For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লক্ষ্য ১০০ শতাংশ, বুথ কমিটিই নেই! দিলীপ-মুকুলদের তিন মাস সময় দিলেন অমিত

ত্রিপুরার পর বাংলাকে টার্গেট করেছে বিজেপি। অথচ সেই বাংলার নেতৃত্ব কেন এখনও সেভাবে তৈরি নয়, কৈফিয়ৎ চাইলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।

  • |
Google Oneindia Bengali News

ত্রিপুরার পর বাংলাকে টার্গেট করেছে বিজেপি। অথচ সেই বাংলার নেতৃত্ব কেন এখনও সেভাবে তৈরি নয়, কৈফিয়ৎ চাইলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। তিনি স্পষ্ট করে দিয়েছেন, কোনও অজুহাত শুনবেন না, তিনি ফল চান। সেজন্য তিন মাসের মধ্যে বাকি ৩৫ শতাংশ বুথে কমিটি গঠন করতে হবে।

লক্ষ্য ১০০ শতাংশ, বুথ কমিটিই নেই! দিলীপ-মুকুলদের তিন মাস সময় দিলেন অমিত

পঞ্চায়েত নির্বাচনে ফলাফল বিশ্লেষণের পাশাপাশি এদিন লোকসভা নির্বাচনের প্রস্তুতি নিয়ে এদিন বৈঠক করেন অমিত শাহ। এই বৈঠকে বঙ্গ বিজেপির প্রায় পুরো শীর্ষ নেতৃত্ব উপস্থিত ছিল। দিলীপ ঘোষ, মুকুল রায়, রাহুল সিনহা, বাবুল সুপ্রিয় রূপা গঙ্গোপাধ্যায়, সায়ন্তন বসু-সহ প্রায় সবাই-ই ছিলেন।

[আরও পড়ুন: মমতার বাংলাই মূল টার্গেট বিজেপির, প্রচারের মুখ মোদীও আসবেন সফরে, বার্তা অমিতের][আরও পড়ুন: মমতার বাংলাই মূল টার্গেট বিজেপির, প্রচারের মুখ মোদীও আসবেন সফরে, বার্তা অমিতের]

সবার কাছেই অমিত শাহ জানতে চান, জেলা ও বুথ স্তরে রাজ্য নেতৃত্ব কেমন কাজ করছে। এই বৈঠকেই উঠে আসে রাজ্যের ৩৫ শতাংশ বুথে এখনও কমিটি গঠন করতে পারেনি বিজেপি। এই বিষয়েই কৈফিয়ৎ চান অমিত শাহ। জানতে চান কেন বুথ কমিটি গঠন করা গেল না। তিনি জানিয়ে দেন, আর দেরি করা চলবে না। তিন মাসের মধ্যে রাজ্যের ৩৫ শতাংশ বুথে কমিটি গঠন করতে হবে।

তিনি গতবার রাজ্য এসে ৩৬টি সাংগঠনিক জেলায় বিস্তারক নিয়োগের নির্দেশ দিয়ে গিয়েছিলেন। সেই কাজ বর্তমানে কোন জায়গায় আছে তাও জানতে চান অমিত শাহ। তিনি বলেন সংখ্যালঘু অধ্যুষিত জেলা গুলিতে বেশি জোর দিতে হবে। তিনি দেখবেন আগামী তিন মাসের কতদূর এগোতে পারল নেতৃত্ব। তিনি এই সংক্রান্ত রিপোর্ট দিল্লিতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

[আরও পড়ুন: তৃণমূলের সঙ্গে জোটের পথে আরও এক ধাপ এগোল কংগ্রেস, ২০১৯-এর লক্ষ্যে রাহুল][আরও পড়ুন: তৃণমূলের সঙ্গে জোটের পথে আরও এক ধাপ এগোল কংগ্রেস, ২০১৯-এর লক্ষ্যে রাহুল]

সেইসঙ্গে জানিয়েছেন প্রয়োজনে তিনি আবার আসবেন। আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিমবাংলা বিজেপির টার্গেট, তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একাধিকবার আসবেন। কেননা তিনিই বিজেপির প্রধান মুখ।

English summary
BJP President Amit Shah orders to Bengal leadership to build booth committee within three months. Amit shah informs that West Bengal is the main target of BJP
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X