For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পশ্চিমবঙ্গের পরিস্থিতি জরুরি অবস্থার মতো! প্রভাবশালী বিজেপি নেতার মন্তব্যে চাঞ্চল্য

পশ্চিমবঙ্গে জরুরি অবস্থার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। দলের যুবশাখার নেত্রী প্রিয়ঙ্কা শর্মার গ্রেফতার নিয়ে মন্তব্য করতে গিয়ে এমনটাই বললেন অসমের প্রভাবশালী বিজেপি নেতা তথা মন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।

Google Oneindia Bengali News

পশ্চিমবঙ্গে জরুরি অবস্থার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। দলের যুব শাখার নেত্রী প্রিয়ঙ্কা শর্মার গ্রেফতার নিয়ে মন্তব্য করতে গিয়ে এমনটাই দাবি করলেন অসমের প্রভাবশালী বিজেপি নেতা তথা মন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। শুক্রবার প্রিয়ঙ্কাকে গ্রেফতার করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকৃত ছবি শেয়ার করার অভিযোগে। তাঁকে ১৪ দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে।

পশ্চিমবঙ্গের পরিস্থিতি জরুরি অবস্থার মতো! প্রভাবশালী বিজেপি নেতার মন্তব্যে চাঞ্চল্য

হিমন্ত বিশ্বশর্মা প্রিয়ঙ্কার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন। সোশ্যাল মিডিয়ায় এক ব্যক্তি প্রধানমন্ত্রী সম্পর্কে সমালোচনামূলক মন্তব্য দিতেই পারেন। কিন্তু এক যুবতীকে মুখ্যমন্ত্রী সম্পর্কে একটি পোস্ট শেয়ার করার জেরে জেলে পাঠানো হয়েছে, এরকম ঘটনা ভারতে আগে ঘটেনি। এটা কি অপরাধ, প্রশ্ন করেন তিনি। যদি এই ধরনের ঘটনা ঘটতে থাকে, তাহলে মানুষ ধরে নেবে পশ্চিমবঙ্গে জরুরি অবস্থার মতো পরিস্থিতি তৈরি হয়েছে।

অসমের বিজেপি মন্ত্রী বলেন, প্রিয়ঙ্কা শুধুমাত্র ফেসবুক পোস্ট শেয়ার করেছিলেন। এটাকে বড় অপরাধ ধরে নিয়ে কাউকে কি জেলে পাঠানো যায়। বিজেপি এই ঘটনার কড়া নিন্দা করছে বলে জানিয়েছেন তিনি। তাঁর আশা, আদালতে বিচার পাবেন। এই ধরনের ঘটনা ঘটতে থাকলে, বাক স্বাধীনতার কিছুই বাকি থাকবে না।

অন্যদিকে প্রিয়ঙ্কার ভাইয়ের অভিযোগ, তাকে তাঁর দিদির সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না।

এবারই এই ধরনের ঘটনা প্রথম নয়। ২০১২ সালে যাদবপুরের অধ্যাপক অম্বিকেশ মহাপাত্রকে গ্রেফতার করা হয়েছিল মুখ্যমন্ত্রীর ব্যঙ্গচিত্র ফরওয়ার্ড করার অভিযোগে।

English summary
BJP leader from Assam Himanta Biswa Sarma alleged there is emergency like situation in WB
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X