ভোটের আগে বারবার অর্জুন-তড়িৎ সাক্ষাৎ! ব্যারাকপুর নিয়ে জল্পনা তুঙ্গে
ভোটের আগে বারবার ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং এবং এই কেন্দ্রের প্রাক্তন সিপিএম নেতা তড়িৎবরণ তোপদারের সাক্ষাৎ। তা নিয়েই জল্পনা তুঙ্গে। সূত্রের খবর অনুযায়ী বিষয়টি নিয়ে অর্জুন সাফাই দিলেও, প্রশ্ন করলেই রেগে যাচ্ছে তড়িৎ তোপদার।

তড়িৎ তোপদারকে নিয়ে জল্পনা
একজন সদ্য তৃণমূল থেকে বিজেপিতে গিয়ে ব্যারাকপুরে কেন্দ্রে প্রার্থী। অপর জন সেই কেন্দ্রের ১৯ বছরের সাংসদ। দুজনের মধ্যে মাঝে মধ্যে বৈঠক হচ্ছে বলে
সূত্রের খবর। তাহলে কি তড়িৎ অনুগামীদের সাহায্য চাইছেন অর্জুন, নাকি বিজেপির পথে পা বাড়াচ্ছেন তড়িৎ, সেই প্রশ্নও উঠছে। কেননা তাকে ব্যারাকপুরের
সিপিএম প্রার্থী গার্গী চট্টোপাধ্যায়ের প্রচারেও দেখা যাচ্ছে না।

অর্জুন তড়িৎ সাক্ষাৎ
প্রার্থীপদ ঘোষণার পরেই তড়িৎ তোপদারের বাড়িতে গিয়ে দেখা করেন অর্জুন সিং। অর্জুন-এর প্রশ্ন এলাকার ১৯ বছরের সাংসদের কাছে কি তিনি আশীর্বাদ নিতে যেতে
পারেন না। যদিও সূত্রের খবর অনুযায়ী নিজের জন্মদিনেও বর্ষীয়ান এই সিপিএম নেতার সঙ্গে দেখা করেছিলেন অর্জুন। তাছাড়াও মাঝে মধ্যেই দুই নেতার সাক্ষাৎ
হচ্ছে।
তবে অপর একটি ছবি নিয়েও জল্পনা শুরু হয়েছে। সেই ছবিতে দেখা যাচ্ছে দমদমের বিজেপি প্রার্থী শমীক ভট্টাচার্যের সঙ্গে আলোচনা করছেন তড়িৎ তোপদার।

মেজাজ হারাচ্ছেন তড়িৎ
সাক্ষাতের বিষয় নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে মেজাজ হারাতে দেখা গিয়েছে তড়িৎ তোপদারকে। নিজের অবস্থান সম্পর্কে তড়িৎ তোপদার সংবাদ মাধ্যমকে
বলেছেন, তিনি অটলবিহারী বাজপেয়ীর বাড়িতে যেতেন কোনও অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই। বাজপেয়ী যাঁকে প্রভাবিত করতে পারেনি, তাঁকে প্রভাবিত করবেন অর্জুন,
প্রশ্ন তুলেছেন তড়িৎ তোপদার।
[আরও পড়ুন: আরএসএসকে টেনে আনছেন মমতা! অধীর গড়ে কারণ জানালেন দিলীপ ঘোষ]

তৃণমূলের আক্রমণ
যদিও বিষয়টিকে ছাড়তে নারাজ তৃণমূল। বিজেপি ও সিপিএমকে একযোগে আক্রমণ করেছে তৃণমূল। জেলা তৃণমূল সভাপতি তথা রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয়
মল্লিক বলেছেন, এসব করে কিছু লাভ হবে না। তাঁর দাবি ব্যারাকপুর থেকে জিতবেন দীনেশ ত্রিবেদীই।
[আরও পড়ুন: বাংলার জন্য বিশেষ পর্যবেক্ষক নিয়োগ! বৃহস্পতিবার থেকে শুরু করবেন কাজ]
[আরও পড়ুন:পশ্চিমবঙ্গ লোকসভা নির্বাচন ২০১৯-এর সব রকমের আপডেট পেতে ক্লিক করুন এই লিঙ্কে]