For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‘রাস্তাতেই কাটাতে হবে তৃণমূলকে, গদিতে বসবে বিজেপি’, কোন সমীকরণে এই বার্তা দিলীপের

এদিন কালাধনের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ মঞ্চ থেকে বিজেপি রাজ্য সভাপতি বলেন, ‘আমরা নতুন সরকার গড়ব। সাধারণ মানুষকে তাঁদের অধিকার ফিরিয়ে দেব।

  • |
Google Oneindia Bengali News

'আজ যারা রাস্তায় নেমেছে তাঁদের বাকি জীবনটা রাস্তাতেই কাটবে। এবার গদিতে বসব আমরাই।' বুধবার কালাধন বিরোধী দিবস উদযাপনে রাস্তায় নেমে তৃণমূলকে প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি সরাসরি রাজ্যে পরিবর্তনের ডাক দিয়ে জানালেন, তৃণমূলের তোষণ ছাড়ো। এবার নতুন বাংলা গড়ো। সেদিন আর দূরে নয়, সেদিন আসন্ন।
এদিন কালাধনের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ মঞ্চ থেকে বিজেপি রাজ্য সভাপতি বলেন, 'আমরা নতুন সরকার গড়ব।

[আরও পড়ুন:'চাটনি' হয়ে মুকুলের যোগদানে জোয়ার বিজেপিতে! শেষপাতে 'পায়েস' হয়ে এবার কার আগমন][আরও পড়ুন:'চাটনি' হয়ে মুকুলের যোগদানে জোয়ার বিজেপিতে! শেষপাতে 'পায়েস' হয়ে এবার কার আগমন]

‘রাস্তাতেই কাটাতে হবে তৃণমূলকে, গদিতে বসবে বিজেপি’, কোন সমীকরণে এই বার্তা দিলীপের

সাধারণ মানুষকে তাঁদের অধিকার ফিরিয়ে দেব। পশ্চিমবঙ্গের ভাগ্য পরবির্তন করব আমরাই। তৃণমূল কংগ্রেস বুঝে গিয়েছে, তাঁদের সময় ঘনিয়ে এসেছে। তাই এখন থেকেই মারামারি শুরু করে দিয়েছে শাসক দল।'

তিনি বলেন, 'আমাদেরকে তো মারছেই, মারামারি করছে নিজেরাও। আমরা বিরোধী পার্টি আমাদেরকে মারতেই পারে। কিন্তু আমার জিজ্ঞাস্য, তোমরা কেন নিজেরা মারামারি করছো। আসলে যত ডাকাত, চোর, বদমাশ- সবাই এখন দিদির দলে আশ্রয় নিয়েছে। তারাই হয়েছে দিদির ভাই। তাদের দিয়েই সন্ত্রস্ত করা হচ্ছে এলাকা। যত ভোট এগিয়ে আসবে, ততই এসব বাড়বে। তা বলে ভয় পেয়ে বসে থাকলে চলবে না।'

[আরও পড়ুন:কে কে যোগ দিচ্ছেন বিজেপিতে, উত্তরে যা বললেন মুকুল তা শুনলে তাজ্জব বনে যাবেন][আরও পড়ুন:কে কে যোগ দিচ্ছেন বিজেপিতে, উত্তরে যা বললেন মুকুল তা শুনলে তাজ্জব বনে যাবেন]

দিলীপ ঘোষ এদিন অভিযোগ করেন, 'তৃণমূলের আমলে রাজ্যে শুধু তোলাবাজি নামক একটা কারখানা চলছে, বাকি সব কারখানা বন্ধ। কোনও শিল্প নেই। নেই কর্মসংস্থান। সবাই চাকরির জন্য গুজরাট, রাজস্থানে চলে যাচ্ছে। কেউ রাজমিস্ত্রি, কাঠের মিস্ত্রি হয়ে কোনওরকমে দিন কাটাচ্ছে। আবার কেউ পাহাড়ে গিয়ে পাথর ভাঙছে। এটা তো জীবন হতে পারে না।'
তাঁর কথায়, 'এই সাত বছরে তৃণমূল কংগ্রেস কিছুই করতে পারেনি। শুধু সিভিক পুলিশের কাজ দিয়েছে। তাদের আসল কাজ ভয় দেখানো। একটা পুকুরকে দুবার কাটানো হয়েছে। সব দুর্নীতি বার করব আমরা ক্ষমতায় এলে। এই দুর্নীতিগ্রস্ত সরকারকে হটাতেই হবে। সারা ভারতবর্ষে যেভাবে পরিবর্তন করেছি আমরা, বাংলাতেও পরিবর্তন করব।'

‘রাস্তাতেই কাটাতে হবে তৃণমূলকে, গদিতে বসবে বিজেপি’, কোন সমীকরণে এই বার্তা দিলীপের

তিনি এদিন হুঁশিয়ারি দেন, 'বিজেপির পিছনে লেগে কোনও লাভ নেই। হাজার হাজার লোক প্রতিদিন যোগ দিচ্ছে বিজেপিতে। তাঁরা বুঝে গিয়েছে, ভারতের ভবিতব্য বিজেপিই। সব রাজ্যে বিজেপিই জিতবে। গুজরাট, হিমাচল প্রদেশের পর কর্ণাটক, ওড়িশাতেও আমরা জিতব। তারপর আমাদের মিশন পশ্চিমবঙ্গ। এবার বাংলাতেও বিজেপির সরকার।'

তিনি বিজেপিকর্মীদের উদ্দেশ্যে বার্তা দেন, 'কেউ ভয় পাবেন না। ভারতীয় জনতা পার্টির কর্মীরা কাউকে ভয় করে না। কারণ তারা অন্যায় করে না। তাঁরা ন্যায়ের পতে চলে। পশ্চিমবঙ্গে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করবই। তাই আমাদের সকলকে সংগঠিত হতে হবে।' বিজেপি রাজ্য সভাপতি বলেন, 'বিজেপির হাত ধরে বাংলায় যদি পরিবর্তন হয়, তবে তা হবে সত্যিকারের পরিবর্তন। সেদিনের অপেক্ষায় দিন গুনছে বাংলা।'

English summary
BJP State President Dilip Ghosh calls change for new Bengal. He speaks this from stage of anti black money day
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X