For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কলকাতায় রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠক! লোকসভা নির্বাচনের টার্গেট বেধে দিলেন অমিত শাহ

২০১৯-এর লোকসভা নির্বাচনের জন্য টার্গেট বেধে দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। রাজ্য থেকে পঞ্চাশ শতাংশ আসন চাই। রাজ্য নেতাদের সঙ্গে বৈঠকে জানিয়ে দিয়েছেন তিনি।

  • |
Google Oneindia Bengali News

২০১৯-এর লোকসভা নির্বাচনের জন্য টার্গেট বেধে দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। রাজ্য থেকে পঞ্চাশ শতাংশ আসন চাই। রাজ্য নেতাদের সঙ্গে বৈঠকে জানিয়ে দিয়েছেন তিনি। এবিষয়ে কোনও অজুহাত মানা হবে না বলেও জানিয়ে দিয়েছেন তিনি। এর জন্য যে পরিকাঠামো দরকার, তা দেওয়া হবে বলেও জানিয়েছেন অমিত শাহ।

কলকাতায় রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠক! লোকসভা নির্বাচনের টার্গেট বেধে দিলেন অমিত শাহ

২০১৯-এর লোকসভা নির্বাচনের জন্য ঝাঁপিয়ে পড়ুন। একইসঙ্গে জনসংযোগ বাড়ানোরও নির্দেশ দেন অমিত শাহ। রাজ্যকে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ এবং রাঢ় বাংলা, এই তিনভাগে ভাগ করে দলীয় নেতাদের এগনোর নির্দেশ দেন। গ্রাম কেন্দ্রিক আন্দোলনের নির্দেশ দিয়েছেন তিনি।

বৈঠকে অমিত শাহ বলেন, নির্বাচনে লড়াই করতে যে ধরনের পরিকাঠামোর দরকার সব ধরনের সাহায্য করা হবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তরফে। একইসঙ্গে তিনি জানান, তৃণমূলের সঙ্গে কোনও রকমের আপোস করা হবে না। এবিষয়ে কোনও কোনও মহল থেকে যে প্রচার করা হচ্ছে তা ভিত্তিহীন বলে উড়িয়ে দেন তিনি।

রাজ্য নেতাদের দেওয়া নির্দেশে অমিত শাহ বলেন, রাজ্যে ১০০ শতাংশ আসন ধরে নিয়ে নির্বাচনে এগোতে হবে। তবেই রাজ্য থেকে ৫০ শতাংশ আসনে জিততে পারবে বিজেপি।

কলকাতায় রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠক! লোকসভা নির্বাচনের টার্গেট বেধে দিলেন অমিত শাহ

পঞ্চায়েত নির্বাচনে যেখানে বিজেপি মার খেছে, কেন মার খেয়েছে তার রিপোর্ট চেয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। অন্যদিকে, যেখানে বিজেপি ভোট করাতে পেরেছে, তা কেন করাতে পেরেছে, তাও জানতে চেয়েছেন তিনি। রাত সাড়ে নটার মধ্যে রাজ্য নেতৃত্বকে রিপোর্ট তৈরি করতে বলা হয়েছে। রাত সাড়ে নটায় তিনি আবার রাজ্যের নেতাদের নিয়ে বৈঠকে বসবেন বলে জানিয়েছেন।

বিমান দেরি করায় বেশ কিছুটা দেরিতেই দমদম বিমানবন্দরে নামেন অমিত শাহ। তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে হাজির ছিলেন, রাজ্যে প্রায় প্রথম সারির সব বিজেপি নেতাই। বিমানবন্দরে নেমেই অমিত শাহ সোজা চলে যান পোর্টট্রাস্টের গেস্ট হাউসে। সেখানে মধ্যাহ্নভোজনের পর রাজ্য নেতাদের নিয়ে বৈঠকে বসেন তিনি।

English summary
BJP President Amit Shah gives the target for Loksabha Seats from West Bengal.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X