For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গ্রেফতার নয় মুকুল রায়কে, তবে ভোটের আগে পুলিশি-জেরার মুখে পড়তে চলেছেন তিনি

প্রতারণা মামলায় তদন্তের স্বার্থে বিজেপি নেতা মুকুল রায়কে জিজ্ঞাসাবাদ করা যাবে, কিন্তু ১৬ মে পর্যন্ত তাঁকে গ্রেফতার করা যাবে না।

Google Oneindia Bengali News

প্রতারণা মামলায় তদন্তের স্বার্থে বিজেপি নেতা মুকুল রায়কে জিজ্ঞাসাবাদ করা যাবে, কিন্তু ১৬ মে পর্যন্ত তাঁকে গ্রেফতার করা যাবে না। সোমবার হাইকোর্টের বিচারপতি শিবকান্ত প্রসাদ নির্দেশ দেন, মামলার পরবর্তী শুনানির দিন ১৬ মে। ওই শুনানির আগে মুকুল রায়কে গ্রেফতার করা যাবে না। তবে তদন্তকারীরা অফিসাররা যদি মনে করেন, তদন্তের স্বার্থে তাঁকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন, জিজ্ঞাসাবাদ করতে পারেন।

গ্রেফতার নয় মুকুল রায়কে, তবে ভোটের আগে পুলিশি-জেরার মুখে পড়তে চলেছেন তিনি

[আরও পড়ুন: প্রাণনাশের হুমকি নিয়ে তৃণমূলকে ক্লিনচিট দিলেন কমিশনার, কী বার্তা পেল বিজেপি][আরও পড়ুন: প্রাণনাশের হুমকি নিয়ে তৃণমূলকে ক্লিনচিট দিলেন কমিশনার, কী বার্তা পেল বিজেপি]

উল্লেখ্য, চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে মুকুল রায়ের শ্যালক সৃজন রায়কে গ্রেফতার করে পুলিশ। বীজপুর থানায় সৃজন রায়ের বিরুদ্ধে ৯টি অভিযোগ দায়ের করা হয়েছিল। সেই অভিযোগের প্রেক্ষিতে দিল্লি থেকে গ্রেফতার করা হয় সৃজনকে। এই অভিযোগে নাম ছিল মুকুল রায়েরও। এফআইআর থেকে তাঁর নাম বাদ দেওয়ার অভিযোগে কলকাতা হাইকোর্টে আবেদন জানান মুকুল রায়।

সেই মামলাতেই মুকুল রায়কে স্বস্তি দিলেন বিচারপতি। বিচারপতি জানিয়ে দিলেন ১৬ মে পর্যন্ত তাঁকে গ্রেফতার করা যাবে না। মুকুল রায়ের আইনজীবী জানান, রাজনৈতিক উদ্দেশ্যেই তাঁর মক্কেলের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে সরকারি আইনজীবী জানান, তদন্ত যেহেতু প্রাথমিক পর্যায়ে, সেহেতু মুকুল রায়কে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। সরকারি আইনজীবীর দাবি মেনে তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন বিচারপতি।

অভিযোগ, মুকুল রায় যখন রেলমন্ত্রী ছিলেন, তখন কাঁচরাপাড়ায় রেলের কোচ ফ্যাক্টরিতে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে কিছু মানুষের কাছ থেকে টাকা নেওয়া হয়। মাথাপিছু তিন লক্ষ টাকা করে নেওয়া হয়েছিল বলে অভিযোগ। কিন্তু বিনিময়ে চাকরি পাননি কেউই। তাঁরাই অভিযোগ করেন বীজপুর থানায়। সেই অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার হন মুকুল-শ্যালক সৃজন রায়।

[আরও পড়ুন: ৩৪০টি অভিযোগের নথি পেশের নির্দেশ, ভোটের ভবিষ্যৎ নিয়ে কী আভাস হাইকোর্টের ][আরও পড়ুন: ৩৪০টি অভিযোগের নথি পেশের নির্দেশ, ভোটের ভবিষ্যৎ নিয়ে কী আভাস হাইকোর্টের ]

English summary
High Court orders that BJP leader Mukul Roy can’t be arrested till next hearing of 16 May. Mukul Roy is alleged of fraud case
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X