For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‘অনাথ’রাই বিভ্রান্তি ছড়াচ্ছে বিজেপি সভাপতির পদ নিয়ে, কার দিকে তির ছুঁড়লেন দিলীপ

বিজেপি রাজ্য সভাপতি পরিবর্তন হচ্ছে বলে যে রটনা হয়েছে, তা নেহাতই জল্পনা ছাড়া কিছু নয়। বিজেপির বর্তমান রাজ্য সভাপতি দিলীপ ঘোষ শনিবার ফের একবার স্পষ্ট করে দিলেন সেই কথা।

Google Oneindia Bengali News

বিজেপি রাজ্য সভাপতি পরিবর্তন হচ্ছে বলে যে রটনা হয়েছে, তা নেহাতই জল্পনা ছাড়া কিছু নয়। বিজেপির বর্তমান রাজ্য সভাপতি দিলীপ ঘোষ শনিবার ফের একবার স্পষ্ট করে দিলেন সেই কথা। সাফ জানালেন, যাঁরা বিভ্রান্ত, তাঁরাই বিভ্রান্তি ছড়ায়। দলের মধ্যে অনেক অনাথ রয়েছে, তাঁরাই এসব করছে বলে মনে করেন তিনি।

‘অনাথ’রাই বিভ্রান্তি ছড়াচ্ছে

দিলীপবাবু বলেন, আমার কাজ আমি করে যাচ্ছি। চিলে কান নিয়ে গেল বলে সেই চিলের পিছনে ছোটার সময় আমার নেই। আমি জানি কানটা আছে কি না। একজন সভাপতির মেয়াদ হয় তিন বছর। আমি সফলভাবে সেই মেয়াদ উত্তীর্ণ করব, এই আত্মবিশ্বাস আমার আছে। তাই আমার বিভ্রান্তিও নেই। আমি আমার আদর্শে অবিচল।

আমার সঙ্গে আজ পর্যন্ত সভাপতি বদল নিয়ে উর্ধ্বতন নেতৃত্বের কোনও কথা হয়নি। বরং আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, ২২টা আসনে জয়ের কড়ি জোগাড় করার। কেননা বাংলার কাজ নিয়ে নেতারা খুশি। আমার নেতৃত্বে বাংলায় ভালো ফল হচ্ছে। সদস্য বাড়ছে বিজেপি রাজ্যের দ্বিতীয় দলে রূপান্তরিত হয়েছে। তাহলে বিভ্রান্তি থাকবে কেন?

উল্লেখ্য, দিলীপ ঘোষের রাজ্য সভাপতি পদে মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এরই মধ্যে দিলীপ ঘোষকে সরিয়ে অন্য কাউকে দায়িত্ব দেওয়া হতে পারে জল্পনা শুরু হয়েছে। ইতিমধ্যে দিলীপের চেয়ারে বসার জন্য ভাসছে অনেক নাম। সেখানে যেমন মুকুল রায়, আছেন রাহুল সিনহা, শমীক ভট্টাচার্য। আবার নতুন একটি নাম উঠে আসছে, তা হল- আশিস সরকার। সঙ্ঘ ঘনিষ্ঠ এই নেতাকে বিজেপির রাজ্য সভাপতি পদে বসাতে চাইছেন স্বয়ং মোদী-শাহরা, এমনই খবর ছড়িয়েছে রাজনৈতিক মহলে।

English summary
BJP state president Dilip Ghosh criticizes Mukul Roy on speculation of his post. He says that he will fulfill his terms of three years.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X