কাঁথি কাণ্ডের প্রতিবাদ! কলকাতায় শিক্ষামন্ত্রীর গাড়ি ঘিরে বিক্ষোভ
কাঁথি কাণ্ডের প্রতিবাদে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের গাড়ি ঘিরে বিক্ষোভ। কালো পতাকাও দেখানো হয় বলে অভিযোগ। ঘটনাটি সেন্ট্রাল এভিনিউ-এর। যদিও ভালভাবই এলাকা ছাড়েন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

বুধবার দুপুর তিনটের আশপাশে কোনও এক সময়। কাঁথিতে তাদের দলের কর্মী-সমর্থকদের ওপর হামলার অভিযোগ করে মিছিলে সামিল হয়েছিল বিজেপি। অন্য যানবাহনও ছিল গতিহীন। সেই সময় হঠাৎই পাশের এক গলি থেকে বেরিয়ে আসে শিক্ষামন্ত্রীর গাড়ি। চোখে পড়ে যায় বিজেপির কর্মী-সমর্থকদের। গাড়িটিকে ঘিরে ধরতে এগিয়ে যান তারা। সেই সময় এক বিজেপি সমর্থক নিজের গায়ের কালো জ্যাকেট খুলে পতাকার মতো নাড়াতে থাকে। অন্যদিকে গাড়ির মধ্যে বসে পার্থ চট্টোপাধ্যায়কে হাসতে দেখা যায়।
যদিও মন্ত্রীর গাড়ির চালক গাড়িটিকে এলাকা থেকে বের করে নিয়ে যান। মন্ত্রীর গাড়ি এলাকা ছাড়ার পর ফের ধর্মতলার দিকে এগোতে থাকে বিজেপির মিছিল।