For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মেয়র ফিরহাদ হাকিমকে সরাতে চাইছেন পার্থ, বিজেপি নেতার মন্তব্যে জল্পনা

মেয়র ফিরহাদ হাকিমকে সরাতে চাইছেন পার্থ চট্টোপাধ্যায়। রাজ্য বিজেপির সহ সভাপতি জয়প্রকাশ মজুমদারের মন্তব্যে চাঞ্চল্য তৈরি হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

মেয়র ফিরহাদ হাকিমকে সরাতে চাইছেন পার্থ চট্টোপাধ্যায়। রাজ্য বিজেপির সহ সভাপতি জয়প্রকাশ মজুমদারের মন্তব্যে চাঞ্চল্য তৈরি হয়েছে। প্রসঙ্গত কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় সম্পর্কে পার্থ চট্টোপাধ্যায় বলেছিলেন, তিনি( শোভন) সক্রিয় রাজনীতিতে ফেরত আসবেন।

ফিরহাদের হাতে পড়ে ডুবেছে পুরসভা

ফিরহাদের হাতে পড়ে ডুবেছে পুরসভা

বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার অভিযোগ করেছেন ফিরহাদ হাকিমের হাতে পড়ে ডুবেছে কলকাতা পুরসভা। নাগরিক পরিষেবা শেষ হয়ে গিয়েছ, কাজের সার্বিক পরিবেশ ধ্বংস হয়ে গিয়েছে। চারিদিকে শুধুই দলবাজি মন্তব্য করেছেন জয়প্রকাশ মজুমদার।

লেখাটা ১০০ শতাংশ সত্যি

লেখাটা ১০০ শতাংশ সত্যি

নাগরিক বৃদ্ধির ব্যানারে বিজেপি প্রতীক দেওয়া ছবি দক্ষিণ কলকাতার বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। তাতে লেখা অসম্পূর্ণ কলকাতা পুরসভাকে পুনকায় স্বমহিমায় আনতে ফিরে আসন শোভন দা। এসম্পর্কে জয়প্রদাস মজুমদার বলেছেন, ফিরহাদ হাকিমের আগে সাড়ে আটবছর মেয়র হিসেবে কাজ চালিয়েছিলেন শোভন চট্টোপাধ্যায়। তবে পোস্টার সম্পর্কে তাঁর মন্তব্য বিজেপি এবিষয়ে কিছু জানে না। নাগরিকবৃন্দই বিষয়টি বলতে পারবেন।

ফিরহাদকে সরাতে চান পার্থ

ফিরহাদকে সরাতে চান পার্থ

জয় প্রকাশ মজুমদার মনে করেন কলকাতার মেয়রের পদ থেকে ফিরহাদ হাকিমকে সরাতে চান পার্থ চট্টোপাধ্যায়। কেননা বিজেপিতে থাকা এক নেতা ( শোভন) সম্পর্কে তিনি কীভাবে বলেন, তিনি চান শোভন চট্টোপাধ্যায় সক্রিয় রাজনীতিতে ফেরত আসুন। শোভন চট্টোপাধ্যায় সক্রিয় রাজনীতি থেকে সরে রয়েছেন। তিনি কবে সক্রিয় রাজনীতিতে ফিরবেন, কীভাবে ফিরবেন, তা তাঁর ব্যক্তিগত মতামত বলেও মন্তব্য করেছেন জয়প্রকাশ। তিনি বলেন, শোভন চট্টোপাধ্যায় সক্রিয় থাকুন কিংবা নিষ্ক্রিয়, তিনি বিজেপিতে আছেন, মন্তব্য করেছেন জয়প্রকাশ। সেখান থেকে বিজেপির এক নেতা সক্রিয় রাজনীতিতে ফিরলে তৃণমূলের কী সুবিধা, সেই প্রশ্নে বিষয়টি তাঁর কাছে মজার লেগেছে বলে জানিয়েছেন জয়প্রকাশ।

তৃণমূলে নেতৃত্বহীনতা

তৃণমূলে নেতৃত্বহীনতা

জয়প্রকাশ মজুমদার মনে করেন, কলকাতা পুরসভা এলাকায় তৃণমূলে নেতৃত্বহীনতা তৈরি হয়েছে। সেই কারণ সাধন পাণ্ডে এবং ফিরহাদ হাকিমের মধ্যে ঝগড়া। তাঁর মতে তৃণমূলে বিভেদ স্পষ্ট। দলে কোনও সহমত নেই বলেও মন্তব্য করেছেন তিনি।

English summary
BJP leader Jay Prakash Mazumder claims Partha Chatterjee want to remove Firhad Hakim as Mayor
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X