For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইস্ট ওয়েস্ট মেট্রোয় মমতার অবদান, পোস্টার নিয়ে উপদেশ সব্যসাচীর

ফেব্রুয়ারি মাসে গত ২১ তারিখ ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের জন্য জমি দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন এমনই দাবি করে মমতা বন্দ্যোপাধ্যায় কে ধন্যবাদ জানিয়ে পোস্টার লাগানো হয় সল্টলেকের

  • By Abheek
  • |
Google Oneindia Bengali News

ফেব্রুয়ারি মাসে গত ২১ তারিখ ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের জন্য জমি দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন এমনই দাবি করে মমতা বন্দ্যোপাধ্যায় কে ধন্যবাদ জানিয়ে পোস্টার লাগানো হয় সল্টলেকের বিভিন্ন জায়গায়। এবং শনিবার সকাল থেকে সেক্টর পাঁচ সহ সল্টলেকের বিভিন্ন জায়গায় আরো বেশ কয়েকটি পোস্টার নজরে আসে যার মধ্যে নরেন্দ্র মোদির ছবি এবং ভারতীয় জনতা পার্টি কে ধন্যবাদ জানানো হয়েছে।

 ইস্ট ওয়েস্ট মেট্রোয় মমতার অবদান, পোস্টার নিয়ে উপদেশ সব্যসাচীর

এরই পরিপ্রেক্ষিতে রাজারহাট-নিউটাউন এর বিধায়ক সব্যসাচী দত্ত বলেন- আজকে যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী ৯ বছর আগে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন। আমার যতদূর ধারণা তারও ৩-৪ বছর আগে তিনি কেন্দ্রের রেলমন্ত্রী ছিলেন। সেই জায়গায় ৯ আর ৪ যদি ১৩ বছর ধরা যায় তো ১৩ বছর আগে তিনি কী করেছেন, কবে ঘি দিয়ে ভাত খেয়েছেন তার গন্ধ এখন যদি তৃণমূলীরা শুকতে চায় তো ঘিও শুকিয়ে গেছে হাতও ধুয়ে ফেলেছে সে আর শুঁকে লাভ নেই।

বিগত ৭ বছর ধরে মাননীয় প্রধানমন্ত্রী মোদীজি কেন্দ্রের প্রধানমন্ত্রী মানুষের আশীর্বাদ নিয়ে। আর কেন্দ্রীয় সরকার না চাইলে এখানে অর্থও বরাদ্দ হতো না, আর এখানে মেট্রোও চলতো না। আর বিধাননগরবাসী কিন্তু উচ্চশিক্ষিত তাকে এই হোডিং দিয়ে ভুল বোঝানোর চেষ্টা করলে যারা এই হোডিং দিয়ে ভুল বোঝানোর চেষ্টা করছে আমি তাদের বলব এই পয়সার ভালো কাজে লাগান শুভ বুদ্ধির উদয় হবে। বেকার বিধাননগরকে এই হোডিং দিয়ে জঞ্জালে ভর্তি করে লাভ নেই।

English summary
BJP's Sabyasachi Dutta has given advice on poster on Mamata's contribution to East West Metro
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X