For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! বিজেপি নেত্রীর অভিযোগ আরএসএস নেতার বিরুদ্ধে, দেখুন ভিডিও

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস। আরএসএস নেতার বিরুদ্ধে বেহালা থানায় এনিয়ে অভিযোগ দায়ের করেছেন এক বিজেপি নেত্রী। অভিযুক্ত ওই আরএসএস নেতার নাম অমলেন্দু চট্টোপাধ্যায়।

  • |
Google Oneindia Bengali News

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস। আরএসএস নেতার বিরুদ্ধে বেহালা থানায় এনিয়ে অভিযোগ দায়ের করেছেন এক বিজেপি নেত্রী। অভিযুক্ত ওই আরএসএস নেতার নাম অমলেন্দু চট্টোপাধ্যায়।

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! বিজেপি নেত্রীর অভিযোগ আরএসএস নেতার বিরুদ্ধে, দেখুন ভিডিও

এছাড়াও আরএসএস-এর সর্বভারতীয় নেতা শিবপ্রকাশের বিরুদ্ধেও হোটেলে আটকে রাখা থেকে শুরু করে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার অভিযোগ দায়ের করেছেন ওই নেত্রী। এই ঘটনায় অভিযুক্তদের তালিকায় রয়েছেন বর্তমান বিজেপি সভাপতি দিলীপ ঘোষ, সুব্রত চট্টোপাধ্যায়, বিদ্যুৎ মুখোপাধ্যায়। ওই নেত্রীর অভিযোগ, তাকে হুমকি দিয়ে অভিযোগ তুলে নিতে চাপ দেওয়া হচ্ছে।

বিজেপি নেত্রীর অভিযোগ, আরএসএস-এর প্রচারক অমলেন্দু চট্টোপাধ্যায় ২০১৪ থেকে পূর্ব পরিচয়ের সুযোগ নিয়ে তাঁর ফ্ল্যাটে আসতে শুরু করেন। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে একাধিকবার সহবাস ও শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন আরএসএস নেতা অমলেন্দু চট্টোপাধ্যায়। এর জেরে তিনি তিনবার গর্ভপাত করাতেও বাধ্য হন বলে দাবি করেছেন ওই নেত্রী। বিজেপি কিংবা আরএসএস-এর কাজে দুজনে একইসঙ্গে রাজ্য কিংবা রাজ্যের বাইরেও যেতেন বলে দাবি করেছেন ওই বিজেপি নেত্রী।

ওই নেত্রীর এক ছেলেও রয়েছে। অমলেন্দু চট্টোপাধ্যায় তাঁর ছেলেকেও খুবই ভাল বাসতেন বলে দাবি করেছেন ওই বিজেপি নেত্রী। ছেলে সব জানতে পারার পর অমলেন্দু চট্টোপাধ্যায়ের কাছে সামাজিক ও আইনি স্বীকৃতির দাবি করেন। সেই সময় ওই নেতা তাতে সম্মত হন বলেও দাবি করে ওই বিজেপি নেত্রী। তবে ৮ অগাস্টের পর থেকে ওই নেতা তাঁর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন বলে অভিযোগ। পরে ৩১ অগাস্ট থানায় অভিযোগ দায়ের করেন ওই নেত্রী।

সাক্ষাৎকারে ওই বিজেপি নেত্রী জানিয়েছেন, অমলেন্দু চট্টোপাধ্যায়কে বিজেপি থেকে সরিয়ে আরএসএস-এর প্রচারক পদেই রাখা হয়েছিল। কিন্তু তিনি বিজেপিতে ফিরতে চাইছিলেন। সেজন্য অগাস্টের ৫,৬,৭,৮ অমলেন্দু চট্টোপাধ্যায় ও তিনি দিল্লিতে ছিলেন।

[আরও পড়ুন:বিজেপি নেত্রীকে ধর্ষণের অভিযোগ! দিল্লিতে গ্রেফতার আরএসএস নেতা ][আরও পড়ুন:বিজেপি নেত্রীকে ধর্ষণের অভিযোগ! দিল্লিতে গ্রেফতার আরএসএস নেতা ]

বিজেপি নেত্রী বর্তমান বিজেপি সভাপতি দিলীপ ঘোষ, রাজ্য বিজেপির সাংগঠনিক সম্পাদক সুব্রত চট্টোপাধ্যায় এবং অপর আরএসএস প্রচারক বিদ্যুৎ মুখোপাধ্যায়ের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করেছেন। তিনি অভিযোগ দায়ের করেছেন আরএসএস-এর সর্বভারতীয় প্রচারক শিবপ্রকাশের বিরুদ্ধেও। শিবপ্রকাশের বিরুদ্ধেও হোটেলে আটকে রাখা থেকে শুরু করে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার অভিযোগ দায়ের করেছেন ওই নেত্রী।

পুরো প্রতিবেদনই করা হয়েছে অভিযোগকারী বিজেপি নেত্রীর সাক্ষাৎকারের ওপর ভিত্তি করে। দেখে নিন সঙ্গে থাকা ভিডিও।

English summary
BJP leader from Kolkata alleged that she was been raped and sexual intercourse by RSS person Amalendu Chattyopadhyay
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X