For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

যাঁরাই মমতার দ্বারস্থ হয়েছেন তাঁরাই হেরেছেন! মমতার ব্যালট ফেরানোর দাবিকে কটাক্ষ দিলীপের

ফের মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন দিলীপ ঘোষ। মূলত ইভিএম ছেড়ে ব্যালটে ফেরার ডাক নিয়ে আন্দোলনের ডাক দিয়েছেন তৃণমূল নেত্রী।

  • |
Google Oneindia Bengali News

ফের তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। মূলত ইভিএম ছেড়ে ব্যালটে ভোট করানোর ডাক দিয়েছেন তৃণমূল নেত্রী। এই নিয়ে সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলিকে এক জায়গায় করে আন্দোলনেরও ডাক দিয়েছেন। এদিন এই ডাকের কটাক্ষ করে দিলীপ ঘোষের প্রশ্ন ব্যালট কী করে বাংলা বাঁচাবে। হার স্বীকার না করে কমিশনকে দোষারোপের চেষ্টা বলেও কটাক্ষ করেন তিনি।

'ব্যালট কী করে বাংলা বাঁচাবে'

'ব্যালট কী করে বাংলা বাঁচাবে'

এবারের ভোটে মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া মিলেছে। আর হার স্বীকার না করে কমিশনকে দোষারোপ করছে তৃণমূল। সূত্রের খবর অনুযায়ী এমনটাই মন্তব্য করেছেন বিজেপির রাজ্য সভাপতি তথা মেদিনীপুর কেন্দ্রের বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। ইভিএম থেকে ব্যালটে ফেরা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের ডাক প্রসঙ্গে দিলীপ ঘোষের প্রশ্ন ব্যালট কী করে বাংলা বাঁচাবে। মানুষ সরে গিয়েছে, তাই ইভিএমকে দোষ দিচ্ছে তৃণমূল। মন্তব্য করেছেন দিলীপ ঘোষ।

 'প্রধানমন্ত্রীকে চোর বলার জবাব, জাত-মান গিয়েছে সবার'

'প্রধানমন্ত্রীকে চোর বলার জবাব, জাত-মান গিয়েছে সবার'

দলের নেতা-কর্মীদের সামনে দিলীপ ঘোষ বলেন, প্রধানমন্ত্রীকে চোর বলার জবাব পেয়ে গিয়েছে দেশের বিরোধী মহাজোটের নেতারা। জাত মান, সবই খুইয়েছেন তাঁরা। এপ্রসঙ্গে উত্তরপ্রদেশেরে পাশাপাশি অন্ধপ্রদেশের কথা উল্লেখ করেন তিনি। যাঁরাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ছুটে এসেছেন, তাঁরাই পরাজিত হয়েছেন। কটাক্ষ করে এমনটাই বলেছেন দিলীপ ঘোষ। এপ্রসঙ্গে তিনি আরও বলেন, ভোট শেষ হওয়ার পর বিরোধীরা ছন্নছাড়া।

[আরও পড়ুন: মুখ্যমন্ত্রী হয়ে পার্টি অফিস 'পুনর্দখল' করছেন মমতা! এ কী দৃষ্টান্ত তিনি তৈরী করছেন রাজ্যে?][আরও পড়ুন: মুখ্যমন্ত্রী হয়ে পার্টি অফিস 'পুনর্দখল' করছেন মমতা! এ কী দৃষ্টান্ত তিনি তৈরী করছেন রাজ্যে?]

'গণতন্ত্র হত্যা করে এখন গণতন্ত্র বাঁচাওয়ের দাবি'

'গণতন্ত্র হত্যা করে এখন গণতন্ত্র বাঁচাওয়ের দাবি'

রাজ্যে গণতন্ত্রকে হত্যা করেছে তৃণমূল। এমনটাই দাবি করে বিজেপির রাজ্য সভাপতির কটাক্ষ, সেই তৃণমূলই রাজ্যে গণতন্ত্র বাঁচাওয়ের দাবি করছে। ভোটের আগে মানুষের প্রশ্ন ছিল ভোট দিতে পারব তো। আর ভোট দেওয়ার সুযোগ পেয়েই বিজেপির তরফে পড়েছে ভোট।

[আরও পড়ুন:বিদেশমন্ত্রী জয়শঙ্করকে গুজরাত থেকে রাজ্যসভার প্রার্থী করতে চলেছে বিজেপি][আরও পড়ুন:বিদেশমন্ত্রী জয়শঙ্করকে গুজরাত থেকে রাজ্যসভার প্রার্থী করতে চলেছে বিজেপি]

English summary
Dilip Ghosh criticises Mamata Banerjee. There was an important internal meeting at Maharashtra Niwas in Kolkata
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X