মমতার সঙ্গে কেউ নেই! জোট বার্তা প্রসঙ্গে কটাক্ষ দিলীপের
মমতার সঙ্গে কেউ নেই। দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের জোটবার্তা প্রসঙ্গে এমনটাই মন্তব্য করলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। কলকাতায় একরকম আচরণ আর দিল্লিতে গিয়ে অন্যরকম, কটাক্ষা করেছেন রাজ্য বিজেপির সভাপতি।

মমতা বন্দ্যোপাধ্যায়ের জোট বার্তাকে কটাক্ষ করতে গিয়ে দিলীপ ঘোষ বলেন, সবাই দেখতে পাচ্ছেন, লোকসভায় কংগ্রেস, সিপিএম, তৃণমূল লড়াই করছে। সেটাই কি মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐক্য, প্রশ্ন করেছেন দিলীপ ঘোষ।
[আরও পড়ুন: ১২ ক্লাস পাসকে ভোট নয়! শিক্ষিতকে প্রধানমন্ত্রী পদে নির্বাচিত করুন, আক্রমণ কেজরিওয়ালের]
এদিন জোট নিয়ে আলোচনা প্রসঙ্গে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী নিজেই জানিয়েছেন, বাংলা এবং দিল্লি নিয়ে কোনও আলোচনা হয়নি।
[আরও পড়ুন:জোটের লক্ষে ডাক মমতার! লড়াই মাঝপথে থেমে যাবে নাতো, প্রশ্ন সোমেনের]
বুধবার দিল্লিতে জোটের নতুন ফর্মুলা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে কেজরিওয়ালের ধরনা মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, রাজ্যস্তরে কংগ্রেস সিপিএম-এর সঙ্গে লড়াই হতে পারে। কিন্তু মোদী বিরোধিতায় জাতীয়স্তরে একসঙ্গে লড়াই করবেন। একইসঙ্গে তিনি বলেছিলেন, যে যেখানে শক্তিশালী সে সেখানে লড়াই করবে।