For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‘ঘরে’ই বাধার সম্মুখীন মুকুল, সভা করতে না পেরে ধরনায় তোপের মুখে শাসক

নিজের জেলাতেই বাধা মুখে পড়ল মুকুল রায়ের জনসভা। উত্তর ২৪ পরগনার টিটাগড়ে বিজেপি নেতা মুকুল রায়ের সভা বাতিল করে দিল পুলিশ। তার প্রতিবাদে বিজেপি নেতৃত্ব ধরনা শুরু করেছে।

Google Oneindia Bengali News

নিজের জেলাতেই বাধা মুখে পড়ল মুকুল রায়ের জনসভা। উত্তর ২৪ পরগনার টিটাগড়ে বিজেপি নেতা মুকুল রায়ের সভা বাতিল করে দিল পুলিশ। তার প্রতিবাদে বিজেপি নেতৃত্ব ধরনা শুরু করেছে। অবস্থান-বিক্ষোভে দাবি ওঠে, কেন মুকুল রায়ের সভা বাতিল করা হল। আসলে এর পিচনে রয়েছে তৃণমূল নেতৃত্বের পরোক্ষা ইন্ধন।

‘ঘরে’ই বাধার সম্মুখীন মুকুল, সভা করতে না পেরে ধরনায় তোপের মুখে শাসক

শনিবার মুকুল রায়ের সভা করার কথা ছিল টিটাগড়ে। গত ২৩ জুন টিটাগড় থানায় অনুমতি চেয়ে আবেদন করেছিল বিজেপি। তখন বিজেপি নেতৃত্বকে পুলিশ জানায় পূর্ত দফতরের অনুমতি নিয়ে আসে। সেইমতো পূর্ত দফতরের অনুমতি নিয়েই থানায় যায় বিজেপি। তবু সেই সভা বাতিল করা হয়। বিজেপির দাবি, উপর থেকে চাপ ছিল বলেই এই সভা বাতিল করেছে পুলিশ।

[আরও পড়ুন: গঠনের আগেই 'ভাঙন'-এর সুর ফেডারেল ফ্রন্টে! মোদীর প্রস্তাবেই মত সমাজবাদী, টিআরএস-এর][আরও পড়ুন: গঠনের আগেই 'ভাঙন'-এর সুর ফেডারেল ফ্রন্টে! মোদীর প্রস্তাবেই মত সমাজবাদী, টিআরএস-এর]

বিজেপির অভিযোগ, মুকুল রায়ের সভার জন্য মঞ্চ বাঁধার কাজ শুরু হয়েছিল, তখনই একদল চড়াও হয়। ডেকরেটর-কর্মীদের মেরে তাড়িয়ে দেয়। টিটাগড় পুরসভায় চেয়ারম্যানের নেতৃত্বে এই কাজ করা হয়েছে বলে অভিযোগ। বিজেপি নেতৃত্বের দাবি, পূর্ত দফতরে টাকা দিয়ে অনুমিত নিয়ে এসেছিলাম। তবু সভা বাতিল করে দেওয়া হল।

বিজেপির অভিযোগ, আসলে ওরা মুকুল রায়কে ভয় পাচ্ছে, তাই জোর করে সভা-সমাবেশ, মিটিং-মিছিল বন্ধ করে দিতে চাইছে। এর প্রতিবাদে বিজেপিকর্মীরা মুখে কালো কাপড় বেঁধে অবস্থান করেন। পুরসভার চেয়ারম্যান বলেন, এদিন যে মুকুল রায়ের সভা ছিল, তা আমরা জানিই না, ওদের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।

[আরও পড়ুন: মোদীকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়তে পরিকল্পনা মমতার, একুশের আগে জোর টক্কর দুই যুযুধানের][আরও পড়ুন: মোদীকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়তে পরিকল্পনা মমতার, একুশের আগে জোর টক্কর দুই যুযুধানের]

English summary
BJP leader Mukul Roy’s public meeting is canceled at Titagarh of North 24 Pargana. BJP agitates to sit in Dharna and alleged to TMC leadership,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X