For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপি উগ্রপন্থীদের দল, ধর্মের নামে বিভাজন করে, দলীয় বৈঠকে গর্জে উঠলেন মমতা

এদিন দলীয় বৈঠকে নেতাজি ইন্ডোরে ফের একবার বিজেপির বিরুদ্ধে বিষোদ্বগার করলেন বাংলার মুখ্যমন্ত্রী। বিজেপিকে তোপ দেগে মমতা বলেছেন, বিজেপি উগ্রপন্থীদের সংগঠন।

  • |
Google Oneindia Bengali News

রাজ্যে তথা কেন্দ্রে বিজেপিই তাঁদের একমাত্র প্রতিদ্বন্দ্বী। তা স্পষ্ট করে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ভোটগুলিতে গেরুয়া শিবিরের বিরুদ্ধেই মূল লড়াই হতে চলেছে তৃণমূলের। এহেন নরেন্দ্র মোদীর দলকে আক্রমণের নিশানায় অনেকদিনই রেখেছেন মমতা। এদিন দলীয় বৈঠকে নেতাজি ইন্ডোরে ফের একবার বিজেপির বিরুদ্ধে বিষোদ্বগার করলেন বাংলার মুখ্যমন্ত্রী।

বিজেপিকে তোপ দেগে মমতা বলেছেন, বিজেপি উগ্রপন্থীদের সংগঠন। গেরুয়া শিবির ধর্মের নামে বিভেদের রাজনীতি করছে বলেও তোপ দেগেছেন তিনি। তৃণমূল সুপ্রিমোর অভিযোগ, বিজেপি ইভিএমে কারচুপি করে ভোট শেয়ার বাড়িয়ে নিচ্ছে।

আগামী লোকসভা ভোটের দিকে তাকিয়েই সব দল প্রস্তুতি নিচ্ছে। এদিন দলের বর্ধিত কমিটির বৈঠকে কর্মীদের সেটাই মনে করিয়ে দেন নেত্রী। বিজেপি বিরোধিতাই মূলমন্ত্র হতে চলেছে, তা ফের একবার স্পষ্ট করে দিয়েছেন দলনেত্রী।

বিজেপি উগ্রপন্থীদের দল, ধর্মের নামে বিভাজন করে, দলীয় বৈঠকে গর্জে উঠলেন মমতা

তিনি বলেছেন, আমরা বিজেপির মতো জঙ্গি সংগঠন নই, ওরা অবাধ্য ও অসহিষ্ণু, ধর্মের নামে বিভেদ করে। ওরা মুসলমান, খ্রিস্টান, শিখদের পছন্দ করে না। এমনকী উচ্চবর্ণ ও নিম্নবর্ণের হিন্দুদের মধ্যেও বিভেদ করে।

বুধবার বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মন্তব্য করেছিলেন, তৃণমূলের পাল্টা এনকাউন্টার করবেন। শাসক দল মারলে, বিজেপিও পাল্টা মারের রাস্তায় হাঁটবে। এদিন সেই প্রেক্ষিতে মন্তব্য করে মমতা বলেন, দিল্লি ক্ষমতার বলে বিজেপি এখানে এনকাউন্টারের হুমকি দিচ্ছে। আমি বলছি, গায়ে হাত দিয়ে দেখাক, আমরা দেখাব কী করতে পারি।

মমতার অভিযোগ, তৃণমূলকে ঠেকাতে বিজেপি, সিপিএম, কংগ্রেস ও মাওবাদীরা একজোট হয়েছে। নানা ধরনের ঘটনা ঘটিয়ে তৃণমূলকে বদনাম করার চেষ্টা করছে।

English summary
BJP a militant organisation, divides people in the name of religion, alleges Mamata Banerjee
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X