অবিলম্বে ক্ষমা চাইতে হবে অমিত শাহকে, নাহলে আইনি পথে যাবে, জানিয়ে দিল তৃণমূল
বাংলায় সভা করতে এসে এরাজ্যের মানুষকে অপমান করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে নানা তির্যক আক্রমণ করেছেন। এজন্য অমিত শাহকে ৪৮ ঘণ্টার মধ্যে ক্ষমা চাইতে হবে। তা নাহলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এদিন সাংবাদিক সম্মেলন করে দলের হয়ে ক্ষোভ উগরে দিলেন তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন। তিনি বলেছেন, আজকে অমিত শাহ ফ্লপ শো করে গিয়েছেন। বাংলার অবমাননা করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। উনি বাংলার সভ্যতা, রুচি, সংষ্কৃতিকে অপমান করেছেন। মিথ্যা কথা বলেছেন।
ডেরেক বলেছেন, সভ্যতা, সম্মানের একটা সীমা থাকে। আপনি দুর্নীতি, দাঙ্গার ডাকাত। কোথায় কি করে এসেছেন তা বাংলায় চলবে না। নিজের ট্র্যাক রেকর্ড দেখুন। ক্ষমা না চাইলে আইনের রাস্তায় নিয়ে যাব।
মেয়ো রোডে ছোট একটা মিটিং করে গিয়েছেন অমিত শাহ। আমরা একঘণ্টা সভা করলে এর দশগুণ লোক হয়। তাই সময় দিচ্ছি। সরাসরি ক্ষমা চান। না হলে আমরা ছেড়ে কথা বলব না।
ডেরেকের কথায়, তৃণমূল শুধু বাংলা নয়, দেশবাসীর স্বার্থের কথা ভাবছে। বিজেপি মিথ্যার আশ্রয় নিয়ে সমাজের পিছিয়ে পড়া মানুষদের উতখাত করতে চাইছে। তৃণমূল সেটা হতে দেবে না। বাংলায় এসব চলবে না। এদিন বাংলায় সভা করে মিথ্যা কথা বলে সীমা লঙ্ঘন করেছেন অমিত শাহ। তাই ক্ষমা না চাইলে তৃণমূল ছেড়ে কথা বলবে না। স্পষ্ট হুঁশিয়ারি ডেরেকের।