For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলায় পুলিশ রাজে ভয়! তৃণমূলের কোনও জেলা সভাপতির কথা মানা হয় না, মুকুল জানালেন আরও কথা

শুধু শোভন-বৈশাখী কেন, তৃণমূলের আরও অনেক নাম রয়েছে তাঁর কাছে। এদিন এমনটাই মন্তব্য করলেন বিজেপি নেতা মুকুল রায়।

  • |
Google Oneindia Bengali News

শুধু শোভন-বৈশাখী কেন, তৃণমূলের আরও অনেক নাম রয়েছে তাঁর কাছে। এদিন এমনটাই মন্তব্য করলেন বিজেপি নেতা মুকুল রায়। এমন কি স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়ও এনডিএ-তে ঢুকতে চান বলে মন্তব্য করেছেন তৃণমূলের প্রাক্তন সেকেন্ড ইন কমান্ড। মুকুল রায়ের অভিযোগ বাংলায় পুলিশ রাজের বিরুদ্ধে তৃণমূলের অনেকেই।

বাংলায় পুলিশ রাজে ভয়! তৃণমূলের কোনও জেলা সভাপতির কথা মানা হয় না, মুকুল জানালেন আরও কথা

নাম বললে সব নামই বলতে হয়। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনটাই বললেন তৃণমূল নেতা মুকুল রায়। এরপর মুকুল রায় বললেন পারসেপশন ডাজনট মিন রিয়েলিটি। এই সময় সাংবাদিকদের তরফে পার্থ চট্টোপাধ্যায়ের নাম করা হয়। সেই সময় মুকুল রায়ের উত্তর, মুকুল রায় নিজেই চেষ্টা করে যাচ্ছেন, কীভাবে এনডিএ-তে যোগ দেওয়া
যায়। এরকম অনের নাম রয়েছে বলে দাবি করেছেন মুকুল রায়।

মুকুল রায়ের দাবি, বিজেপিতে যেতে চাওয়া তৃণমূল নেতাদের কেউ বলছেন ২০১৯টা দেখে নিই। তারপরেই ঝাঁপ দেব। আবার কেউ বলছেন আরও কিছুটা অপেক্ষা করো।
মুকুল রায়ের অভিযোগ, বাংলায় পুলিশ রাজ চলছে। তাতেই ভয় পাচ্ছেন তৃণমূল নেতারা। নির্দিষ্ট করে মুকুল রায়ের অভিযোগ বাংলায় যাঁরাই তৃণমূল ছাড়ছে, তাঁদের বিরুদ্ধেই পুলিশ মামলা করছে। সৌমিত্র খান বিজেপিতে যোগ দিয়েছেন ১০ তারিখ। ৯ তারিখ পর্যন্ত তিনি সাধু। আর ১০ তারিখে বিজেপিতে যোগ দেওয়ার পর তাঁর বিরুদ্ধে আটটা মামলা দেওয়া হয়েছে। এটাই পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি বলে মন্তব্য করেছেন তিনি।

মুকুল রায় বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি এককালে পুলিশের বিরুদ্ধে বলতেন, তিনিই আজ পুলিশদ্বারা পরিবেষ্টির বলে অভিযোগ করেছেন তিনি। তাঁদের কথাতেই মমতা বন্দ্যোপাধ্যায় চলছেন বলে অভিযোগ করেছেন মুকুল রায়। তিনি বলেন, রাজ্য তৃণমূল বলে কিছু নেই। কোনও জেলা সভাপতির কোনও কথাই মানা হয় না। এসপি যা বলেন, তাই হয়। এসপি এবং এসডিও-রা বিজেপির পথে পা বাড়িয়ে থাকা নেতাদের ডেকে বলছেন, কেন এমন করছেন। তৃণমূলটাই করুন। দাবি করেছেন মুকুল রায়। ভোটের দিন ঘোষণার পর মানুষ দলে দলে বিজেপিতে যোগ দেবেন বলেও মন্তব্য করেছেন তিনি।

English summary
BJP leader Mukul roy criticised Mamata Banerjee on Political issues
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X