For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজ্য সফরে অমিত শাহের সঙ্গে বৈঠক! রয়েছে চমকে দেওয়া সব নাম

বৃহস্পতিবার দুদিনের রাজ্য সফরে এসে একাধিক বৈঠক করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। জিডি বিড়লা সভাঘরে বিদ্বজনদের সঙ্গে কথা বলার পাশাপাশি আলাদা করে কথা হতে পারে বেশ কয়েকজন বিশিষ্ট নাগরিকদের সঙ্গে

  • |
Google Oneindia Bengali News

বৃহস্পতিবার দুদিনের রাজ্য সফরে এসে একাধিক বৈঠক করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। জিডি বিড়লা সভাঘরে বিদ্বজনদের সঙ্গে কথা বলার পাশাপাশি আলাদা করে কথা হতে পারে বেশ কয়েকজন বিশিষ্ট নাগরিকদের সঙ্গে। সেই তালিকায় রয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি থেকে অবসরপ্রাপ্ত আইপিএস।

রাজ্য সফরে অমিত শাহের সঙ্গে বৈঠক! রয়েছে চমকে দেওয়া সব নাম

নিজের মতো করে পশ্চিমবঙ্গে জনসম্পর্ক অভিযান অমিত শাহের। সেই তালিকায় রয়েছে চমকে দেওয়ার মতো বেশ কিছু নাম। রাজ্য বিজেপি সূত্রে জানা গিয়েছে, সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায়, আইনজীবী অরুণাভ ঘোষ, প্রাক্তন আইপিএস নজরুল ইসলামও রয়েছেন এই তালিকায়। এছাড়াও বালিগঞ্জ এলাকায় থাকা এক অবাঙালি শিল্পপতিও এই তালিকায় রয়েছেন। যিনি বাম আমলে যেমন সরকারের ঘনিষ্ঠ ছিলেন, ঠিক তেমনই তৃণমূল আমলেও সরকার ঘনিষ্ঠ। এছাড়াও তালিকায় বেশ কয়েকজন প্রাক্তন আইএএস এবং আইপিএস-ও রয়েছেন বলে জানা গিয়েছে।

তবে অরুণাভ ঘোষ ইতিমধ্যেই তার অনুপস্থিতির কথা জানিয়ে দিয়েছেন। বিজেপি সূত্রে খবর, অশোক গঙ্গোপাধ্যায় কিংবা নজরুল ইসলামের তরফে তেমন কিছু জানানো হয়নি। তবে এই বৈঠক নিয়ে শেষ মুহুর্ত পর্যন্ত অপেক্ষার কথাও বলছেন কেউ কেউ।

সূত্রের খবর, রবীন্দ্র সদনের কাছে পোর্ট ট্রাস্টের গেস্ট হাউসকে বুদ্ধিজীবীদের সঙ্গে আলাদা করে বৈঠকের জন্য বাছা হয়েছে। তবে কারও অসুবিধা থাকলে শেষ মুহুর্তে অন্য কোনও জায়গাতেও বৈঠক হতে পারে। কেননা বিজেপি সূত্রের দাবি, আলাদা করে কথা বলতে চেয়েছেন বেশ কয়েকজন বুদ্ধিজীবী। সেক্ষেত্রে অমিত শাহ যদি সময় না দিতে পারেন, তাহলে সেক্ষেত্রে ফোনেও কথা হতে পারে পারে বলে জানা গিয়েছে।

English summary
BJP President Amit Shah will meet intellectuals of Bengal in his visit to Kolkata
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X