For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপিকে ভারত ছাড়া করার আগে তৃণমূলই বাংলা ছাড়া হবে, ‘যাত্রাপালা’ কটাক্ষে মমতাকে পাল্টা দিলীপের

একুশের মঞ্চে দাঁড়িয়ে বিজেপিকে ভারত ছাড়া করার ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ৯ আগস্ট থেকে ব্লকে ব্লকে ‘ভারত ছাড়ো বিজেপি’ কর্মসূচি নিয়েই তৃণমূলকে কটাক্ষ দিলীপ ঘোষের।

Google Oneindia Bengali News

তৃণমূল কংগ্রেসের 'একুশে জুলাই'-এর সমাবেশকে যাত্রাপালা বলে কটাক্ষ করে বিজেপি সভাপতি দিলীপ ঘোষ পাল্টা দিলেন তৃণমূলকে। তিনি বলেন, 'বিজেপি ভারত ছাড়া হবে না, তৃণমূল কংগ্রেসই বাংলা ছাড়া হবে এবার।' মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের কটাক্ষ করে তাঁর জবাব, 'তৃণমলের এই সভা হল অভিনব এক যাত্রাপালা। শক্তি প্রদর্শন করতেই তৃণমূল এই সমাবেশের আয়োজন করে। যতই এই সভা থেকে বিজেপিকে ভারত ছাড়া করার ডাক দিন না কেন, তা অসম্ভব। মমতা বন্দ্যোপাধ্যায়ই এবার বাংলা ছাড়া হবেন। বাংলার মানুষই তাঁকে বাংলা ছাড়া করবেন।'

‘যাত্রাপালা’ কটাক্ষে মমতাকে পাল্টা দিলীপের

শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণের অদ্যাবধি পরেই বিজেপি-র প্রদেশ দফতরে সাংবাদিক সম্মেলন করে দিলীপবাবু হুঁশিয়ারি দেন, 'মমতাদি, আপনি আগে বাংলা বাঁচান, তারপর দিল্লি নিয়ে ভাববেন। তার কারণ বিজেপিকে ভারত ছাড়া করতে হবে না। আপনিই তার আগে বাংলা ছাড়া হয়ে যাবেন।'

আগামী বছরের ২১ জুলাই অঙ্গীকার দিবসের ডাক দিয়েছেন মমতা। সেই প্রসঙ্গে দিলীপবাবুর জবাব, 'এই এক বছরে গঙ্গা দিয়ে অনেক জল বয়ে যাবে। রাজ্যের শাসক দলের অনেক নেতা-নেত্রীর স্থান কোথায় হবে কেউ জানে না। তাই অঙ্গীকার দিবস করার আগে তিনি কতজনকে তাঁর সঙ্গে পাবেন, তা নিয়ে সন্দেহ রয়েই যায়।'

‘যাত্রাপালা’ কটাক্ষে মমতাকে পাল্টা দিলীপের

দিলীপবাবু এদিন বলেন, নোটবন্দি হয়েছে দেশের অর্থনীতিতে স্বচ্ছতা আনতে। আর দুর্নীতি মুক্ত করতেই জিএসটি চালু হয়েছে। দেশের সমস্ত মানুষ তা বুঝতে পারছেন। শুধু বুঝতে পারছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। আধার নিয়ে দিলীপবাবুর মন্তব্য, সারা দেশে আধার নিয়ে কোনও সমস্যা নেই। সমস্যা শুধু ওনার। তিনি সমানে বিরোধিতা করে রাজ্যের উন্নয়ন সম্ভাবনাকে পিছিয়ে দিচ্ছেন।

দিলীপবাবুর কথায়, নিজের দোষ ঢাকার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মোদীর দিকে আঙুল তুলছেন। মোদী হটাও, দেশ বাঁচাও স্লোগান দিয়ে তিনি প্রতিহিংসার রাজনীতি করতে চাইছেন। তাঁর লক্ষ্য দিল্লি দখল করা। কিন্তু সেই অভিপ্সা পূর্ণ হবে না দিদির। এদিন বিজেপি রাজ্য সভাপতি মমতার দিকে প্রশ্ন ছুড়ে দেন, তাঁর নারদ-সারদাতে এত ভয় কেন? যদি তিনি এটাকে সত্যিই চ্যালেঞ্জ হিসেবে নিতেন, তাহলে বিজেপির বিরুদ্ধে সিআইডিকে লেলিয়ে দিতেন না।

এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্ট কর্মসূচির কথা ঘোষণা করে বিজেপিও। বিজেপি রাজ্য সভাপতি জানান, ৯ আগস্ট থকে বিজেপি ব্লকে ব্লকে তৃণমূল তোষণ ছাড়ো কর্মসূচি পালন করবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের হিংসাত্মক রাজনীতির বিরুদ্ধে সই সংগ্রহ করবে। এর মাধ্যমে জন জাগরণ ঘটানোই বিজেপির লক্ষ্য। এদিন জাতীয় সঙ্গীতের অবমাননা করা হয়েছে বলেও তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করেন দিলীপবাবু।

English summary
BJP State President Dilip Ghosh attacks TMC about 21 July meeting. He said that it was a big drama-show.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X