For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃণমূলকে উপড়ে ফেলার উপায় পেয়েছেন লকেট! নয়া কৌশলে পাখির চোখ লোকসভা

তৃণমূলের মূল বাংলা থেকে উপড়ে ফেলার পন্থা খুঁজে পেয়েছেন বিজেপি মহিলা মোর্তার সভানেত্রী লকেট চট্টোপাধ্যায়। তিনি মহেশতলাকে মডেল করে রাজ্যে নির্বাচন করার কথা বললেন।

Google Oneindia Bengali News

তৃণমূলের মূল বাংলা থেকে উপড়ে ফেলার পন্থা খুঁজে পেয়েছেন বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী লকেট চট্টোপাধ্যায়। মঙ্গলবার তিনি বলেন, মহেশতলাকে মডেল করে রাজ্যে নির্বাচন হলে বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসকে উপড়ে ফেলে দেবে। সোমবার মহেশতলায় নির্বাচন নিয়ে খুশি বিজেপি নেত্রী বলেন, লোকসভা ভোটে তাঁদের আসন অনেক বাড়বে।

তৃণমূলকে উপড়ে ফেলার উপায় পেয়েছেন লকেট! নয়া কৌশলে পাখির চোখ লোকসভা

রাজ্যে পঞ্চায়েত নির্বাচন নিয়ে বিজেপি নেতৃত্ব অভিযোগের বন্যা বইয়ে দিয়েছিল। কিন্তু উপনির্বাচন বিজেপি নেতা-নেত্রীদের আশ্বস্ত করেছে। সমস্ত বিরোধী দলই এই নির্বাচন দেখে খুশি। খুশি শাসক দলও। খুশি ভোটার থেকে ভোটকর্মীরাও। আর এই নির্বাচন থেকেই আশায় বুক বাঁধছে বিজেপি নেতৃত্ব।

[আরও পড়ুন:পাহাড়ে নয়া সমীকরণ তৈরি মমতার সফরে, উন্নয়ন পরিষদের বৈঠকে দিলেন বিশেষ বার্তা][আরও পড়ুন:পাহাড়ে নয়া সমীকরণ তৈরি মমতার সফরে, উন্নয়ন পরিষদের বৈঠকে দিলেন বিশেষ বার্তা]

বিজেপির মহিলা মোর্চা নেত্রী লকেট চট্টোপাধ্যায় বলেন, মহেশতলা উপনির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে ভোট হয়েছে। তাই শান্তিপূর্ণ চিল নির্বাচন। পঞ্চায়েত নির্বাচনের পুরো উল্টো চিত্র দেখা গিয়েছে উপনির্বাচনে। এই মডেলে ভোট হলে পঞ্চায়েতে এত অশান্তি হত না, রক্ত ঝরত না, প্রাণও যেত না।

[আরও পড়ুন: টেলিকম দুনিয়ায় পা রাখল পতঞ্জলি, নয়া সিমে দারুন 'অফার' গ্রাহকদের জন্য][আরও পড়ুন: টেলিকম দুনিয়ায় পা রাখল পতঞ্জলি, নয়া সিমে দারুন 'অফার' গ্রাহকদের জন্য]

তিনি বলেন, মহেশতলা মডেল যদি লোকসভা নির্বাচনেও প্রয়োগ করা হয়, তাহেল বিজেপির আসন সংখ্যা অনেক বাড়বে বলেই বিশ্বাস। এখনও সময় আছে আমাদের হাতে। আমরা আরও ভালো করবে পারব বলে বিশ্বাস। তিনি মহিলা মোর্চা নেতৃত্বকে নির্দেশ দেন, সামনেই লোকসভা নির্বাচন, আমাদের বসে থাকলে চলবে না। তৃণমূলকে উপড়ে ফেলতে আমাদের রাজ্যের প্রতিটে কোণে কোণে প্রচারের ঝড় তুলতে হবে।

English summary
BJP leader Locket Chatterjee has found ways to uproot Trinamool Congress from West Bengal. She gives challenge to CM mamata Banerjee,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X