For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টার্গেট মমতা- অভিষেক, আজ ভবানীপুরে ঘরে ঘরে প্রচারে নাড্ডা, যাবেন ডায়মন্ড হারবারও

টার্গেট মমতা- অভিষেক, আজ ভবানীপুরে ঘরে ঘরে প্রচারে নাড্ডা, যাবেন ডায়মন্ড হারবারও

Google Oneindia Bengali News

আজ রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। ২ দিনের দলীয় কর্মসূচিতে ঠাসা এবারের নাড্ডার সফর। সবচেয়ে আকর্ষণের কর্মসূচি রয়েছে ভবানীপুরে। সেখানে ঘরে ঘরে গিয়ে আর নয় অন্যায় কর্মসূিচর প্রচার করবেন তিনি। মমতার কেন্দ্রে ঘরে ঘরে গিয়ে মোদীর নামে প্রচার চালাবে বিজেপি। টার্গেট রয়েছে অভিষেকের কেন্দ্র ডায়মন্ড হারবারও। সফরের দ্বিতীয়দিনে ডায়মন্ড হারবার যাওয়ার কথা নাড্ডার।

রাজ্য সফরে নাড্ডা

রাজ্য সফরে নাড্ডা

আজ রাজ্য সফরে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। পূর্বঘোষিত কর্মসূচিতেই দুপুর ১২টায় কলকাতায় পৌঁছবেন নাড্ডা। দুপুর ১টা হেস্টিংসে দলের রাজ্য নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করবেন তিনি। তারপরে যাবেন ভবানীপুরে। সেখানে গৃহ সম্পর্ক অভিযানে নআর নয় অন্যায় কর্মসূচিতে যোগ দেবেন তিনি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুর। সেখানে বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালাবেন তিনি।

টার্গেট মমতা-অভিষেক

টার্গেট মমতা-অভিষেক

একুশের বিধানসভা ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করে হেভিওয়েটদের প্রচারে নামাচ্ছে বিজেপি। সেকারণেই ভবানীপুরে গৃহসম্পর্ক অভিযানে সেকারণেই জেপি নাড্ডার আগমন বলে মনে করা হচ্ছে। পরের দিন আবার অভিষেকের কেন্দ্র ডায়মন্ড হারবারেও যাবেন তিনি। সেখানে এক মৎস্যজীবীর বাড়িতে মধ্যাহ্ন ভোজন করার কথা নাড্ডার।

ভবানীপুরে কমেছে ব্যবধান

ভবানীপুরে কমেছে ব্যবধান

লোকসভা ভোটে ভবানীপুরে তৃণমূল জিতলেও ভোটের ব্যবধান অনেকটাই কমেছে। সেকারণেই গৃহ সম্পর্ক কর্মসূচিতে ভবানীপুরে হেভিওয়েটদের ব্যবহার করতে চাইছে বিজেপি। বিধানসভা ভোটে মমতার কেন্দ্রেই জয় পেতে মরিয়া হয়ে উঠেছেন দিলীপ ঘোষরা। যদিও পরিকল্পনাটাই কাজে আসবে না বলে দাবি করেছেন তৃণমূল কংগ্রেস।

 মমতার সভা

মমতার সভা

আজ আবার বনগাঁয় সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল রানিগঞ্জের সভা থেকে বিজেপিকে তীব্র আক্রমণ শানিয়েছেন মমতা। তিনি অভিযোগ করেছেন বিজেপি মিছিল করে লোক মারে। আমার এক রাজবংশী ভাইকে হত্যা করেছে বিজেপি। প্রসঙ্গত উল্লেখ্য উত্তরকন্যা অভিযানে উলেন রায় নামে এক বিজেপি কর্মীর মৃত্যু হয়। তার পর থেকে উত্তাল রাজ্য রাজনীতি। আদালতের নির্দেেশ আজ ফের উলেন রায়ের দেহের দ্বিতীয়বার ময়নাতদন্ত হওয়ার কথা।

English summary
BJP leader JP Nadda today visit Bengal for BJP programme at Bhabanipore
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X