For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃণমূলে শুরু মুষলপর্ব, শোভন-বিচ্ছেদে দিলীপ দিলেন মস্ত চাল, জল্পনা বাড়াল আরএসএসও

মুষলপর্ব শুরু হয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেসে। এবার পতন অনিবার্য। শোভন চট্টোপাধ্যায় মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করার পরই বিজেপি রাজ্য সভাপতি তৃণমূলকে বিঁধলেন পতন-কটাক্ষে।

  • |
Google Oneindia Bengali News

মুষলপর্ব শুরু হয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেসে। এবার পতন অনিবার্য। শোভন চট্টোপাধ্যায় মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করার পরই বিজেপি রাজ্য সভাপতি তৃণমূলকে বিঁধলেন পতন-কটাক্ষে। তিনি বললেন, এই তো সবে শুরু। এবার দেখুন, তৃণমূলের কাদের কাদের পতন ঘটে। একইসঙ্গে শোভনকে দলে নেওয়া নিয়েও জল্পনা উসপবে দেন দিলীপ ঘোষ।

তৃণমূলের মুষল-পর্ব

তৃণমূলের মুষল-পর্ব

গত বছর পুজোর পরই মুকুল রায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। এবার পুজোর পর মন্ত্রিসভা ও মেয়র পদ থেকে বিদায় ঘটতে চলেছে শোভন চট্টোপাধ্যায়ের। এ প্রসঙ্গেই বিজেপি রাজ্য সভাপতি মনে করেন তৃণমূলে মুষল পর্ব শুরু হয়ে গিয়েছে। এক এক করে সবাই সরে যাবেন। তারপরই ধলে পড়বে তৃণমূলের রাজত্ব।

শোভনের ইস্তফার পর জল্পনা

শোভনের ইস্তফার পর জল্পনা

২০১৯ লোকসভা নির্বাচন আসন্ন। তার আগে যে যার মতো করে ঘুঁটি সাজাচ্ছে। সবাই ব্যল্ত মহাযুদ্ধেরে প্রস্তুতি নিতে। ঠিক তখনই শোভনের ঘোষণা ইস্তফার। দুই মন্ত্রকের দায়িত্ব থেকে নিজেকে সরিয়ে নিলেন। আগেও অনেকবার ইস্তফা দিতে চেয়েছিলেন। এবার পদত্যাগ পত্র গ্রহণ করে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর নির্দেশও দিলেন মেয়র পদ থেকে ইস্তফা দেওয়ার।

[আরও পড়ুন;মমতার কলকাতা হারিয়ে দিল মোদীর দিল্লিকে! শীতে সমস্যা আরও বাড়তে পারে, পূর্বাভাস][আরও পড়ুন;মমতার কলকাতা হারিয়ে দিল মোদীর দিল্লিকে! শীতে সমস্যা আরও বাড়তে পারে, পূর্বাভাস]

দরজা বাড়াচ্ছে বিজেপি

দরজা বাড়াচ্ছে বিজেপি

দিলীপ ঘোষ এরপরই বলেন, পতনের এই তো শুরু। মুকুল গিয়েছেন, শোভন গেলেন, আরও কত যাবেন। এই প্রসঙ্গেই তিনি জল্পনা উসকে দিলেন, আমরা আরও দরজা বড় করছি। দরজা বাড়াচ্ছিও। যাতে আরও অনেক মানুষ একসঙ্গে ঢুকতে পারেন। তবে যে-ই ঢুকুন না কেন বিজেপি তাঁদের ছেঁকেই নেবে। তার ব্যবস্থাও রয়েছে।

[আরও পড়ুন: 'মোদী সরকার দুর্নীতিগ্রস্ত', মনমোহনের ১০ দফা আক্রমণে বিপাকে কেন্দ্র ][আরও পড়ুন: 'মোদী সরকার দুর্নীতিগ্রস্ত', মনমোহনের ১০ দফা আক্রমণে বিপাকে কেন্দ্র ]

আরএসএস জল্পনা বাড়াল

আরএসএস জল্পনা বাড়াল

এদিন আরএসএস আবার জল্পনা উসকে দিয়ে বলে, শোভন চাইলে বিজেপিতে আসতেই পারেন। তাঁর বিজেপিতে আসা নিয়ে কোনও বাধাই নেই। তবে তার আগে বিজেপির অনুমোদন লাগবে। বিজেপি চাইলে তবেই শোভন চট্টোপাধ্যায়ের প্রবেশ হতে পারে। মোট কথা, বিজেপি ও আরএসএস টোপ দিয়েই রাখল। এখন অপেক্ষা শোভন কোন পথে পা বাড়ান।

English summary
BJP State president Dilip Ghosh criticizes TMC on Sovan-resignation. He says that TMC is ahead on way of spill,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X