For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতার বাংলাই মূল টার্গেট বিজেপির, প্রচারের মুখ মোদীও আসবেন সফরে, বার্তা অমিতের

মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা এবার বিজেপির মোক্ষম টার্গেট। বাংলা-সহ উত্তর-পূর্ব ভারত থেকে আসন জিতেই ঘাটতি পূরণ করতে চায় বিজেপি। তাই রাজ্যে একাধিকবার প্রচারে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

  • |
Google Oneindia Bengali News

মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা এবার বিজেপির মোক্ষম টার্গেট। বাংলা-সহ উত্তর-পূর্ব ভারত থেকে আসন জিতেই ঘাটতি পূরণ করতে চায় বিজেপি। বাংলা সফরে এসে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ তা স্পষ্ট করে দিয়েছেন। তিনি জানিয়েছেন লোকসভা ভোটের আগে একাধিকবার প্রচারে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

মমতার বাংলাই মূল টার্গেট বিজেপির, প্রচারের মুখ মোদীও আসবেন সফরে, বার্তা অমিতের

প্রধানমন্ত্রী সারা দেশেই বিজেপির মুখ। এবার বাংলায় তাঁকে প্রচারের জন্য আনা হবে। একাধিকবার তিনি আসবেন, প্রচার করবেন। তা নিছক নিয়ম রক্ষার্থে নয়, তিনি আসবেন আসন দখলের উদ্দেশ্য নিয়েই। এদিন বঙ্গ বিজেপির নির্বাচন কমিটির সঙ্গে বৈঠকে তা একপ্রকার স্পষ্ট করে দিয়েছেন। তাঁর কথাই পরিষ্কার এবার বাংলাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে কেন্দ্রীয় বিজেপি।
এখানে উল্লেখ্য ২০১৪ সালেও বাংলায় ব্র্যান্ড মোদীকে ব্যবহার করেছিল বিজেপি। তিনিই ছিলেন বিজেপির মুখষ প্রবল মোদী হাওয়ার সময় রাজ্যে প্রচারে এসেও কিন্তু আশানুরূপ ফল করতে পারেনি বিজেপি। এবার তাহলে আলাদা করে দেখা হচ্ছে কেন? তার কারণ অবশ্যই পঞ্চায়েতে জঙ্গলমহলে বিজেপির সাফল্য।

মমতার বাংলাই মূল টার্গেট বিজেপির, প্রচারের মুখ মোদীও আসবেন সফরে, বার্তা অমিতের

২০১৪ সালে মাত্র দুটি আসন জিতলেও, এবার তাদের লক্ষ্য আরও বড়। লোসকভা নির্বাচনে বাংলায় ভালো ফল করতে মুখিয়ে আছে বিজেপি। সেই কারণেই রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কাছে বাংলা বিজেপির লক্ষ্য জানতে চেয়েছিলেন অমিত শাহ। সেইমতো রিপোর্টও পাঠিয়েছিলেন দিলীপ ঘোষ। বাংলার ২২টি আসনকে টার্গেট করা হয়েছিল। কোন ২২ আসন তা স্পষ্ট করে দিয়েছিলেন রাজ্য সভাপতি।

এদিন অবশ্য দিলীপ ঘোষের টার্গেট-২২ তত্ত্ব খারিজ করে দিয়ে মিশন ২০১৯-এ বঙ্গ বিজেপির জন্য নতুন টার্গেট ফিক্সড করে দিলেন অমিত শাহ। বাংলার বিজেপি নেতৃত্বকে তিনি স্পষ্ট বার্তা দিলেন, ২২টিকে টার্গেট করে এগোলে কিছু হবে না। টার্গেট করতে হবে ১০০ শতাংশ আসনকেই। কারণ বাংলা থেকে এবার ৫০ শতাংশ আসন চাই-ই চাই।

English summary
BJP President Amit Shah informs Narendra Modi also will come in Bengal. Because Bengal is the main target of BJP,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X