For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভাবী মেয়রের নামেই আপত্তি দিলীপের! ফিরহাদের তোলা অভিযোগ নিয়ে জোর তরজা

সম্প্রতি পুরসভার সংশোধনী বিলকে সমর্থন করেছিলেন বিজেপি রাজ্য সভাপতি তথা বিধায়ক দিলীপ ঘোষ। কিন্তু তাঁর যে ফিরহাদ নামে আপত্তি রয়েছে, তা শেষমেশ বুঝিয়েই দিলেন তিনি।

  • |
Google Oneindia Bengali News

সম্প্রতি পুরসভার সংশোধনী বিলকে সমর্থন করেছিলেন বিজেপি রাজ্য সভাপতি তথা বিধায়ক দিলীপ ঘোষ। কিন্তু তাঁর যে ফিরহাদ নামে আপত্তি রয়েছে, তা শেষমেশ বুঝিয়েই দিলেন তিনি। দ্ব্যর্থহীন ভাষায় তিনি বলেন, তৃণমূল ফিরহাদ হাকিমকে মেয়র পদে প্রার্থী করেছে সংখ্যালঘু ভোটের দিকে চেয়ে। এখন মা দুর্গাকে তাঁদের নেতা করছেন, আবার প্রার্থী করছেন ফিরহাদদের।

ফিরহাদের বিরুদ্ধে মেয়র পদপ্রার্থী

ফিরহাদের বিরুদ্ধে মেয়র পদপ্রার্থী

শোভনের বিদায়ে ফিরহাদ হাকিম তৃণমূলের মেয়র পদপ্রার্থী হয়েছেন। কিন্তু তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিততে পারছেন না মেয়র পদে। কংগ্রেস বা সিপিএম প্রার্থী না দিলেও বিজেপি এবার প্রার্থী দিচ্ছেন ফিরহাদ হাকিমের বিরুদ্ধে। কলকাতার পুরসভায় বিজেপির মেয়র পদপ্রার্থী হচ্ছেন মীনাদেবী পুরোহিত।

ফিরহাদ নামে আপত্তি, অভিযোগ

ফিরহাদ নামে আপত্তি, অভিযোগ

ফিরহাদ নিজেও জানালেন, বিজেপির আমার নামটায় পছন্দ নয়। তাঁর এই কথায় ধর্মীয় ভেদাভেদের অভিযোগ খুঁজে পাচ্ছেন অনেকেই। কেননা একমাত্র বিজেপি সংশোধনী বিলে তৃণমূলকে সমর্থন দিয়েছিল, তারপর সেই বিজেপিই তৃণমূলের মেয়র পদপ্রার্থী ফিরহাদ হাকিমের বিরোধিতায় সামিল হল।

ফিরহাদকে নিয়ে দিলীপ-বচন

ফিরহাদকে নিয়ে দিলীপ-বচন

এবার বিধানসভায় দিলীপ ঘোষ তৃণমূলকে সমর্থন দিয়েছিলেন সংশোধনী বিলে। স্বভাবতই তখন মনে হয়েছিল বিজেপি মেয়র পদপ্রার্থী হিসেবে কাউকে দাঁড় করাবে না। কেননা তাঁদের হাতে মাত্র পাঁচ জন কাউন্সিলর রয়েছে। তারপর সংশোধনী বিলে বিজেপি সমর্থন দিয়েছে। কিন্তু ফিরহাদকে প্রার্থী করতেই সংখ্যালঘু ভোট নিয়ে তৃণমূলকে খোঁচা দিতে ছাড়লেন না তিনি।

মেয়র নিয়ে সুজন-প্রতিবাদ

মেয়র নিয়ে সুজন-প্রতিবাদ

বাম পরিষদীয় দলনেতা তথা সিপিএম বিধায়ক সুজন চক্রবর্তী বলেন, শোভন হোক বা ফিরহাদ, নামে কোনও আপত্তি নেই। নাম নিয়ে মাথাব্যথা থাকতে পারে তৃণমূলের। কাউন্টার জানাতে পারে বিজেপি, ওরা দুজনেই তো সংশোধনী বিলে সমর্থন দিয়ছিল। আমাদের আপত্তি সেখানেই। এভাবে সংশোধনী বিল পাস করিয়ে আইনে বদল এনে মেয়র পদপ্রার্থীতে তাঁদের আপত্তি রয়েছে।

[আরও পড়ুন:রাজ্যে শিল্পায়নের দাবি! রাজভবন অভিযানে বাম গণ সংগঠন, দেখুন ভিডিও][আরও পড়ুন:রাজ্যে শিল্পায়নের দাবি! রাজভবন অভিযানে বাম গণ সংগঠন, দেখুন ভিডিও]

দিলীপে ক্ষোভে কেন্দ্রীয় নেতৃত্বের

দিলীপে ক্ষোভে কেন্দ্রীয় নেতৃত্বের

বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব দিলীপের সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছে। কেন পুরসভার সংশোধনী আইনে সমর্থন দিল বিজেপি, তা নিয়ে বিজেপিতেই দ্বন্দ্ব চরমে ওঠে। বিজেপির একটা বড় অংশ এ ব্যাপারে তৃণমূলের বিরোধিতারই পক্ষে সায় দেয়। কিন্তু বিধানসভায় দিলীপ ঘোষ ও বিজেপি বিধায়করা সংশোধনীতে সায় দিয়েছিলেন। তারপরই দিলীপ সংখ্যালঘু প্রার্থী নিয়ে মুখ খুললেন।

[আরও পড়ুন:ঝাড়খণ্ড-অসমেও এবার বিজেপির বিরুদ্ধে প্রার্থী তৃণমূলের! ২০১৯-এর চ্যালেঞ্জ মমতার][আরও পড়ুন:ঝাড়খণ্ড-অসমেও এবার বিজেপির বিরুদ্ধে প্রার্থী তৃণমূলের! ২০১৯-এর চ্যালেঞ্জ মমতার]

English summary
BJP state president Dilip Ghosh objects in name of Firhad Hakim as Mayor. Thiugh he supports TMC on municipal act amendment,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X