For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এবার থেকে রাজ্য দফতরে দলবদল! অবস্থান স্পষ্ট করলেন মুকুল রায়

দলের নির্দেশ তিনি পালন করবেন। রাজ্য দফতরে দলবদল নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্ত নিয়ে এভাবেই নিজের অবস্থান জানালেন বিজেপি নেতা মুকুল রায়। সূত্রের খবর অনুযায়ী, দমদম বিমানবন্দরে তিনি একথা বলেছেন।

  • |
Google Oneindia Bengali News

দলের নির্দেশ তিনি পালন করবেন। রাজ্য দফতরে দলবদল নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্ত নিয়ে এভাবেই নিজের অবস্থান জানালেন বিজেপি নেতা মুকুল রায়। সূত্রের খবর অনুযায়ী, দমদম বিমানবন্দরে তিনি একথা বলেছেন। তিনি আরও বলেন, রাজ্য নেতৃত্বের অনুমোদন নিয়েই দলবদল করানোর সিদ্ধান্তও তিনি মেনে চলবেন।

 এবার থেকে রাজ্য দফতরে দলবদল! অবস্থান স্পষ্ট করলেন মুকুল রায়

প্রসঙ্গত লোকসভা নির্বাচনের পরে দিল্লিতে একাধিক দফায় দলবদল হয়েছিল। সেখানে কাঁচড়াপাড়া, হালিশহর, নৈহাটির অধিকাংশ কাউন্সিলর দলবদল করেন। কিন্তু পরবর্তী সময়ে অনেকেই ফিরে যান পুরনো দল তৃণমূলে। ফলে অন্তত দুটি পুরসভা ও একটি জেলা পরিষদের দখল ফের ফিরে পায় তৃণমূল।

এইসব দলবদলে দিল্লিতে মুকুল রায়ের পাশে দেখা গিয়েছিল বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়কে। বর্তমান পরিস্থিতি রাজ্য বিজেপি নেতৃত্বের একাংশের অভিযোগ, দলে বেনোজল ঢোকানো হয়েছে। অন্যদিকে দলবদলকারী কাউন্সিলর কিংবা নেতারা পুরনো দলে ফিরে যেতেই, বিজেপির তরফে নির্দেশিকা জারি করে জানানো হয়, এবার থেকে বিজেপিতে যোগদান করতে গেলে রাজ্য নেতৃত্বের অনুমোদন নিতে হবে। যা পরীক্ষা করে দেখার দায়িত্ব দেওয়া হয়েছে দিলীপ ঘোষকে।

[আরও পড়ুন:একুশের সভায় ভিড়ে মিশে ২০২১-এর কৌশল নিরূপণ করবেন প্রশান্ত, পরিকল্পনা সারা][আরও পড়ুন:একুশের সভায় ভিড়ে মিশে ২০২১-এর কৌশল নিরূপণ করবেন প্রশান্ত, পরিকল্পনা সারা]

রাজনৈতিক মহলের একাংশ অবশ্য বলছে, মুকুল রায়ের মদতদাতা কৈলাস বিজয়বর্গীয় ছেলেকে নিয়ে চাপে পড়তেই মুকুল রায়ের বিরুদ্ধে সক্রিয় রাজ্য নেতৃত্বের একাংশ। ফলে এই নতুন নির্দেশিকা।

[আরও পড়ুন: শীর্ষ আদালতের রায়েই সম্মতি, আস্থা ভোটে অংশ নিচ্ছেন না কর্নাটকের বিদ্রোহী বিধায়করা][আরও পড়ুন: শীর্ষ আদালতের রায়েই সম্মতি, আস্থা ভোটে অংশ নিচ্ছেন না কর্নাটকের বিদ্রোহী বিধায়করা]

English summary
BJP leader Mukul Roy says he will abide by the decision of the leadership. There is guidelinesto take leader from another party.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X