For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এক হয়েছে ‘রাজা-রানি-বাদশা’! সিনেমার নাম নিয়ে বিরোধীদের নিশানা লকেটের

বনধের ইস্যুর সমর্থনে রাজ্যে তিন শক্তির এই মিলে যাওয়া প্রসঙ্গে বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের কটাক্ষ, ‘রাজা-রানি-বাদশা’ এবার এক হয়েছে।

Google Oneindia Bengali News

পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কংগ্রসের ডাকা বনধকে সমর্থন করেছে বিজেপি বিরোধী দলগুলি। কংগ্রেসের পাশাপাশি বামফ্রন্টও বনধ ডেকেছে একইসঙ্গে। আর তৃণমূল কংগ্রেস বনধের বিরোধিতা করলেও বনধের ইসুকে সমর্থন জানিয়ে পথে নামছে। রাজ্যে তিন শক্তির এই মিলে যাওয়া প্রসঙ্গে বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের কটাক্ষ, 'রাজা-রানি-বাদশা' এবার এক হয়েছে।

এক হয়েছে ‘রাজা-রানি-বাদশা’! সিনেমার নাম নিয়ে বিরোধীদের নিশানা লকেটের

লকেটের কথায়, রাজ্যে বিজেপি বিরোধিতায় কংগ্রেস, বাম ও তৃণমূল একই বন্ধনীতে এসেছে। তাঁদের এই অনৈতিক জোটে বিজেপির লড়াই করতে সুবিধা হবে বলে ব্যাখ্যা করেন লকেট। তিনি বলেন, সমস্ত দুর্নীতিপরায়ন শক্তি এক জায়গায় এসেছে, এতেই প্রমাণিত বিজেপি সঠিক পথে চলছে। একা বিজেপিকে আটকাতে এখন 'রাজা-রানি-বাদশা'কে মিলিত হতে হচ্ছে।

উল্লেখ্য, পেট্রোপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে কংগ্রেস ভারত বনধ ডাকে। তারপর বামেরাও পাঁচ দল মিলিত হয়ে বনধের আহ্বান জানান। রাহুল গান্ধী সমস্ত বিরোধী শক্তিকে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে সামিল হওয়ার ডাক দেন। তৃণমূল কংগ্রেস সরাসরি এই বনধকে সমর্থন করেননি। বরং বনধের বিরোধিতাই করা হবে বলে নির্দেশিকা জারি করে তাঁরা। তবে তৃণমূল বনঝের ইস্যুকে সমর্থন করে ঝাঁপ খোলা রেখে মিছিল করবে বলে জানায়।

[আরও পড়ুন: শহরে বাম শরিকের দফতরে পচা-গলা দেহ! উঠছে নানা প্রশ্ন][আরও পড়ুন: শহরে বাম শরিকের দফতরে পচা-গলা দেহ! উঠছে নানা প্রশ্ন]

তিন দলের প্রকারান্তরে মিলিত হয়ে যাওয়াকেই কটাক্ষ করে রাজা-রানি-বাদশা তকমা সেঁটে দেন বিজেপি নেত্রী তথা চলচ্চিত্র অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায়। তিনি বলেন, বিজেপির লড়াইকে বিরোধীরাই সহজ করে দিচ্ছে। সব দুর্নীতি পরায়ন শক্তি মিলিত হয়েছে, বাংলার মানুষ সে বার্তা পাচ্ছে, ফলে বাংলার বুকে আমাদের লড়াইয়ের পথ প্রশস্ত হচ্ছে।

[আরও পড়ুন:মমতা ঝোলেও আছেন, অম্বলেও আছেন! তৃণমূলের বিরুদ্ধে স্ব-বিরোধিতার নালিশ অধীরের][আরও পড়ুন:মমতা ঝোলেও আছেন, অম্বলেও আছেন! তৃণমূলের বিরুদ্ধে স্ব-বিরোধিতার নালিশ অধীরের]

[আরও পড়ুন: ঘুষ দেওয়া-নেওয়ায় যৌন সম্পর্ক করলে জেল হতে পারে ৭ বছর][আরও পড়ুন: ঘুষ দেওয়া-নেওয়ায় যৌন সম্পর্ক করলে জেল হতে পারে ৭ বছর]

English summary
BJP leader Locket Chatterjee criticizes TMC, congress and CPM. She complains that three parties have united against BJP. It is advantage to spread of BJP
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X