For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপির অনলাইন দাবিকেই মান্যতা! হোয়াটস অ্যাপে মনোনয়নকে স্বাগত জানালেন দিলীপ

বিচারপতি সুব্রত তালুকদারের ভাঙড়ের আন্দোলনকারীরা পঞ্চায়েত প্রার্থীদের হোয়াটস অ্যাপে জমা মনোনয়নপত্র গ্রহণ করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশনকে। এই নির্দেশকে স্বাগত জানালেন দিলীপ ঘোষ।

Google Oneindia Bengali News

হোয়াটস অ্যাপের মনোনয়ন পেশকে মান্যতা দিয়েছে হাইকোর্ট। বিচারপতি সুব্রত তালুকদারের ভাঙড়ের আন্দোলনকারীরা পঞ্চায়েত প্রার্থীদের হোয়াটস অ্যাপে জমা মনোনয়নপত্র গ্রহণ করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশনকে। এই মান্যতাকে স্বাগত জানালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, আমরা প্রথম থেকেই অনলাইনে মনোনয়নের দাবি জানিয়ে এসেছি। সে অর্থে আমাদের দাবিই মান্যতা পেল।

বিজেপির অনলাইন দাবিকেই মান্যতা! হোয়াটস অ্যাপে মনোনয়নকে স্বাগত জানালেন দিলীপ

[আরও পড়ুন:ভোটাধিকার নেই যখন, ভোটার কার্ডের কী দরকার! নির্বাচন কমিশনে অভিনব বিক্ষোভ কংগ্রেসের][আরও পড়ুন:ভোটাধিকার নেই যখন, ভোটার কার্ডের কী দরকার! নির্বাচন কমিশনে অভিনব বিক্ষোভ কংগ্রেসের]

বিজেপি রাজ্য সভাপতি বলেন, এই দাবি যদি প্রথমেই মানা হত, তাহলে এত হিংসা-অশান্তি-খুনোখুনি হত না। সমস্ত আসনেই প্রার্থী দেওয়া সম্ভব হত রাজনৈতিক দলগুলির। গণতন্ত্র বজায় রেখে চলা সম্ভব হত। কিন্তু সেই মান্যতা দেওয়া হল অনেক পরে। তাঁর দাবি, অনলাইনে মনোনয়ন হলে ৫০ হাজার আসনে প্রার্থী দেওয়া যেত।

উল্লেখ্য, বিজেপি সুপ্রিম কোর্টে পঞ্চায়েত মামলা করেছিল প্রথমে। সেই মামলায় অন্যতম দাবি ছিল, অনলাইনে মনোনয়ন। তা খারিজ করে দেয় শীর্ষ আদালত। সেইসঙ্গে জানায় নির্বাচন কমিশনের কাজে তারা হস্তক্ষেপ করবে না। সুপ্রিম কোর্টে ধাক্কা খেলেও পরে হাইকোর্টের মামলায় বিজেপি এই দাবিও যুক্ত করে। কিন্তু তাদের আর্জি মান্যতা পায়নি।

এদিন ভাঙড়ের জমি ও বাস্ততন্ত্র রক্ষা কমিটির ৯ সদস্য হাইকোর্টে তাঁদের মনোনয়ন বাতিলের আশঙ্কায় মামলা করে। সেই মামলাতেই হাইকোর্টে হোয়াটস অ্যাপে মনোনয়ন জমা দেওয়াকে মান্যতা দেয়। অতিরিক্ত দিনে মনোনয়ন জমা দিতে গেলেও আন্দোলনকারীদের বসিয়ে রাখা হয়েছিল বেলা সাড়ে ১১টা থেকে বিকেল তিনটে পর্যন্ত। তারপর তিনটের পর এসে বলা সময় হয়ে গিয়েছে আর মনোনয়নপত্র জমা নেওয়া যাবে না। তার আগেই প্রার্থীরা বিডিও-র হোয়াটস্ অ্যাপ নম্বরে মনোনয়নপত্র পাঠিয়ে দেন। তাঁরা আবেদন করেন মনোনয়ন গ্রহণ করতে। সেই আঙ্গিকেই হাইকোর্টের এই নির্দেশ।

উল্লেখ্য, হোয়াটস অ্যাপে মনোনয়ন জমা দিলেও আন্দোলনকারীরা আশঙ্কা করছেন তাঁদের মনোনয়ন স্ক্রুটনিতে বাতিল হয়ে যেতে পারে। সেই নিরিখেই তাঁরা হাইকোর্টেপ দ্বারস্থ হন এদিন। হাইকোর্টে এই মামলা শোনার পর জানিয়ে দেয় হোয়াটস অ্যাপে দাখিল করা ৯ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা যাবে না। আর এই নির্দেশকে বিজেপি মনে করছে, তাদের আবেদনই মান্যতা পেল। ভবিষ্যতে এই নির্দেশেই অনলাইন মনোনয়ন মান্যতা পাবে।

আরও পড়ুন:মনোনয়নের সময়সীমা বাড়ছে না, এবার হাইকোর্টে ধাক্কা খেল বিজেপি-কংগ্রেস]আরও পড়ুন:মনোনয়নের সময়সীমা বাড়ছে না, এবার হাইকোর্টে ধাক্কা খেল বিজেপি-কংগ্রেস]

English summary
BJP State President Dilip Ghosh welcomes High Court’s verdict on WhatsApp nomination. BJP files the suit in High Court for online nomination
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X