For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপির মিছিলকে কেন্দ্র করে রণক্ষেত্র পরিস্থিতি, বিক্ষোভে দীর্ঘক্ষণ অবরুদ্ধ থাকল যাদবপুর

বাংলায় বেকারত্ব থেকে এসএসসি-তে নিয়োগ দুর্নীতি, বিভিন্ন ইস্যুতে প্রতিবাদ জানাতে সেলিমপুর থেকে মিছিল শুরু করে বিজেপি। কিন্তু কিছুটা এগোতেই মিছিল আটকে দেয় পুলিশ। এমনকি মিছিলে থাকা একটি ট্যাবলোও পুলিশের বিরুদ্ধে ভেঙে দেওয়ার

  • |
Google Oneindia Bengali News

বিজেপির প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে রণক্ষেত্র যাদবপুর। বাংলায় বেকারত্ব থেকে এসএসসি-তে নিয়োগ দুর্নীতি, বিভিন্ন ইস্যুতে প্রতিবাদ জানাতে সেলিমপুর থেকে মিছিল শুরু করে বিজেপি। কিন্তু কিছুটা এগোতেই মিছিল আটকে দেয় পুলিশ। এমনকি মিছিলে থাকা একটি ট্যাবলোও পুলিশের বিরুদ্ধে ভেঙে দেওয়ার অভিযোগ বিজেপি নেতা-কর্মীদের।

অবস্থান-বিক্ষোভে একেবারে অবরুদ্ধ যাদবপুর

আর এরপরেই একেবারে পুলিশের সঙ্গে খন্ডযুদ্ধ বেঁধে যায়। ঘটনার প্রতিবাদে অবস্থান-বিক্ষোভে বসে যান বিক্ষোভকারীরা। এমনকি পরবর্তীকালে যাদবপুর থানার সামনেও বিজেপির তরফে অবরোধ করা হয়।

প্রায় ঘন্টাখানেক ধরে রাস্তা ব্লিক করে চলে এই বিক্ষোভ। এমনকি রাস্তার মাঝখানে টায়ার জ্বালিয়েই বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি নেতা-কর্মীরা। যার জেরে তীব্র যানজট তৈরি হয়। যাদবপুর থানার সামনে চারটি রাস্তাই একেবারে আটকে যায়। বিশেষ করে একেবারে অফিস টাইম। অনেকেই এই সময়ে বাড়ি ফেরেন। আর এই বিক্ষোভে পড়ে আটকে পড়েন বহু যাত্রীই। যদিও পুলিশের তরফে সেই অবরোধ বারবার তোলার চেষ্টা চালানো হয়। আর তা নিয়ে দফায় দফায় সংঘাত তৈরি হয়। যদিও প্রায় ঘন্টাখানেক পর পরিস্থিতি এখন অনেকটাই শান্ত।

বলে রাখা প্রয়োজন, বাংলায় বেকারত্ব থেকে এসএসসি-তে নিয়োগ দুর্নীতি, বিভিন্ন ইস্যুতে প্রতিবাদ জানাতেই বিজেপির তরফে মিছিলের ডাক দেওয়া হয়। কিন্তু সেই মিছিলে একটি ট্যাবলো ব্যবহার করা হয়। যেখানে জেল বন্দি পার্থ চট্টোপাধ্যায়কে প্রতিকি হিসাবে ব্যবহার করা হয়। আর সেই ট্যাবলো পুলিশের তরফে ভেঙে দিতেই রণক্ষেত্র হয়ে ওঠে এলাকা।

বিজেপি নেতা-কর্মী এবং পুলিশের সঙ্গে প্রথমে হাতাহাতি আর এরপর খন্ডযুদ্ধ বেঁধে যায়। আর এই ঘটনায় পুলিশের বেশ কয়েকজন আহত বলে জানা যাচ্ছে।

অন্যদিকে বিজেপির দাবি, পুলিশ তাঁদের উপর লাঠিচার্জ করেছে। আর এই ঘটনায় বেশ কয়েকজন বিজেপি কর্মী আহত বলে দাবি। তাঁদের হাসপাতালে নিয়ে যেতে হয়েছে বলেও দাবি। শুধু তাই নয়, পুরুষ মহিলারা মহিলাদের উপর মারধর করেছে বলেও অভিযোগ বিজেপি। যদিও পুলিশের তরফে এহেন অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে।

তবে এই মুহূর্তে পরিস্থিতি ঠিক থাকলেও বিশাল পুলিশ এই মুহূর্তে যাদবপুরে মোতায়েন করা হয়েছে। অন্যদিকে মিছিল ফের বিজেপির তরফে শুরু হয়েছে। কিন্তু বিশাল পুলিশবাহিনী গোটা মিছিলকে ঘিরে রেখেছে বলেই জানা যাচ্ছে।

উল্লেখ্য, সম্প্রতি শিক্ষক নিয়োগ দুর্নীতি প্রকাশ্যে এসেছে। এছাড়াও একাধিক ইস্যুতে চাপ বেড়েছে শাসকদলের। আর সেই ইস্যুকে সামনে রেখেই লাগাতার আন্দোলনে বিজেপি সহ গোটা বিরোধী শিবির।

English summary
bjp supporters and police clash at jadbpur
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X