For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজ্য সফরে অমিত শাহের সভা পুরুলিয়ায়! আদৌ কি যাবেন মৃত কর্মীদের বাড়ি, জেনে নিন বিস্তারিত

দুদিনের রাজ্য সফরে এসে পুরুলিয়া যাবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। রাজ্য বিজেপি সূত্রে এমনটাই জানা গিয়েছে। ২৭ জুন রাজ্যে আসছেন অমিত শাহ। ২৮ জুন তিনি বীরভূমেও যাবেন বলে জানা গিয়েছে।

  • |
Google Oneindia Bengali News

দুদিনের রাজ্য সফরে এসে পুরুলিয়া যাবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। রাজ্য বিজেপি সূত্রে এমনটাই জানা গিয়েছে। ২৭ জুন রাজ্যে আসছেন অমিত শাহ। ২৮ জুন তিনি বীরভূমেও যাবেন বলে জানা গিয়েছে।

রাজ্য সফরে অমিত শাহের সভা পুরুলিয়ায়! আদৌ কি যাবেন মৃত কর্মীদের বাড়ি, জেনে নিন বিস্তারিত

২৭ ও ২৮ জুন রাজ্য সফর করবেন অমিত শাহ। সেই সময় তিনি পুরুলিয়া সফর করবেন। বলা ভাল পুরুলিয়া শহরে সভা করবেন। কিন্তু পুলিশের তরফে আপত্তি ওঠায় মৃতকর্মীদের বাড়ি, এমন কী বলরামপুরেও যেতে পারছেন না বলে জানা গিয়েছে।

পঞ্চায়েত ভোটের আগে খুন হয়েছিলেন এক বিজেপি কর্মী। ভোটের পরবর্তী পর্যায়ে বলরামপুরে অস্বাভাবিক মৃত্যু হয়েছিল দুই বিজেপি কর্মীর। বিজেপির তরফে কেউ কেউ বলেছিলেন, রাজ্য সফরে এসে সেখানে যাবেন সভাপতি অমিত শাহ। তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় অমিত শাহের পুরুলিয়া সফর নিয়ে কটাক্ষ করেছিলেন। যদিও সূত্রের খবর অনুযায়ী, পুলিশের তরফেই অমিত শাহের বলরামপুর সফর নিয়ে আপত্তি তোলা হয়েছে।

তিন বিজেপি কর্মীর মৃত্যু নিয়ে ইতিমধ্যেই তোলপাড় রাজ্য রাজনীতি। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ইতিমধ্যেই মৃত বিজেপি কর্মীদের বাড়ি ঘুরে এসেছেন। দলের রাজ্য পর্যায়ের গুরুত্বপূর্ণ নেতা সুব্রত চট্টোপাধ্যায় সম্প্রতি দুলাল ও ত্রিলোচনের বাড়ি গিয়ে পরিবার দুটির হাতে অর্থ সাহায্য তুলে দিয়েছেন। সূত্রের খবর অনুযায়ী, বিজেপির সর্বভারতীয় সভাপতির সফরের আগেই ২৬ জুন কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় পুরুলিয়ায় মৃত কর্মীদের বাড়ি যাচ্ছেন।

২৭ জুন কলকাতায় একাধিক বৈঠক করার কথা রয়েছে অমিত শাহের। পরের দিন ভোরে হেলিকপ্টারে তিনি প্রথমে বীরভূম যাবেন বলে জানা গিয়েছে। তারাপীঠে পুজো দিয়ে এক কর্মীর বাড়িতে ভোজন সারবেন তিনি। জন সংযোগের অঙ্গ হিসেবে এই কাজ করা ছাড়াও সাংগঠনিক বৈঠকও করার কথা রয়েছে তাঁর।

English summary
BJP President Amit Shah will will attend a meeting in Purulia town, says sources in BJP
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X