অনুব্রতর গড়ই টার্গেট, বিশ্বভারতী-রাজ্য সংঘাত চরমে, জানুয়ারিতেই বোলপুর যাবেন নাড্ডা
নতুন বছরে নতুন যোশে বাংলায় প্রচারে ঝাঁপাচ্ছে বিজেপি। ৯ জানুয়ারি ফের রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এবার ৯ থেকে ১০ রাজ্যে থাকবেন তিনি। করোনা কাটিয়ে ফের পরোদমে একুশের ভোটের প্রচারে নামছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এবার তাঁর টার্গেট বোলপুর। অমিত শাহ বোলপুরে রোড শো করার পরেরই বিশ্বভারতীয় সঙ্গে চরম সংঘাত শুরু হয়েছে রাজ্য সরকারের। পাঁচিল তোলা নিয়ে চলছে চরম সংঘাত। তারমধ্যেই বিজেপির রাজ্য সভাপতি বোলপুর সফর অত্যন্ত তাৎপর্য পূর্ণ হতে চলেছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

টার্গেট বোলপুর
এবার রাজ্য সফরে এসে বোলপুরে যাওয়ার কথা রয়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। অমিত শাহ রাজ্য সফরে এসে বোলপুরে শান্তিনিকেতনে গিয়েছিলেন। তারপরে বোলপুর শহরে একটি রোড শোও করেছিেলন। অনুব্রতর গড়ে বিজেপির শক্তি প্রদর্শন করাই ছিল মূল লক্ষ্য। এবার সেই একই লক্ষ্যে বোলপুরে যেতে চলেছে জেপি নাড্ডা। ইতিমধ্যেই বোলপুরে অনেকটাই বদলে গিয়েছে রাজনৈতিক পরিস্থিতি। অমিতের পাল্টা পদযাত্রা করেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বিশ্বভারতী-রাজ্য সংঘাত
অমিত শাহের বিশ্বভারতী সফরের পরেই রাজ্যের সঙ্গে বিশ্বভারতী কর্তৃপক্ষের সংঘাত চরমে উঠেছে। বোলপুর সফরে গিয়েই বিশ্বভারতীকে দেওয়া পূর্ত দফতরের রাস্তা ফেরত নিয়েছেন মমতা। বিশ্বভারতীর উপাচার্যকে বিজেপির লোক বলে প্রকাশ্যেই আক্রমণ শানিয়েছিলেন তিনি। তারপরেই বিশ্বভারতী কর্তৃপক্ষ আশ্রম প্রাঙ্গনের একাধিক রাস্তা বন্ধ করতে শুরু করেন। এমনকী রাস্তায় পাঁচিল তুলতে শুরু করেন। শেষে জেলা পুলিস সুপার ও জেলা শাসকের হস্তক্ষেপে পাঁচিল তোলা বন্ধ করে দেওয়া হয়।

বিশ্বভারতী-রাজ্য সংঘাত
অমিত শাহের বিশ্বভারতী সফরের পরেই রাজ্যের সঙ্গে বিশ্বভারতী কর্তৃপক্ষের সংঘাত চরমে উঠেছে। বোলপুর সফরে গিয়েই বিশ্বভারতীকে দেওয়া পূর্ত দফতরের রাস্তা ফেরত নিয়েছেন মমতা। বিশ্বভারতীর উপাচার্যকে বিজেপির লোক বলে প্রকাশ্যেই আক্রমণ শানিয়েছিলেন তিনি। তারপরেই বিশ্বভারতী কর্তৃপক্ষ আশ্রম প্রাঙ্গনের একাধিক রাস্তা বন্ধ করতে শুরু করেন। এমনকী রাস্তায় পাঁচিল তুলতে শুরু করেন। শেষে জেলা পুলিস সুপার ও জেলা শাসকের হস্তক্ষেপে পাঁচিল তোলা বন্ধ করে দেওয়া হয়।

নাড্ডার আগে বাড়তি সিআরপিএফ
জেপি নাড্ডা আসার আগেই রাজ্যে ২ কোম্পানি বাড়তি সিআরপিএফ পাঠানো হয়েছে। গতবার রাজ্য সফরে এসে আক্রান্ত হয়েছিলেন জেপি নাড্ডা। ডায়মন্ড হারবারে জেপি নাড্ডার কনভয়ে হামলা চালানো হয়েছিল। তারপরেই নড়েচড়ে বসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। তাই দ্বিতীয়বার নাড্ডা রাজ্য সফরে আসার আগেই বাড়তি সিআরপিএফ পাঠানো হয়েছে তারা রাজ্যে ভিভিআইপিদের নিরাপত্তা দেবেন বলে জানা গিয়েছে।