For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলায় গণতন্ত্র নেই, রাজ্যভবনে অভিযোগ সুকান্ত- অগ্নিমিত্রার

বাংলায় গণতন্ত্র নেই, রাজ্যভবনে অভিযোগ সুকান্ত- অগ্নিমিত্রার

Google Oneindia Bengali News

সাত সকালে রাজ্যপালের দরবারে সুকান্ত মজুমদার। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং অগ্নিমিত্রা পল রাজভবনে গিয়ে অভিযোগ জানান। বাংলায় গণতন্ত্র নেই বলেই অভিযোগ করেছেন তিনি। রাজ্যপালের কাছে একটি স্মারক লিপি জমা দিয়েছেন তিনি।

 রাজ্যভবনে অভিযোগ সুকান্ত- অগ্নিমিত্রার

রাজ্যপালের সঙ্গে দেখা করেই সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন সুকান্ত মজুমদার। তিিন বলেছেন, 'আশঙ্কা নিয়েই রাজ্যপালের কাছে এসেছি। গতকাল থেকে শুরু হয়ে গিয়েছে। যেভাবে একের পর এক মন্ত্রী, তৃণমূলের নেতারা চুরি, গরুপাচার এবং চাকা রাখার দায়ে ধরা পড়ছেন, তাতে আগামী দিনে হয়ত আরও বাড়বে। গণতান্ত্রিক ভাবে তৃণমূল সম্পূর্ণ ব্যাকফুটে। বাংলার বাসে, ট্রামে চোর চোর শব্দ শোনা যাচ্ছে। এমন পরিস্থিতিতে হিংসাই একমাত্র আশ্রয় তৃণমূলের। গণতান্ত্রিক ভাবে লড়তে না পেরে, আদর্শের লড়াইয়ে পেরে উঠতে না পেরে, পুলিশকে সামনে রেখে এই কাজ করার চেষ্টা চালাচ্ছে।'

প্রসঙ্গত উল্লেখ্য ফালাকাটায় বিজেপি নেতার বাড়িতে তাণ্ডব চালানোর অভিযোগ উঠেছে। বাগনানেও এক বিজেপি নেতার উপর হামলা হয়েছে। একের পর এক রাজ্যে বিজেপি নেতাদের উপর হামলার ঘটনা বেড়ে চলেছে বলে অভিযোগ করেছেন তিনি। সেই আশঙ্কা নিয়েই তিিন রাজ্যপাল লা গণেশনের সঙ্গে সাক্ষা করছেন বলে জানিয়েছেন। গণতান্ত্রিক পদ্ধতিতে, আদর্শের লড়াইয়ে ব্যর্থ তৃণমূল। তাই পুলিশকে সামনে রেখে হিংসা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন সুকান্ত মজুমদার।

একের পর এক গ্রেফতারি। টিএমসি নেতাদের কীর্তি চমকে দিচ্ছে আম জনতাকেও। অনুব্রত মণ্ডলের গ্রেফতারি প্রতিবাদে ফুঁসে উঠেছেন মুখ্যমন্ত্রী নিজে। রাস্তায় নেমে দলীয় কর্মীদের প্রতিবাদে সামিল হওয়ার বার্তা দিয়েছেন তিনি। মঙ্গলবার খেলা হবে দিবসের ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন জেলায় জেলায় রাস্তায় নেমে বিক্ষোভ দেখাবে টিএমসি। দেশে কেন্দ্রীয় সংস্থাগুলি নিরপেক্ষতা হারিয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। তারই প্রতিবাদে আজ রাস্তায় নামছে টিএমসি।

রাজ্যপুলিশের সাহায্যে বিজেপি কর্মীদের উপরে আক্রমণ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। সরাসরি পুলিশের আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন তিিন। সুকান্ত মজুমদার অভিযোগ করেছেন ,'রাজ্যে যত গুণ্ডা-মস্তান আছে, তারা তৃণমূল কংগ্রেসের ছত্রচ্ছায়ায় প্রতিপালিত হয়। সবথেকে বড় গুণ্ডা তৃণমূলের পুলিশ। খেলতে আমাদের অসুবিধা নেই। কিন্তু, খেলা তো ইভেন্ট, প্লেয়িং গ্রাউন্ডে হওয়া প্রয়োজন। প্লেয়িং গ্রাউন্ড তৈরি করে দিন, বিজেপি ভাল খেলে দেবে, দারুণ ব্যাটিং করে দেবে। পুলিশকে সরিয়ে দিন, দেখি তৃণমূলের কত বড় খেলোয়াড় আছে।'

পঞ্চায়েত ভোেটর আগে অনুব্রত মণ্ডলের গ্রেফতারিতে বড় ধাক্কা খেয়েছে টিএমসি তাতে কোনো,সন্দেহ নেই। ১৪ অগাস্ট বেহালায় দাঁড়িয়ে অনুব্রত মণ্ডলের গ্রেফতারি নিয়ে কার্যত ফুঁসে উঠেছেন মমতা। রাস্তায় েনমে প্রতিবাদে সামিল হওয়ার বার্তা দিয়েছেন তিনি। খেলা হবে দিবস নিয়ে পাল্টা টিএমসিকে নিশানা করেছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ তিনি তীব্র নিশানা করে বলেছেন, খেলা তো শুরু হয়েই গেছে, ২টো গোল হয়েছে। এবার টিএমসি কোমায় চলে যাবে।

'ফার্স্ট স্ট্রোকে পার্থ, সেকেন্ড স্ট্রোকে কেষ্ট, থার্ড স্ট্রোকে তৃণমূল কোমায় যাবে', খেলা হবে দিবস নিয়ে কটাক্ষ 'ফার্স্ট স্ট্রোকে পার্থ, সেকেন্ড স্ট্রোকে কেষ্ট, থার্ড স্ট্রোকে তৃণমূল কোমায় যাবে', খেলা হবে দিবস নিয়ে কটাক্ষ

English summary
BJP state Chief Sukanta Majumder meet governor
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X