For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিলীপের টার্গেট-২২ তত্ত্ব খারিজ, বঙ্গ-বিজেপির কাছ থেকে নতুন ‘আশা’ খুঁজলেন অমিত

দিলীপ ঘোষের টার্গেট-২২ তত্ত্ব খারিজ করে দিলেন অমিত শাহ। মিশন ২০১৯-এ বঙ্গ বিজেপির জন্য নতুন টার্গেট ফিক্সড করে দিলেন তিনি।

Google Oneindia Bengali News

দিলীপ ঘোষের টার্গেট-২২ তত্ত্ব খারিজ করে দিলেন অমিত শাহ। মিশন ২০১৯-এ বঙ্গ বিজেপির জন্য নতুন টার্গেট ফিক্সড করে দিলেন তিনি। বাংলার বিজেপি নেতৃত্বকে তিনি স্পষ্ট বার্তা দিলেন, ২২টিকে টার্গেট করে এগোলে কিছু হবে না। টার্গেট করতে হবে ১০০ শতাংশ আসনকেই। কারণ বাংলা থেকে এবার ৫০ শতাংশ আসন চাই-ই চাই।

দিলীপের টার্গেট-২২ তত্ত্ব খারিজে নতুন ‘আশা’ খুঁজলেন অমিত

২০১৯-এর লোকসভা নির্বাচনের জন্য টার্গেট ফিক্সড করতেই মূলত তাঁর বঙ্গ সফর। বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ সেই সফরে পা রেখেই বাংলা বিজেপিকে বার্তা দিলেন কোন পথে এগোতে হবে তাঁদের। তিনি জানিয়ে দিয়েছেন, রাজ্য থেকে পঞ্চাশ শতাংশ আসন চাই। এ বিষয়ে কোনও অজুহাত তিনি মানবেন না।

আর শুধু টার্গেট ফিক্সড করেই বসে থাকবে না কেন্দ্রীয় নেতৃত্ব। অর্ধেক আসন পাওয়ার জন্য যে পরিকাঠামো দরকার, তা দেওয়া হবে বাংলা নেতৃত্বকে। কিন্তু একটাই শর্ত- ফল চাই। বঙ্গ বিজেপি রাজ্যের ৪২টি আসনের মধ্যে ২২টিতে টার্গেট করেছিল। রাজ্য সভাপতি দিলীপ ঘোষের পাঠানো রিপোর্ট তা উল্লেখ ছিল। তা খতিয়ে দেখেই সর্বভারতীয় সভাপতি অমিত শাহ নতুন টার্গেট দিয়ে গেলেন।

দিলীপ ঘোষের স্থির করা রিপোর্টে তিনি খুশি নন, তা স্পষ্ট করেই জানিয়ে দিয়েছেন অমিত শাহ। কারণ তিনি বলেন, ২২টি আসনকে টার্গেট করে এগোলে হবে না। টার্গেট করতে হবে ৪২টি আসনকেই। তাহলে অর্ধেক আসন হাসিল করা যেতে পারে। সে জন্য বাংলাকে তিন ভাগে ভাগ করে লড়াই চালাতে পরামর্শ দিলেন সভাপতি।

এবার বিজেপি উত্তর-পূর্ব ভারতকে টার্গেট করেছে আসন্ন লোকসভা নির্বাচনে দিল্লির কুর্সি টিকিয়ে রাখার জন্য। কেননা গতবার যে সমস্ত রাজ্য থেকে বিশাল ব্যবধান গড়েছিল বিজেপি, সেইসব রাজ্যে বিজেপি হাল খারাপ। সেখান থেকে পূর্বের মতো সাফল্য পাওয়া কঠিন। তাই বাংলা-বিহার-অসমের মতো রাজ্য থেকে বেশি আসন জিততে চাইছেন অমিত শাহ।

আর সেই লক্ষ্যেই এবার বিজেপির সর্বভারতীয় সভাপতি বাংলা সফরে এসেছেন। এই দুদিন তাঁর ঠাসা কর্মসূচি। এদিন বাংলায় পা দিয়েই তিনি বিজেপির নির্বাচন কমিটির মিটিং-এ বসেন। সেই মিটিংয়ে প্রয়োজনীয় নির্দেশ দেন। কিন্তু এই মিটিং অসম্পূর্ণ রেখেই তাঁকে নির্ধারিত কর্মসূচি মেনে হাওড়া শরৎ সদনে আসলে হয় সোশাল মিডিয়া সেলের কর্মীদের সঙ্গে বৈঠকের জন্য। এরপর তিনি বুদ্ধিজীবীদের নিয়ে একটি বৈঠক করবেন।

বিজেপি সভাপতি দলকে নির্দেশ দিয়েছেন, পঞ্চায়েত নির্বাচন নিয়ে সমস্ত রিপোর্ট প্রস্তুত করে রাখতে। এদিনই রাত সাড়ে ন-টায় তিনি ফের বৈঠক করবেন নির্বাচন কমিটর সঙ্গে। সেখানে পঞ্চায়েত নির্বাচনে সন্ত্রাস ও অন্যান্য সমস্যা নিয়ে প্রয়োজনীয় নির্দেশ দেবেন। মোট কথা, কথায় ও কাজে বঙ্গের বিজেপি নেতাদের কতটা মিল রয়েছে, তা খতিয়ে দেখার পাশাপাশি বাংলায় বিজেপির জল মাপার কাজ শুরু করে দিলেন অমিত শাহ।

[আরও পড়ুন:কলকাতায় রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠক! লোকসভা নির্বাচনের টার্গেট বেধে দিলেন অমিত শাহ][আরও পড়ুন:কলকাতায় রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠক! লোকসভা নির্বাচনের টার্গেট বেধে দিলেন অমিত শাহ]

English summary
BJP President Amit Shah rejects the report of Dilip Ghosh. He fixes the target of Bengal-BJP for Loksabha Election 2019.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X