For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃণমূল একটা ক্লাব! 'প্রমাণ' জমা দিয়ে মুকুল বললেন, ভয় পেয়েছে তৃণমূল

বাংলাকে স্পর্শকাতর রাজ্য হিসেবে ঘোষণা করা হোক। কলকাতায় নির্বাচন কমিশনের অফিসে গিয়ে এমনটাই দাবি করলেন বিজেপি নেতা মুকুল রায়।

  • |
Google Oneindia Bengali News

বাংলাকে স্পর্শকাতর রাজ্য হিসেবে ঘোষণা করা হোক। কলকাতায় নির্বাচন কমিশনের অফিসে গিয়ে এমনটাই দাবি করলেন বিজেপি নেতা মুকুল রায়। তিনি বলেন, তাদের ছলচাতুরির প্রশ্ন নেই। তৃণমূল ভয় পেয়েছে বলেও মন্তব্য করেন মুকুল রায়। এদিনই কলকাতায় এসেছেন উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈন-এর নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি দল।

তৃণমূল একটা ক্লাব! প্রমাণ জমা দিয়ে মুকুল বললেন, ভয় পেয়েছে তৃণমূল

আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তরফে নির্বাচন কমিশনের কাছে বাংলার বুথগুলিকে স্পর্শকাতর ঘোষণার দাবি করা হয়েছিল। এর উত্তরে তৃণমূলের মত ছিল, বাংলাকে অপমান করা হচ্ছে। কথা মতো এরই পাল্টা তৃণমূলকেই এদিন ফিরিয়ে দিলেন মুকুল রায়। ২০০৬, ২০০৯, ২০১১ সালে ভোটের আগে তৃণমূল নেত্রী তরফে প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনী চাওয়া হয়েছিল। সেই সময়ে 'স্লটার অফ ডেমোক্রেসি' নামে বই প্রকাশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বই-এ বাংলায় গণতন্ত্রের কণ্ঠরোধের অভিযোগ ছিল। মুকুল রায় এদিন এইসব তথ্য নির্বাচন কমিশনের হাতে তুলে দেন।

[আরও পড়ুন: খাসতালুকে অর্জুন অনুগামীদের বাড়ি-গাড়িতে 'হামলা'! অভিযুক্ত তৃণমূল][আরও পড়ুন: খাসতালুকে অর্জুন অনুগামীদের বাড়ি-গাড়িতে 'হামলা'! অভিযুক্ত তৃণমূল]

এদিন তৃণমূলও গিয়েছিল নির্বাচনা কমিশনের অফিসে। নেতৃত্বে ছিলেন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, ছলচাতুরির আশ্রয় নিতে চায় বলেই বিজেপি বারবার কমিশনের অফিসে যাচ্ছে।

[আরও পড়ুন:ওড়িশায় ফুলে-ফেঁপে উঠছে বিজেপি, কংগ্রেস-বিজেডি ছাড়ার হিড়িক পড়ে গিয়েছে][আরও পড়ুন:ওড়িশায় ফুলে-ফেঁপে উঠছে বিজেপি, কংগ্রেস-বিজেডি ছাড়ার হিড়িক পড়ে গিয়েছে]

নির্বাচন কমিশনের অফিস থেকে বেরিয়ে মুকুল রায় বলেন, তৃণমূল একটা ক্লাবের মতো। যার জন্য তারা ৪২ টি আসনে প্রার্থী তালিকা প্রকাশ করে। তৃণমূল ভয় পেয়েছে বলেও মন্তব্য করেন মুকুল রায়। তাদের ছলচাতুরির প্রশ্ন নেই বলেও স্পষ্ট জানিয়ে দেন মুকুল রায়।

[আরও পডুন: কার সঙ্গে কার তুলনা! তৃণমূলের প্রার্থী তালিকা নিয়ে কটাক্ষ দিলীপ ঘোষের][আরও পডুন: কার সঙ্গে কার তুলনা! তৃণমূলের প্রার্থী তালিকা নিয়ে কটাক্ষ দিলীপ ঘোষের]

English summary
BJP leader Mukul roy went election commission and gave allegation against Mamata Benerjee
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X