শিয়রে শমন বিজেপি! আল্লানাম ছেড়ে দুর্গানাম জপছেন মমতা, অনুদান-খোঁটা রাহুলের
বিজেপি ভীতি তাড়া করে বেড়াচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি ক্ষমতা হারানোর ভয় পেতে শুরু করেছেন। তাই বিজেপির ভয়ে এখন থেকেই দুর্গা নাম জপ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি বর্তমানে কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা বললেন, মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছেন, এটাই আমাদের সাফল্য।

বিজেপি নেতা বলেন, মুখ্যমন্ত্রী পুজো কমিটিগুলোকে ২৮ কোটি টাকা অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছেন। রাজ্যের সমস্ত পুজো কমিটিকে অনুদান দিয়ে বেঁধে রাখা হচ্ছে। এটা হচ্ছে বিজেপির ভয়েই। মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা পুলিশের অনুষ্ঠানে পুজো কমিটিগুলোকে অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। তার প্রতিক্রিয়ায় মুখ্যমন্ত্রীকে একহাত নিলেন রাহুল সিনহা।
তাঁর কথায়, বিজেপি মুখ্যমন্ত্রীর মনে এমন ভীতির সঞ্চার করেছে যে, এখন আল্লা নাম ছেড়ে রাম নাম আর দুর্গা নাম জপছেন। তিনি বলেন, মুখ্যমন্ত্রী কমিটিগুলোকে ওই টাকা দিচ্ছেন নিজের পাপে প্রলেপ দেওয়ার জন্য। কিন্তু এই টাকা আসছে কোথা থেকে? হয় এই টাকা ধারের টাকা, নতুবা করের টাকা। কিন্তু মুখ্যমন্ত্রী ভেবে দেখেছেন কি মাত্র তিন কোটি টাকা খরচ করলে মাঝেরহাট ব্রিজে দুর্ঘটনা ঘটত না। আপনি উৎসবের জন্য ২৮ কোটি ব্যয় করছেন!

রাহুল বলেন, আসল কথা হল- মুখ্যমন্ত্রীর কাছে মানুষের প্রাণের চেয়ে ভোটের মূল্য বেশি। তিন কোটি কেন, তিন হাজারের জন্যও যদি মানুষ মারা যান, তাতে কোনও যায় আসে না এই সরকারের। এই মর্মে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে অমানবিক, অবিবেচক ও হত্যাকারী সরকার আখ্যা দেন।
এদিন পুজোয় অনুদানের টাকা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল সরকারকে খোঁটা দিলেও, পেট্রোল-ডিজেলে এক টাকা ছাড় দেওয়াকে স্বাগত জানান বিজেপির কেন্দ্রীয় সম্পাদক। তিনি বলেন, এটা রাজ্য সরকারের ইতিবাচক পদক্ষেপ। তবে তিনি আরও খানিকটা কমাতে পারতেন তেলের দাম। কেননা, এক্ষেত্রে রাজ্যের ভাগ কেন্দ্রের তুলনায় অনেক বেশি থাকে। তাহলে রাজ্যের মানুষের সমস্যাও একটু কমত। সুরাহা পেতেন সাধারণ মানুষ।