For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিলীপ ঘোষের অপসারণ জল্পনার অবসান! বিজেপি স্পষ্ট করল তাঁর সভাপতিত্বের মেয়াদ

মুকুল রায় বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই কানাঘুঁষো শোনা যাচ্ছিল দিলীপ ঘোষের ভবিষ্যৎ নিয়ে। সমস্ত জল্পনার অবসান ঘটাল নেতৃত্ব।

Google Oneindia Bengali News

মুকুল রায় বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই কানাঘুঁষো শোনা যাচ্ছিল দিলীপ ঘোষের ভবিষ্যৎ নিয়ে। তারপর দিলীপ ঘোষ অসুস্থ হওয়ার পর ফের বিজেপির রাজ্য সভাপতি পদ থেকে তাঁর অপসারণের কথা প্রবলভাবে উঠে পড়ে। আর মুকুল রায়কে পঞ্চায়েত নির্বাচনের দায়িত্ব দেওয়ার পর থেকে পুনরায় দিলীপ ঘোষের রাজ্য সভাপতির পদ থেকে অপসারণের জল্পনা শুরু হয়।

দিলীপ ঘোষের অপসারণ জল্পনার অবসান! বিজেপি স্পষ্ট করল তাঁর সভাপতিত্বের মেয়াদ

[আরও পড়ুন: মমতা কি রাহুলকে মানেন! বিজেপি-বিরোধী জোট প্রসঙ্গে তীব্র শ্লেষ মুকুলের গলায়][আরও পড়ুন: মমতা কি রাহুলকে মানেন! বিজেপি-বিরোধী জোট প্রসঙ্গে তীব্র শ্লেষ মুকুলের গলায়]

বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ নিজের মতো করে সমস্ত বিতর্কের জবাব দিয়েছেন বারবার। বলেছেন, তাঁর অপসারণ নিয়ে তো প্রতিদিনই নতুন নতুন গল্প শোনা যায়। কেউ কেউ ওইসব গুজব ছড়াতে ভালোবাসে। ওসবে কান দেওয়ার সময় কোথায়! সামনেই বিরাট লড়়াই। এবার দিলীপবাবুর পাশে দাঁড়িয়ে বিজেপি দলীয়ভাবে স্পষ্ট করে দিল, অন্তত ডিসেম্বর পর্যন্ত দিলীপ ঘোষই বিজেপির সভাপতি রাজ্য থাকছেন।

অর্থাৎ আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তিনিই রাজ্য বিজেপি নেতা-কর্মীদের প্রধান সেনাপতি। তাঁর নির্দেশেই দল চলবে রাজ্যে। এমনকী আগামী বিধানসভা নির্বাচন পর্যন্ত দিলীপ ঘোষই যে বিজেপির রাজ্য সভাপতি থাকছেন, তা নিশ্চিত করেছেন বিজেপির কেন্দ্রীয় নেতা রাজ্যের পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয়।

পুরুলিয়ার সভা থেকে তিনি জানান, রাজ্যে দিলীপ ঘোষের নেতৃত্বেই পঞ্চায়েত ভোট লড়বে বিজেপি। এমনকী লোকসভা ও বিধানসভা ভোটও হবে দিলীপ ঘোষের নেতৃত্বেই। মোট কথা রাজ্য সভাপতি পদ থেকে দিলীপ ঘোষের অপসারণের যে জল্পনা চলছে, তা নেহাতই গুজব। তিনি এই জল্পনা উড়িয়ে বলেছেন দিলীপ ঘোষই বিজেপি রাজ্য সভাপতি থাকছেন। তাঁকে নিয়ে কোনও দ্বিমত নেই।

[আরও পড়ুন: মুকুলকে ঝটকা দিয়ে বিজেপি ছাড়লেন প্রাক্তন তৃণমূল বিধায়ক, ঘরে ফিরেই বিস্ফোরক তোপ][আরও পড়ুন: মুকুলকে ঝটকা দিয়ে বিজেপি ছাড়লেন প্রাক্তন তৃণমূল বিধায়ক, ঘরে ফিরেই বিস্ফোরক তোপ]

উল্লেখ্য, আগামী ডিসেম্বরে দিলীপ ঘোষের রাজ্য সভাপতির মেয়াদ শেষ হচ্ছে। দলের কোর কমিটির বৈঠকেও সিদ্ধান্ত হয়েছে, দিলীপ ঘোষকে মেয়াদের আগে কোনওভাবেই সরানো হবে না। ফলে পঞ্চায়েত ভোট তাঁর রাজ্য সভাপতি থাকাকালীনই হচ্ছে। পরবর্তী লোকসভা বা বিধানসভা নির্বাচনের সময় কে রাজ্য সভাপতি থাকবেন, সেটা পরবর্তী সময়ে বিবেচনা সাপেক্ষ্য।

কেননা তার মধ্যে বর্তমান রাজ্য সভাপতি হিসেবে প্রথমবারের মেয়াদ শেষ হয়ে যাবে দিলীপ ঘোষের। তারপরেই স্থির হবে ফের দিলীপ ঘোষ দ্বিতীয়বার রাজ্য সভাপতি হবেন, নাকি অন্য কেউ এই দায়িত্ব নেবেন। ফলে সেই সিদ্ধান্ত আপাতত স্থগিত রেখে পঞ্চায়েত ভোটকে পাখির চোখ করতে প্রস্তুত বিজেপি।

[আরও পড়ুন:বঙ্গবন্ধুর স্বপ্নপূরণের প্রথম ধাপ, উন্নয়নশীল শিরোপায় এগিয়ে চলার ডাক হাসিনার][আরও পড়ুন:বঙ্গবন্ধুর স্বপ্নপূরণের প্রথম ধাপ, উন্নয়নশীল শিরোপায় এগিয়ে চলার ডাক হাসিনার]

English summary
BJP's central leadership ends all speculation of Dilip Ghosh. Now the speculation arose to Dilip Ghosh on his term for the post of president
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X