For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতাকে এবার স্ট্রেট ব্যাটে মুকুল! জানালেন তৃণমূলের কতজন তাঁর সঙ্গে যোগাযোগ রাখছেন

এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যেকটি অভিযোগের জবাব দিতে শুরু করেছেন মুকুল রায়। দলের বৈঠকে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী অভিযোগ ছিল দলের অন্তত সাত-আটজনের সঙ্গে যোগাযোগ রাখছেন মুকুল রায়।

  • |
Google Oneindia Bengali News

এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যেকটি অভিযোগের জবাব দিতে শুরু করেছেন মুকুল রায়। দলের বৈঠকে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী অভিযোগ ছিল দলের অন্তত সাত-আটজনের সঙ্গে যোগাযোগ রাখছেন মুকুল রায়। এবার তার জবাব দিতে গিয়ে বিজেপি নেতা জানালেন কমপক্ষে ২০ থেকে ২২ জন তৃণমূল নেতার সঙ্গে তাঁর নিয়মিত যোগাযোগ রয়েছে।

মমতাকে এবার স্ট্রেট ব্যাটে মুকুল! জানালেন তৃণমূলের কতজন তাঁর সঙ্গে যোগাযোগ রাখছেন

রাজনৈতিক লড়াইয়ে সংগঠন বড় কথা। যে সংগঠন মুকুল রায় যোগ দেওয়ার আগে বিজেপিতে ছিল না। তবে তিনি বিজেপিতে যোগ দেওয়ার পর যে সংখ্যক নেতা-কর্মী বিজেপিতে যোগ দেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল, তা বাস্তবে হয়নি। তবে সময় যত লোকসভা নির্বাচনের দিকে এগোচ্ছে, সেই সম্ভাবনা আবারও তৈরি হচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।

[আরও পড়ুন:রাহুল সোনিয়ার প্রচারে উত্তরপ্রদেশের 'মোদী', ২০১৪-র পর 'পাশা' উল্টে গেল ২০১৯-এ][আরও পড়ুন:রাহুল সোনিয়ার প্রচারে উত্তরপ্রদেশের 'মোদী', ২০১৪-র পর 'পাশা' উল্টে গেল ২০১৯-এ]

বর্তমানে তৃণমূলে এমন অনেকেই আছেন যাঁরা রাজনীতি প্রতিষ্ঠা পেয়েছেন মুকুল রায়ের হাত ধরে। তাঁদের সঙ্গে বর্তমানে বিজেপিতে যাওয়া মুকুল রায়ের যোগাযোগ থাকাটা স্বাভাবিক ব্যাপার। বলছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ। এছাড়াও যাঁরা মুকুল রায় দলত্যাগ করার পর যাঁরা তৃণমূলে চাপে রয়েছেন, তাঁদের সঙ্গেও যোগাযোগ রয়েছে মুকুল রায়ের। সেই জন্য মুকুল রায় বলছেন, উপযুক্ত সময়ে সব প্রকাশ্যে আসবে।

[আরও পড়ুন: ভিলাই ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ! কমপক্ষে ৯ জনের মৃত্যু][আরও পড়ুন: ভিলাই ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ! কমপক্ষে ৯ জনের মৃত্যু]

দলের বৈঠকে বিজেপির সঙ্গে যোগাযোগ না রাখার ব্যাপারে হুঁশিয়ারি দিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর অনুযায়ী, এপ্রসঙ্গে মুকুল রায় জানিয়েছেন, ঠিক মতো খবর নেই তৃণমূল নেত্রীর কাছে। সাত-আটজন নয়, কমপক্ষে ২০ থেকে বাইশ জনের সঙ্গে তাঁর নিয়মিত যোগাযোগ রয়েছে। যাঁর মধ্যে সাংসদ এবং রাজ্য মন্ত্রিসভার সদস্যরাও রয়েছেন বলে জানিয়েছেন মুকুল রায়।

[আরও পড়ুন:রোজভ্যালি কাণ্ডে তদন্ত! বড় সিদ্ধান্ত ঘোষণা সিবিআই-এর][আরও পড়ুন:রোজভ্যালি কাণ্ডে তদন্ত! বড় সিদ্ধান্ত ঘোষণা সিবিআই-এর]

মুকুল রায় জানিয়েছেন, তৃণমূল নেতারাই যোগাযোগ রাখছেন তাঁর সঙ্গে। তার ফলশ্রুতি হিসেবেই মহেশতলা কিংবা পশ্চিম মেদিনীপুরে তৃণমূল থেকে অনেকেই যোগ দিয়েছেন বিজেপিতে। অনেকে আসন্ন কয়েকটি রাজ্যের বিধানসভা নির্বাচনেব বিজেপির ফল দেখে নিতে চাইছেন বলে ইঙ্গিত দিয়েছেন মুকুল রায়।

English summary
BJP leader Mukul Roy attacks Mamata Banerjee and says 20 to 22 leaders form TMC are in touch with him
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X