয়েছিল বহু নামী অভিনেতা, গায়ককে। তবু কাঙ্খিত সাফল্য পায়নি তাঁরা। তবে রাজ্য বিজেপি মনে করছে, এবার রাজ্যে তাঁদের অবস্থান অনেক উন্নত। তাই ভিন্ন পরিস্থিতিতে তারকা প্রার্থীরা চাকা অন্য দিকে ঘুরিয়ে দিতে পারেন। উল্লেখ্য, এর আগে বিজেপির হয়ে টিকিট পেয়েছিলেন বাবুল সুপ্রিয় থেকে শুরু করে রূপা গঙ্গোপাধ্যায়, লকেট চট্টোপাধ্যায়, জয় বন্দ্যোপাধ্যায়, নিমু ভৌমিক, পিসি সরকার, বাপি লাহিড়ী প্রমুখ।

বিজেপি-যোগে অভিজিৎ উবাচ

বিজেপি-যোগে অভিজিৎ উবাচ

তবে অনেক তারকা প্রার্থীই বিজেপির টিকিটে লোকসভায় লড়াই বা বিজেপি-যোগের কথা সমূলে উৎখাত করেছেন। অভিজিৎ তো সরাসরি বলেছেন, আমার সঙ্গে এমন দেখা তো সবসময়ই হচ্ছে বিজেপি-সহ অনেক দলের নেতানেত্রীদের। তা বলে রাজনীতিতে যোগ দেওয়া বা ভোটে প্রার্থী হওয়ার কোনও সম্পর্ক নেই। তিনি স্পষ্ট বলেন, আমার কতোনও রাজনৈতিক উচ্চাকাঙ্খাও নেই।

মৌসুমীর বিজেপি যোগ-সম্ভাবনা

মৌসুমীর বিজেপি যোগ-সম্ভাবনা

এদিকে মুকুল রায় স্বীকার করেছেন তিনি মুম্বইয়ে গিয়েছিলেন। অনেকের সঙ্গেই বৈঠক হয়েছে। কিন্তু তাঁরা কারা, তা স্পষ্ট করতে চাননি তিনি। এরই মধ্যে অবশ্য মৌসুমী চট্টোপাধ্যায় যে বিজেপিতে যোগ দিতে চলেছেন, এমন আভাস মিলেছে। মৌসুমী নিজে স্বীকার করেছেন, তিনি দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগ দিতে পারেন। সেক্ষেত্রে মৌসুমীর বাংলা থেকে বিজেপিরি টিকিটে প্রার্থী হওয়ার সম্ভাবনা জোরদার।

English summary
BJP targets bollywood stars for contesting in Loksabha Election 2019 in Bengal. BJP tries to join them one by one,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X