For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতার কেন্দ্র এবার বিজেপির টার্গেটে, জনসংযোগের লক্ষ্যে শুরু হচ্ছে ‘চায়ে পে চর্চা’

সম্প্রতি বাংলাজুড়ে জনসংযোগ কর্মসূচি গ্রহণ করেছে তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন ‘দিদিকে বলো’ অভিযানের। পাল্টা সিপিএম ময়দানে নেমে পড়েছে।

Google Oneindia Bengali News

সম্প্রতি বাংলাজুড়ে জনসংযোগ কর্মসূচি গ্রহণ করেছে তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন 'দিদিকে বলো' অভিযানের। পাল্টা সিপিএম ময়দানে নেমে পড়েছে। তাঁদের কর্মসূচি 'দিদিকেই বলছি'। এই অবস্থায় বসে নেই বিজেপিও। বিজেপি এবার নেমে পড়ল 'চায়ে পে চর্চা'য়। বাংলায় এই উদ্যোগের নয়া রূপকার নেতাজির প্রপৌত্র চন্দ্রকুমার বসু।

‘চায়ে পে চর্চা’ দক্ষিণ কলকাতায়

‘চায়ে পে চর্চা’ দক্ষিণ কলকাতায়

নরেন্দ্র মোদীকে অনুসরণ করে তিনি এবার ‘চায়ে পে চর্চা'য় নামতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রে। দক্ষিণ কলকাতাকে তিনি বেছে নিচ্ছেন জনসংযোগের জন্য। এবার লোকসভা নির্বাচনে তিনি বিজেপির টিকিটে প্রার্থী হয়েছিলেন এই কেন্দ্র থেকে। হারলেও নজরকাড়া ভোট পেয়েছিলেন তিনি। সেই ভোট ধরে রাখতেই তিনি নামলেন জনসংযোগে।

বুদ্ধিজীবী সেল তৈরি চন্দ্র বসুর

বুদ্ধিজীবী সেল তৈরি চন্দ্র বসুর

নিজেই জানান, একটা বুদ্ধিজীবী সেল তৈরি করেছি দক্ষিণ কলকাতায়। তাঁদেরকে নিয়েই দক্ষিণ কলকাতার বুথে বুথে ‘চায়ে পে চর্চা'র উদ্যোগ নেওয়া হয়েছে। খুব শীঘ্রই তা শুরু হবে। মুখ্যমন্ত্রীর পাড়াতেও হবে ‘চায়ে পে চর্চা'। তিনি ভোট ধরে রাখতে জনসংযোগ বাড়াতে চান। তাই ব্যক্তিগত উদ্যোগেই তিনি এই জনসংযোগ জারি রাখার পরিকল্পনা নিয়েছেন।

মমতার ‘পাড়া’ থেকে শুরু

মমতার ‘পাড়া’ থেকে শুরু

তিনি বলেন, এই ‘চায়ে পে চর্চা' রাজ্যের যে কোনও কেন্দ্রে যে কোনও বুথেই করা যায়। রাজ্য বিজেপির সহ সভাপতি বলেন, আপাতত তাঁর নিজের কেন্দ্র দক্ষিণ কলকাতায় তিনি শুরু করতে চান। তারপর দল যদি চায়, অন্য কেন্দ্রেও এই পথে জনসংযোগ করা যেতে পারে।

English summary
BJP’s Chandra Kumar Basu starts ‘Chaye pe Charcha’ in South Kolkata constituency. He targets this to do public relation and to concrete the vote bank
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X